ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা কী ছিল

ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা কী ছিল
ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা কী ছিল

নেপোলিয়নের পতনের পর ইউরোপীয় শক্তিবর্গ ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে ইটালির সম্পর্কে যে ব্যবস্থা গ্রহণ করেন, তাতে ইটালির বিভিন্ন অংশ বিদেশিদের দিয়ে দেওয়া হয়। এই বিদেশিদের হটিয়ে ঐক্যবদ্ধ স্বাধীন ইটালি প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জোসেফ গ্যারিবল্ডি (Giuseppe Garibaldi) |

ইটালির ঐক্যে গ্যারিবন্ডির অবদান

ম্যাৎসিনির শিষ্য গ্যারিবল্ডি ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য একটি বাহিনী গঠন করেছিলেন। এই বাহিনীর সদস্যরা লাল রঙের পোশাক পরতেন বলে এদের ‘লালকোর্তা’ (Red Shirts) বলা হত। এই বাহিনীর সাহায্যে তিনি সিসিলি ও নেপলস জয় করে রোম আক্রমণের জন্য প্রস্তুত হন। কিন্তু ক্যাভুর এতে বিব্রত বোধ করেন। তাই গ্যারিবল্ডি তাঁর একনায়কত্ব ত্যাগ করে রাজা ভিক্টর ইমান্যুয়েলের আনুগত্য স্বীকার করে নিলে দক্ষিণ ইটালি ও উত্তর ইটালি সংযুক্ত হয়। ১৮৬১ খ্রিস্টাব্দে ক্যাভুরের মৃত্যুর পর অবশিষ্ট ইটালি (ভেনিস) ইটালির সঙ্গে যুক্ত হলে ইটালির ঐক্য সম্পূর্ণ হয়।

ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা অনস্বীকার্য। ম্যাৎসিনি ও ক্যাভুরের পাশাপাশি তিনি স্বমহিমায় উজ্জ্বল ছিলেন।

Leave a Comment