GPS-এর সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও

GPS-এর সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও
GPS-এর সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।

GPS

একাধিক কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, সময় নির্ণয় ও উচ্চতা পরিমাপের ব্যবস্থাকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System) বা সংক্ষেপে GPS বলে।

অবস্থান

বর্তমানে একাধিক কৃত্রিম উপগ্রহকে বিভিন্ন কক্ষপথে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 20200 কিমি উচ্চতায় স্থাপন করা হয়েছে। GPS ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে ন্যূনতম ওটি কৃত্রিম উপগ্রহের প্রয়োজন হয়।

অংশ

GPS-এর তিনটি অংশ রয়েছে। যথা- [i] মহাকাশ অংশ বা কৃত্রিম উপগ্রহ, [ii] ভূপৃষ্ঠীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও [iii] গ্রাহকযন্ত্র বা তথ্যপ্রাপ্তির অংশ।

তথ্য

GPS-এর সাহায্যে কোনো স্থানের চার ধরনের তথ্য পাওয়া যায়। যথা-[i] ‘X’ = অক্ষাংশ, [ii] ‘Y’ = দ্রাঘিমাংশ, [iii] ‘Z’ = উচ্চতা ও [iv] ‘T’ = সময়।

ব্যবহার

1970-এর দশকে আমেরিকার প্রতিরক্ষা দফতর GPS-এর ব্যবহার শুরু করলেও 1990-এর দশকে এর ব্যবহার প্রসারিত হয়। ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপের আকৃতি অনুধাবন, জাহাজ ও বিমান চলাচল এবং বিভিন্ন পরিকল্পনায় ব্যবহৃত ভূপৃষ্ঠের মানচিত্র তৈরিতে GPS-এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

Leave a Comment