ভারতের জলপথ পরিবহণের সমস্যাগুলি লেখো। |
ভারতের জলপথ পরিবহণের সমস্যাগুলি হল–
(ক) ভারতের অধিকাংশ নদনদীর নিম্নপ্রবাহ মজে যাওয়ায় এবং নিয়মিত ড্রেজিং-এর ব্যবস্থা না থাকায় অভ্যন্তরীণ জলপথ পরিবহণে অসুবিধা দেখা যায়।
(খ) ভারতের নদী ও খালপথগুলি সারাবছর নৌ-পরিবহণের উপযুক্ত থাকে না। বিশেষত দক্ষিণ ভারতের নদীগুলিতে গ্রীষ্মকালে জলের প্রবাহ কমে যায়।
(গ) ভারতে জলপথ পরিবহণের উপযোগী আধুনিক জলযানের অভাব রয়েছে।
(ঘ) আন্তর্জাতিক জলপথ পরিবহণে নিযুক্ত জাহাজের সংখ্যা বেশ কম। ফলে, জলপথ পরিবহণের খরচ অনেক বেশি হয়।
(ঙ) বন্দরগুলির আধুনিকীকরণের অভাবের জন্য জলপথ পরিবহণে নানান অসুবিধার সৃষ্টি হয়।