সোনালি চতুর্ভুজ (Golden Quadrilateral)

সোনালি চতুর্ভুজ
সোনালি চতুর্ভুজ
ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার বা ছয় লেনবিশিষ্ট সড়কপথ সোনালি চতুর্ভুজ নামে পরিচিত।

দৈর্ঘ্য: 

সোনালি চতুর্ভুজের মোট দৈর্ঘ্য 5,846 কিমি, যার মধ্যে দিল্লি-কলকাতা 1,453 কিমি, কলকাতা-চেন্নাই 1,684 কিমি, চেন্নাই-মুম্বই 1,290 কিমি এবং মুম্বাই থেকে দিল্লি 1,419 কিমি।

প্রকল্প: 

National Highway Authority of India (NHAI) 1999 সালে 2 জানুয়ারি প্রথম পর্যায়ে সোনালি চতুর্ভুজ নির্মাণের কর্মসূচি গ্রহণ করে। 2012 সালের 7 জানুয়ারি এই দীর্ঘ সড়কপথ নির্মাণ সম্পন্ন হয়।

গুরুত্ব: 

ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অতি দ্রুত পরিবহণ সম্ভব হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহণ সহজ হয়েছে। • শিল্পের প্রসার ও কর্মসংস্থানের বৃদ্ধি ঘটেছে। কৃষকদের পক্ষে কৃষিফসলগুলি শহর ও বন্দরগুলিতে সহজে পাঠানোর সুবিধা হয়েছে। এর ফলে ফসলের অপচয়ও কম হচ্ছে। সারা ভারত জুড়ে ট্রাক পরিবহণ বৃদ্ধি পেয়েছে। ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে।

Leave a Comment