উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি লেখো

উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি লেখো
উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি লেখো

উত্তর ডারত অপেক্ষা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা

উত্তর ও দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক অবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ করা যায়, যেমন-

পলিমুক্ত জলপ্রবাহ

উত্তর ভারতের নদীগুলি দীর্ঘপথ কোমল শিলা ও পলি মৃত্তিকার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জলে পলির পরিমাণ বেশি। এরফলে যন্ত্রপাতিতে পলি জমে সমস্যা সৃষ্টি করে। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলির গতিপথের অধিকাংশ অংশ কঠিন শিলাগঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য নদীগুলির জল পলিমুক্ত থাকে এবং জলবিদ্যুৎ উৎপাদনে সুবিধা হয়।

স্বাভাবিক খরস্রোত

উত্তর ভারতের নদীগুলি বেশিরভাগই সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এগুলিতে স্রোত খুবই কম। অপরদিকে, দক্ষিণ ভারতের ভূমিরূপ বন্ধুর বলে এখানকার নদীগুলি স্বাভাবিকভাবে খরস্রোতা এবং জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী।

সুদীর্ঘ পার্বত্যপ্রবাহ

উত্তর ভারতের অধিকাংশ নদীগুলি প্রধানত হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে পরে সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু দক্ষিণ ভারতে নদীর ঊর্ধ্ব বা পার্বত্যপ্রবাহের দৈর্ঘ্য বেশি হওয়ায় গতিপথের প্রায় সর্বত্রই জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা যায়।

শিলাস্তরের প্রকৃতি

দক্ষিণ ভারতে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণ করে বৃষ্টির জল ধরে রেখে সারাবছর জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, কিন্তু উত্তর ভারতে তা সম্ভব নয়।

প্রাকৃতিক বিপর্যয়

উত্তরের হিমালয় পার্বত্যঅঞ্চল ভূ-তাত্ত্বিক দিক থেকে কিছুটা অস্থিতিশীল ও ভূমিকম্পপ্রবণ। এ ছাড়াও শীতকালে তুষারপাতের সমস্যাও বর্তমান। এরজন্য জলবিদ্যুৎ উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। দক্ষিণ ভারতের নদীগুলিতে এইরূপ কোনো প্রকার বিপর্যয়ের আশঙ্কা নেই।

অন্যান্য শক্তিসম্পদের অভাব

উত্তর-পূর্ব ভারতে প্রচুর কয়লা পাওয়া যায় এবং খনিজ তেলও কিছু পরিমাণে উত্তোলিত হয়। ফলে কয়লা ও খনিজ তেলের মতো বিকল্প উৎস ব্যবহারের সহজ সুযোগ থাকায় উত্তর ভারতে জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া হয় না। অপরদিকে, দক্ষিণ ভারত কয়লাসমৃদ্ধ নয় এবং এখানে খনিজ তেলও উত্তোলিত হয় সামান্য। কয়লা ও খনিজ তেলের এই অভাব দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।

এইসব কারণে উত্তর ভারতের চেয়ে দক্ষিণ ভারতের নদনদীগুলি থেকে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয়।

Leave a Comment