নেপোলিয়ন কিভাবে ফ্রান্সে ক্ষমতা দখল করেন

নেপোলিয়ন কিভাবে ফ্রান্সে ক্ষমতা দখল করেন
নেপোলিয়ন কিভাবে ফ্রান্সে ক্ষমতা দখল করেন

পটভূমি

রোবসপিয়রের মৃত্যুতে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান হলে জাতীয় সভা ফ্রান্সে ডিরেক্টরি (Directory) শাসনব্যবস্থার প্রবর্তন করে। কিন্তু এই শাসনব্যবস্থা নতুন সমস্যা সমাধানের উপযুক্ত ছিল না। ডিরেক্টরি শাসনব্যবস্থার এই অক্ষমতাই নেপোলিয়ন বোনাপার্টের উত্থানের পথ প্রশস্ত করেছিল।

নেপোলিয়নের ক্ষমতা লাভ

ফরাসি বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ সন্তান নেপোলিয়ন অতি অল্পকালের মধ্যে ফ্রান্সের সর্বেসর্বা হয়ে ওঠেন। বিদ্যালয়ের শিক্ষা শেষ করে মাত্র ১৭ বছর বয়সে তিনি ফরাসি গোলন্দাজ বাহিনীর লেফটেন্যান্ট পদে যোগ দেন। ১৭৯৩ খ্রিস্টাব্দে ইংরেজদের কাছ থেকে তুলোঁ (Touloun) বন্দরের পুনরুদ্ধার এবং ১৭৯৫ খ্রিস্টাব্দে উচ্ছৃঙ্খল জনতার হাত থেকে জাতীয় সভাকে রক্ষা তাঁকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। তা ছাড়া বিপ্লবের দশ বছরের মধ্যে ফ্রান্সে কখনোই সুস্থিরতা আসেনি। সন্ত্রাসের আতঙ্ক মানুষের মন থেকে বিলীন হয়ে যায়নি। এই পরিস্থিতিতে নৈরাজ্য থেকে ফ্রান্সকে রক্ষা করতে নেপোলিয়ন এগিয়ে আসেন এবং জনগণ তাঁকে বিপুলভাবে সমর্থন করে। ১৭৯৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর তিনি ডিরেক্টরি শাসনকে উৎখাত করে কনস্যুলেট-এর (Consulate) শাসনব্যবস্থা প্রবর্তন করেন। অতঃপর ১৮০৪ খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাবমতো গণভোটের মাধ্যমে তিনি নিজেকে ‘ফরাসি জাতির সম্রাট’ বলে ঘোষণা করেন।

Leave a Comment