জার্মানিতে নাতসিবাদ বা হিটলারের উত্থানের পটভূমিকা লেখো – আজকের পর্বে জার্মানিতে নাতসিবাদ বা হিটলারের উত্থানের পটভূমিকা আলোচনা করা হল।
জার্মানিতে নাতসিবাদ বা হিটলারের উত্থানের পটভূমিকা লেখো
জার্মানিতে নাতসিবাদ বা হিটলারের উত্থানের পটভূমিকা লেখো। |
জার্মানিতে নাতসিবাদ বা হিটলারের উত্থানের পটভূমিকা
ভূমিকা
প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের স্থলে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। এইরকম একটি দেশ ছিল জার্মানি। জার্মানিতে প্রচলিত ভাইমার প্রজাতন্ত্রের বিরুদ্ধে যে একনায়কতন্ত্রের জন্ম হয়েছিল তা নাতসিবাদ নামে পরিচিত।
নাতসিবাদের উত্থানের পটভূমি
① ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা
ভাইমার প্রজাতন্ত্র বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। ভার্সাই সন্ধির অপমানজনক শর্তগুলি মেনে নেওয়ার ফলে এই প্রজাতন্ত্রের জনপ্রিয়তা দারুণভাবে হ্রাস পায়।
② আর্থিক সংকট
প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জার্মানি আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জার্মানবাসীর আর্থিক জীবন একেবারে ভেঙে পড়ে।
③ রাজনৈতিক অস্থিরতা
ভাইমার প্রজাতন্ত্রে রাজনৈতিক অস্থিরতার জন্য কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতা স্থায়ী হয়নি। 1919 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে মোট 15টি মন্ত্রীসভা ক্ষমতায় আসে। এই সংকটের সুযোগ নেয় হিটলার ও তার নাতসি দল।
④ কমিউনিস্ট ভীতি
কমিউনিস্টদের প্রভাব থেকে বাঁচার জন্য শিল্পপতি থেকে সাধারণ মানুষ সকলেই নাতসিবাদের সাহায্য প্রার্থনা করে। আর এই সুযোগ সম্পূর্ণভাবে নিয়েছিল হিটলার ও তাঁর দল।
⑤ হিটলারের প্রভাব
হিটলারের সাংগঠনিক শক্তি, নেতৃত্ব, দক্ষতা, বাগ্মিতা প্রভৃতি নাতসিবাদের উত্থানকে সহজতর করেছিল।
⑥ হেরেনভক তত্ত্ব
নাতসিবাদের প্রধান ভিত্তি ছিল উগ্র জাতীয়তাবাদ। জাতি হিসেবে জার্মানরা শ্রেষ্ঠ হওয়ায় অন্য জাতির ওপর তাদের প্রভুত্ব করার ক্ষমতা আছে- এই তত্ত্ব প্রচার করে নাৎসি দল জনপ্রিয়তা অর্জন করে।
উপসংহার
উপরিউক্ত পরিস্থিতিতে 1932 খ্রিস্টাব্দের নির্বাচনে নাতসি দল প্রচুর আসনে জয়লাভ করে। এই দলের নেতা হিসেবে হিটলার প্রেসিডেন্ট হিন্ডেনবার্গকে ক্ষমতা থেকে সরিয়ে পুরো ক্ষমতা হস্তগত করেন। এভাবে হিটলারের নেতৃত্বে নাতসিবাদের উত্থান সম্পূর্ণ হয়।