আবিসিনিয়া সংকট সম্বন্ধে লেখো

আবিসিনিয়া সংকট সম্বন্ধে লেখো – আজকের পর্বে আবিসিনিয়া সংকট সম্বন্ধে আলোচনা করা হল।

    আবিসিনিয়া সংকট সম্বন্ধে লেখো

    আবিসিনিয়া সংকট সম্বন্ধে লেখো
    আবিসিনিয়া সংকট সম্বন্ধে লেখো।

    আবিসিনিয়া সংকট

    ভূমিকা

    1906 খ্রিস্টাব্দে এক ত্রিশক্তি চুক্তি অনুসারে ইংল্যান্ড, ফ্রান্স ও ইটালি আবিসিনিয়ার (ইথিওপিয়া) অখণ্ডতা রক্ষার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ইটালি আবিসিনিয়ার ওপর প্রভাব বিস্তারে সচেষ্ট হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত দেশটি দখল করে নেয়। ঐতিহাসিক গ্যাথন হার্ডির মতে, যুদ্ধ পরবর্তী ইতিহাসে আবিসিনিয়া আক্রমণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা (Abicinia attack mark crucial turning point in post war history.) ।

    পটভূমি

    প্রথম বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বে যখন মহামন্দা, তখন ইটালি তার অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পেতে প্রাকৃতিক সম্পদে পূর্ণ আবিসিনিয়া দখলের চেষ্টা শুরু করে। এরকম পরিস্থিতিতে ওয়াল ওয়াল গ্রামের ঘটনাকে কেন্দ্র করে মুসোলিনি 1935 খ্রিস্টাব্দের 13 অক্টোবর ইথিওপিয়া আক্রমণ করেন।

    পরিণতি

    এই ঘটনায় লিগ ইটালিকে আক্রমণকারী দেশ হিসেবে ঘোষণা করে। এই সময় ইংল্যান্ড ও ফ্রান্স তোষণনীতি গ্রহণ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে আসে।

    এমতাবস্থায় অভ্যন্তরীণ সমস্যার কারণে সম্রাট হাইলে সেলাসি দেশত্যাগ করলে আবিসিনিয়া ইটালির অন্তর্ভুক্ত হয়।

    গুরুত্ব

    ইটালির আবিসিনিয়া আক্রমণ আন্তর্জাতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ-

    ① এই ঘটনার মধ্যে দিয়ে ইটালির উগ্র জাতীয়তাবাদ প্রকাশ্যে চলে এসেছিল।

    ② লিগের ব্যর্থতায় ক্ষুব্ধ দেশগুলির আস্ফালন আরও বেড়ে গিয়েছিল।

    ③ ইটালিতে মুসোলিনির জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায়।

    ④ একটি প্রাচীন রাষ্ট্রের স্বাধীনতা এই ঘটনায় বিলুপ্ত হয়েছিল।

    Leave a Comment