নেপোলিয়নের স্পেনীয় ক্ষত টীকা লেখো |
নেপোলিয়নের পতনের অন্যতম প্রধান কারণ ছিল স্পেনীয় ক্ষত। ‘স্পেনীয় ক্ষত’ বলতে বোঝায় নেপোলিয়নের স্পেন আক্রমণের পর স্পেনীয়দের রুখে দাঁড়ানো এবং তাঁকে পিছু হটতে বাধ্য করা- যা নেপোলিয়নের জীবনে ক্ষতের মতো ছিল।
স্পেন আক্রমণ
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন পোর্তুগাল জয় করেন। তারপর স্পেন আক্রমণ ও দখল করেন। তিনি স্পেনের বুরবোঁ বংশীয় রাজা চতুর্থ চার্লসকে সরিয়ে নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসান।
স্পেনীয়দের প্রতিরোধ
স্পেনের জনগণ নেপোলিয়নের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। স্পেনীয়রা নিজেদের বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ফরাসিবাহিনীর বিরুদ্ধে মরণপণ সংগ্রাম শুরু করে। ইংল্যান্ড ও পোর্তুগাল এই যুদ্ধে যোগ দেয়। একে ‘উপদ্বীপের যুদ্ধ’ বলা হয়।
নেপোলিয়নের পরাজয়
ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির হাতে নেপোলিয়নের ফরাসিবাহিনী ১৮১৩ খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পরাজিত হয়। নেপোলিয়ন স্পেন ত্যাগ করতে বাধ্য হন। এরপর নেপোলিয়ন আক্ষেপ করে বলেছিলেন ‘স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ।