ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করো

ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা

ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ভূমিকা আলোচনা করো
ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা

ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ভূমিকা

১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেসে ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে ইটালি সম্পর্কে যে ব্যবস্থা গৃহীত হয় তাতে ইটালি একটি ‘ভৌগোলিক সংজ্ঞায়’ পরিণত হয়। ইটালিকে এই অবস্থা থেকে মুক্ত করে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য যারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন জোসেফ ম্যাৎসিনি (Giuseppe Mazzini)।

ম্যাৎসিনি

ইটালির জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণপুরুষ ম্যাৎসিনি ১৮০৫ খ্রিস্টাব্দে ইটালির জেনোয়াতে জন্মগ্রহণ করেন। ইটালির স্বাধীনতার স্বপ্নকে সফল করার জন্য তিনি প্রথম জীবনে কার্বোনারি নামক গুপ্ত সমিতিতে যোগদান করেন। কিন্তু কার্বোনারির হঠকারিতা ও অবাস্তব ভাবাবেগ তাঁর মনঃপুত হয়নি। তিনি উপলব্ধি করেন ইটালিকে স্বাধীন করার জন্য প্রয়োজন গণসংযোগ ও দেশবাসীর স্বতঃস্ফূর্ত যোগদান।

ইয়ং ইটালি (Young Italy)

নিজের উদ্দেশ্য ও কর্মপন্থাকে সফল করার জন্য ম্যাৎসিনি ১৮৩২ খ্রিস্টাব্দে ইয়ং ইটালি বা নব্য ইটালি নামে একটি যুবসংগঠন তৈরি করেন।

এই সংগঠনের উদ্দেশ্য ছিল দেশের যুবসম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করা এবং ভবিষ্যৎ আন্দোলনের জন্য প্রশিক্ষণ দেওয়া।

ম্যাৎসিনির প্রচেষ্টা

১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সূত্র ধরে ইটালির লম্বার্ডি, ভেনিস ও পোপের রাজ্য রোমে বিদ্রোহ শুরু হয়। ম্যাৎসিনির উদ্যোগে এই সময় টাসকানি ও রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

তবে শেষ পর্যন্ত অস্ট্রিয়া ও ফ্রান্সের দমননীতির ফলে ম্যাৎসিনির সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং তিনি ইংল্যান্ডে আশ্রয় নেন।

Leave a Comment