ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতার কারণগুলি কী ছিল

ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতার কারণগুলি কী ছিল
ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতার কারণগুলি কী ছিল?

ফেব্রুয়ারি বিপ্লব (February Revolution)

ইউরোপের ইতিহাসে ফেব্রুয়ারি বিপ্লব অত্যন্ত উল্লেখযোগ্য একটি অধ্যায়। ১৮৪৮ খ্রিস্টাব্দের এই বিপ্লব সমগ্র ইউরোপকে প্রভাবিত করেছিল। এর ফলে অবসান হয় রাজতন্ত্রের, প্রতিষ্ঠিত হয় উদারতান্ত্রিক শাসনব্যবস্থা। তবে ফেব্রুয়ারি বিপ্লব যে শেষমেশ ব্যর্থ হয়েছিল, তার জন্য একাধিক কারণ দায়ী ছিল।

ব্যর্থতার কারণ

মধ্যবিত্তশ্রেণির বিরোধ

মধ্যবিত্তশ্রেণিই ছিল ইউরোপের সকল বিপ্লবের মূল চালিকাশক্তি। বিপ্লবের পিছনে তাদের মূল উদ্দেশ্য ছিল পূর্বতন স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনব্যবস্থার পরিবর্তন। মধ্যবিত্তশ্রেণির অস্থিরতা এবং বিশৃঙ্খলা বিপ্লবকে দুর্বল করে দেয়।

বিভিন্ন জাতির মধ্যে বিরোধিতা

বিভিন্ন জাতি এবং তাদের জাতীয় আশা-আকাঙ্ক্ষার পরস্পরবিরোধিতা ফেব্রুয়ারি বিপ্লবকে পতনের মুখে ঠেলে দেয়।

নেতৃত্বের অভাব

ফেব্রুয়ারি বিপ্লবে যোগ্য নেতৃত্বের অভাবের ফলে শুরু থেকে সাধারণ জনগণই ছিল বিপ্লবের নেতা। ফ্রান্সের লা-মার্টিন ছিলেন দুর্বল ব্যক্তিত্বসম্পন্ন এবং অদূরদর্শী।

বিপ্লবীদের মধ্যে ঐক্যবোধের অভাব

ফ্রান্স থেকে ইটালি, জার্মানি, হাঙ্গেরি, বোহেমিয়া ইত্যাদি দেশে ফেব্রুয়ারি বিপ্লব ছড়িয়ে পড়লেও সেইসব দেশের বিপ্লবীদের মধ্যে কোনো পারস্পরিক যোগাযোগ এবং ঐক্যবোধ ছিল না।

এইসব কারণ ছাড়া ইউরোপে প্লেগ রোগের প্রাদুর্ভাবের ফলেও ফেব্রুয়ারি বিপ্লবের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল।

Leave a Comment