রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি সম্বন্ধে যা জানো লেখো

রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি সম্বন্ধে যা জানো লেখো – আজকের পর্বে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি সম্বন্ধে আলোচনা করা হল।

    রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি সম্বন্ধে যা জানো লেখো

    রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি সম্বন্ধে যা জানো লেখো
    রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি সম্বন্ধে যা জানো লেখো।

    ভূমিকা

    1930-এর দশকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি। এই চুক্তির মধ্য দিয়ে অক্ষশক্তিভুক্ত দেশগুলি একত্রিত হওয়ার ফলে সমগ্র বিশ্বে যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছিল।

    রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি

    1936 খ্রিস্টাব্দের 25 নভেম্বর জার্মানি ও জাপান কমিনটার্ন বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তী সময় জার্মানি এই চুক্তিতে যোগদান করলে 1937 খ্রিস্টাব্দে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়।

    শর্তাবলি

    • দশ বছরের জন্য রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি কার্যকর থাকবে। 
    • অক্ষচুক্তিভুক্ত কোনো দেশ চতুর্থ শক্তির দ্বারা আক্রান্ত হলে পরস্পরকে সাহায্য করবে।
    • অক্ষচুক্তিভুক্ত কোনো দেশ সাম্যবাদী রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হবে না।

    মূল্যায়ন

    রোম-বার্লিন অক্ষচুক্তি প্রকৃতপক্ষে পরবর্তীকালে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরের পথ প্রশস্ত করেছিল। এর ফলে সমগ্র বিশ্বে যে শক্তির জন্ম হয়েছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবেশ সৃষ্টিতে সাহায্য করেছিল। এই চুক্তিই প্রকৃতপক্ষে মিত্রশক্তির বিরুদ্ধে এক শক্তিজোট গঠন করেছিল।

    Leave a Comment