পবিত্র চুক্তি (Holy Alliance) সম্পর্কে টীকা লেখো।

পবিত্র চুক্তি (Holy Alliance) সম্পর্কে টীকা লেখো
পবিত্র চুক্তি (Holy Alliance) সম্পর্কে টীকা লেখো।

রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার বাইবেলের নিউ টেস্টামেন্টের খ্রিস্টীয় রাজধর্ম পালনের আহ্বান জানিয়ে ১৮১৫ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর একটি চুক্তিপত্র ঘোষণা করেন।

পটভূমি

  • রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ছিলেন একজন আদর্শবাদী ও ধর্মভীরু শাসক। তিনি মনে করতেন, ফরাসি বিপ্লব খ্রিস্টধর্ম বিরোধী। ফ্রান্স তথা ইউরোপের রাজারা খ্রিস্টধর্ম অনুসারে রাজ্যশাসন না করার জন্যই ইউরোপে বিদ্রোহ ও অশান্তি শুরু হয়েছে। ইউরোপে শান্তি। ফিরিয়ে আনতে হলে পবিত্রভাবে রাজ্যশাসন করা উচিত।
  • রাশিয়ার জার ভন ক্রুডেনার (Von Crudener) নামে এক জার্মান সন্ন্যাসিনীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অনেকে মনে করেন, তাঁর চিন্তাধারা অনুসারে জার ‘পবিত্র চুক্তির’ খসড়াপত্র রচনা করেছিলেন।

শর্তাবলি

পবিত্র চুক্তির শর্ত ছিল-

  • ইউরোপের রাজারা পরস্পরকে ভাই বলে মনে করবে।
  • রাজা হবেন পরিবারের পিতার মতো। তিনি প্রজাদের সন্তানের মতো মনে করবেন।
  • রাজারা ‘ন্যায়-প্রেম ও শান্তি’ অবলম্বন করে রাজ্যশাসন করবেন।
  • চুক্তিতে স্বাক্ষরকারী রাজারা পরস্পরকে ভাই বলে মনে করবেন এবং উপরোক্ত আদর্শ মেনে রাজ্যশাসন করবেন।

স্বাক্ষরকারী

পোপ, তুরস্কের সুলতান এবং ইংল্যান্ড ছাড়া ইউরোপের সব দেশের রাজারা এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। রাশিয়া, অস্ট্রিয়া ও প্রাশিয়া হল এই চুক্তিতে প্রথমদিকে স্বাক্ষরকারী দেশ।

Leave a Comment