‘পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন।’ -ফাউন্টেন পেনের বাংলা নাম কী এবং সেটি কে দিয়েছিলেন বলে অনুমান করা হয়? এই ফাউন্টেন পেন কে, কীভাবে তৈরি করেছিলেন? |
ফাউন্টেন পেনের কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন, তাঁর নাম হল লুইস অ্যাডসন ওয়াটারম্যান। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ‘রিজার্ভার পেন’। ওয়াটারম্যান তাকে উন্নত করেই তৈরি করেন ফাউন্টেন পেন। তবে এই পেন বা কলমটি তৈরির কারণ সম্পর্কে একটি কাহিনি প্রচলিত আছে। কাহিনিটি হল-লুইস অ্যাডসন ওয়াটারম্যান পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। সেকালের অন্য অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত-কলম নিয়ে কাজে বার হতেন। একবার গিয়েছিলেন অন্য এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা যখন লেখা হয়েছে, তখনই হঠাৎ দোয়াত উপুড় হয়ে কালি পড়ে যায়। দলিলে। অ্যাডসন আবার ছোটেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন আর একজন ব্যবসায়ী তাড়াতাড়ি করে চুক্তিপত্রের সইসাবুদ পাকা করে চলে গিয়েছেন। সে খবর শুনে বিমর্ষ হয়ে পড়েন ওয়াটারম্যান। তিনি স্থির করেন এরকম সমস্যার সমাধান তিনি করবেনই। তাঁর সেই জেদের ফলেই তিনি তৈরি করেছিলেন ফাউন্টেন পেন।