“এ-মুহূর্তে মরে যাব না কি?”-এই আশঙ্কা কাদের? তাদের এই বিপন্নতার কারণ কী? |
কবিতার প্রথম স্তবকে কবি উপলব্ধি করেছেন-সাধারণ মানুষের ডানদিকে ধস ও বামে গিরিখাদ, অর্থাৎ তাদের অবস্থান ভয়াবহ এক প্রাকৃতিক পরিমণ্ডলে। শুধু তাই নয়, ‘বোমাবু’-র বিপদ সংকেত মাথার উপরে আর পায়ের নীচে হিমানীর বাঁধের অস্থায়িত্ব। অর্থাৎ, চারিদিকে প্রতিবন্ধকতার প্রাচীর ঘিরে রেখেছে বিপন্ন মানুষদের।
সভ্যতার সংকট কেবল বিপন্ন মানুষদের রুদ্ধ করেনি, কেড়ে নিয়েছে তাদের মাথার উপরের আচ্ছাদন-
শুধু বর্তমান অস্তিত্বের সংকট নয়, তাদের ভবিষ্যৎ স্বপ্নের আধার যে শিশুরা, তাদেরকেও রেহাই দেয়নি প্রতিক্রিয়াশীল শক্তি। তাই-
সব মিলিয়ে রক্তপাত, মৃত্যু আর অসহায়তায় তারা আত্মহারা-
বাঁচার কোনো দিশাই সেখানে নেই। নেই কোনো আদর্শবোধের প্রতিষ্ঠা যা সংকট উত্তরণের পথ দেখাতে পারবে। দিশাহীন আত্মসর্বস্ব রাজনীতি কিংবা রাষ্ট্রনীতির বশে থাকা সমাজব্যবস্থায় সেরকম কোনো সম্ভাবনা নেই বলে কবি মনে করেন। তাই বিপন্ন মানুষের মধ্যে যারা টিকে আছে, তাদেরকে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন।