পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় কেন

পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় কেন
পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় কেন?

সোনা একটি মূল্যবান ও বহুল ব্যবহৃত ধাতু। একইভাবে পেট্রোলিয়াম হল একটি গুরুত্বপূর্ণ জ্বালানি খনিজ যা মোটরগাড়ি, বাস, ট্রাক, রেলইঞ্জিন, জাহাজ, স্টিমার প্রভৃতি যানবাহন চালাতে ব্যবহৃত হয়। বিভিন্ন শিল্পে এবং গৃহস্থালির নানা কাজেও পেট্রোলিয়ামের ব্যবহার বহুমুখী। আধুনিক সভ্যতার উন্নয়ন পেট্রোলিয়ামের ওপর বহুলাংশে নির্ভরশীল। তাই গুরুত্বের দিক থেকে বন্ধু মূল্যবান ধাতু সোনার সাথে তুলনা করে পেট্রোলিয়ামকে ‘তরল সোনা’ বলা হয়।

Leave a Comment