সেপ্টেম্বর হত্যাকাণ্ড টীকা লেখো |
ভূমিকা
ফরাসি বিপ্লবের কালপ্রবাহে ১০ আগস্ট, ১৭৯২ খ্রিস্টাব্দে দ্বিতীয় ফরাসি বিপ্লব ছিল অতি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ফ্রান্সে রাজতন্ত্রের অপসারণ ও অস্থায়ী প্রশাসনিক কাউন্সিল গঠিত হয়েছিল। এই সময়পর্বে রাজতন্ত্রের সমর্থক সন্দেহে ফ্রান্সে যে হত্যাকাণ্ড হয়েছিল তা সেপ্টেম্বর হত্যাকান্ড নামে পরিচিত।
হত্যাকান্ডের কারণ
ঐতিহাসিক জর্জ রুদের মতে, সেপ্টেম্বর হত্যাকাণ্ড ছিল ব্যাখ্যার অতীত একটি রহস্যজনক ঘটনা। কিন্তু ঐতিহাসিক আলফ্রেড কোব্যান-এর মতে, বিদেশি সেনা ফ্রান্সে প্রবেশ করে কারারুদ্ধ অভিজাত ও রাজতন্ত্রীদের মুক্তি দেবে ও জনগণের ওপর অত্যাচার চালাবে। এমন আশঙ্কার ফলেই বিপ্লবকে রক্ষার জন্য সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
হত্যাকান্ডের ধরন
সেপ্টেম্বর হত্যাকাণ্ড যেভাবে সংঘটিত হয়েছিল তা হল :
[1] প্যারিস কমিউনের আহ্বান: কল্পিত ভীতির পরিপ্রেক্ষিতে প্যারিস কমিউন নাগরিকদের অস্ত্র সংগ্রহের আহ্বান জানায় এবং ফ্রান্সের আইনসভার অধিবেশনেও প্রতিটি মানুষ আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয় (২ সেপ্টেম্বর)।
[২] হত্যা: রাজতন্ত্রের সমর্থক ও বিদেশি আক্রমণকারীর সহযোগী সন্দেহে কারারুদ্ধ প্রায় ১১০০ সন্দেহভাজনকে খুন করা হয়। এ ছাড়াও রাজতন্ত্রের সমর্থক সন্দেহে অবাধ্য যাজক, অভিজাত ও ভবঘুরেদের হত্যা করা হয়।
উপসংহার
এইভাবে ফ্রান্সের রাজনীতিতে যে অস্থির হিংসাত্মক পরিবেশ রচিত হয়েছিল তারই চূড়ান্ত পরিণতি ছিল সন্ত্রাসের রাজত্ব।