মুসোলিনির অভ্যন্তরীণ নীতি বা স্বরাষ্ট্র নীতি সম্পর্কে যা জানো লেখো
মুসোলিনির অভ্যন্তরীণ নীতি বা স্বরাষ্ট্র নীতি সম্পর্কে যা জানো লেখো। |
মুসোলিনির অভ্যন্তরীণ নীতি বা স্বরাষ্ট্র নীতি
ভূমিকা
মুসোলিনির অভ্যন্তরীণ নীতি
① প্রশাসনিক সংস্কার
(i) মুসোলিনি গ্রাম থেকে প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত সকল ক্ষেত্র ফ্যাসিস্ট দলের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
(ii) মুসোলিনি প্রশাসনিক ব্যবস্থার সর্বোচ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
(iii) প্রশাসনের সমস্ত ক্ষেত্রে তিনি ফ্যাসিস্ট দলের লোকদের নিয়োগ করেন।
(iv) মুসোলিনি সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতা হরণ করেন।
② আর্থিক সংস্কার
(i) মুসোলিনি সরকারি আয়ব্যয়ের হিসাবের পরীক্ষার ব্যবস্থা করেন।
(ii) তিনি শ্রমিকদের ন্যূনতম মজুরি, কাজের সময় হ্রাস, ধর্মঘট নিষিদ্ধ এবং দ্রব্যের দাম স্থির করে দেন।
(iii) কৃষির উন্নতির জন্য সেচ, উন্নত বীজ, কৃষিঋণ প্রভৃতি ব্যবস্থা করেন।
(iv) জলপাইয়ের চাষ বন্ধ করে তিনি গমের উৎপাদন বৃদ্ধির দিকে নজর দেন।
③ শিক্ষা ও ধর্মীয় সংস্কার
(i) শিক্ষাসংস্কারের জন্য মুসোলিনি বহু বিদ্যালয় স্থাপন করেন।
(ii) শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ফ্যাসিস্ট ছাড়া অপর কাউকে নিয়োগ করা হত না।
(iii) শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মুসোলিনির ছবি টাঙিয়ে রাখা বাধ্যতামূলক ছিল।
(iv) মুসোলিনি পোপের সঙ্গে ‘ল্যাটেরান চুক্তি’ সম্পাদন করেন।