বর্তমানে প্রচলিত শক্তি সম্পদগুলির ব্যবহার ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কেন? |
বর্তমানে প্রচলিত শক্তি সম্পদগুলির ব্যাবহারিক গুরুত্ব হ্রাস পাওয়ার কারণ-
নিঃশেষিত: প্রচলিত শক্তি সম্পদের বিভিন্ন উৎসগুলির (যেমন- কয়লা, খনিজ তেল) পরিমাণ হ্রাস পাচ্ছে।
দূষণ: প্রচলিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ঘটে (জলবিদ্যুৎশক্তি ছাড়া)।
ব্যয়বহুলতা : প্রচলিত শক্তি সম্পদগুলি বেশি ব্যয়বহুল।