সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে মানুষসহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠেছে কেন ব্যাখ্যা দাও

সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে মানুষসহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠেছে কেন ব্যাখ্যা দাও
সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে মানুষসহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠেছে কেন ব্যাখ্যা দাও।

পৃথিবীতে মানুলসহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে ওঠার কারণ

সৌরজগতে ছোটো-বড়ো একাধিক গ্রহ থাকলেও একমাত্র পৃথিবীতেই জীবের অস্তিত্ব পাওয়া গেছে। পৃথিবীতে বিভিন্ন অনুকূল পরিবেশগত কারণে মানুষ-সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বিকাশলাভ করেছে।

পৃথিবীতে মানুষ-সহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে ওঠার কারণ-

উষ্ণতা

জীবের বিকাশের জন্য পরিমিত উন্নতা প্রয়োজন। পৃথিবীর গড় উন্নতা 15 °সেলসিয়াস (প্রায়)। পৃথিবীতে প্রাণের বিকাশের উপযোগী উন্নতা থাকায় প্রাণের বিকাশ ঘটেছে। সূর্যের কাছের গ্রহগুলিতে (যেমন-বুধ ও শুক্র) বেশি উন্নতা এবং দূরের গ্রহগুলিতে (যেমন- বৃহস্পতি, শনি প্রভৃতি) উন্নতা কম হওয়ায় প্রাণের বিকাশ ঘটেনি।

জল

জলের অপর নাম জীবন। পৃথিবীপৃষ্ঠের প্রায় 71% জলভাগ দ্বারা আবৃত। জীবনধারণের প্রয়োজনীয় জলের প্রাচুর্য থাকায় পৃথিবীতে জীবের বিকাশ ঘটেছে। অন্য গ্রহগুলিতে (যেমন-শুক্র গ্রহে) জলের সন্ধান পাওয়া যায়নি।

অক্সিজেন

প্রাণীদের শ্বসনক্রিয়ার জন্য অক্সিজেন (০₂) একটি গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান। পৃথিবীর বায়ুমণ্ডলে এর পরিমাণ 20.94% (প্রায়), যা জীবনধারণের অনুকূল। কিন্তু অন্যকোনো গ্রহে এর পরিমাণ সীমিত বলে প্রাণের অস্তিত্ব নেই।

খাদ্যের জোগান

খাদ্য তৈরির প্রয়োজনীয় উপাদান যেমন-সৌরশক্তি, জল, বিভিন্ন গ্যাসীয় উপাদান (C, O, N), খনিজ পদার্থ (Fe, Cu) পৃথিবীতে নির্দিষ্ট মাত্রায় পাওয়া যায়। সবুজ উদ্ভিদ ওই উপাদানগুলির সাহায্যে খাদ্য তৈরি করে। তাই বলা যায়, এই উপাদানগুলি সমগ্র জীবজগতের খাদ্যের জোগান সুনিশ্চিত করে।

সূর্যালোক

সূর্যালোক ছাড়া জীবের বিকাশ সম্ভব নয়। সূর্যালোকের মাধ্যমে যে সৌরশক্তি পৃথিবীতে আসে তা সমস্ত জীবের প্রাণধারণের উৎস। এই পর্যাপ্ত সূর্যালোকের উপস্থিতিতেই সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে।

অন্যান্য অবস্থা

বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের আনুপাতিক পরিমাণ, আবহমণ্ডলীয় ঘটনা (যেমন-মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ), পর্যায়ক্রমে দিন ও রাত্রির সংঘটন, ঋতুপরিবর্তন, শিলামণ্ডল ও মৃত্তিকার উপস্থিতি প্রভৃতি বিষয়গুলি সম্মিলিতভাবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষায় সহায়ক হয়েছে।

ওপরের আলোচনা থেকে সহজেই বোঝা যায়, পৃথিবীই সৌরজগতের একমাত্র গ্রহ, যেখানে অনুকূল পরিবেশের জন্য প্রাণের অস্তিত্ব রয়েছে।

Leave a Comment