সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

সাংস্কৃতিক সমন্বয় ক্লাস-12 MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবার Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর

সাংস্কৃতিক সমন্বয়  ক্লাস-12 MCQ প্রশ্ন উত্তর
সাংস্কৃতিক সমন্বয়  ক্লাস-12 MCQ প্রশ্ন উত্তর

১। নীচের তথ্যদুটি থেকে শেখ নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য কে, তা নির্বাচন করো-
(ক) আমির খসরু
(খ) বাবা ফরিদ
(গ) দাতা গঞ্জব
(ঘ) জিয়াউদ্দিন বারানি।
উত্তরঃ (ক) আমির খসরু

২। জিয়াউদ্দিন বারানির গুরু ছিলেন-
(ক) শেখ হামিদউদ্দিন
(খ) নিজামউদ্দিন আউলিয়া
(গ) বাহাউদ্দিন জাকারিয়া
(ঘ) আবদুল কাদির জিলানি।
উত্তরঃ (খ) নিজামউদ্দিন আউলিয়া

৩। ‘চিরাগ-ই-দিল্লি’ বা ‘দিল্লির আলো’ নামে পরিচিত ছিলেন-
(ক) নিজামউদ্দিন আউলিয়া
(খ) মইনউদ্দিন চিরাগ
(গ) নাসিরুদ্দিন চিরাগ
(ঘ) সেলিম চিন্তি।
উত্তরঃ (গ) নাসিরুদ্দিন চিরাগ

৪। সুফিসন্ত নাসিরুদ্দিন চিরাগ (১২৭৪-১৩৫৬ খ্রি.) কোন্ সুলতানের দেহত্যাগের কালে তাঁর সেনাবাহিনীতে সঙ্গদান করেছিলেন?
(ক) ইলতুৎমিস
(খ) আলাউদ্দিন খলজি
(গ) গিয়াসউদ্দিন তুঘলক
(ঘ) মহম্মদ বিন তুঘলক।
উত্তরঃ (ঘ) মহম্মদ বিন তুঘলক।

৫। নাসিরুদ্দিন চিরাগ কোন্ সুলতানকে রাজমুকুট পরতে সহায়তা করেছিলেন?
(ক) মহম্মদ বিন তুঘলক
(খ) ফিরোজ শাহ তুঘলক
(গ) সিকান্দর লোদি
(ঘ) খসরু শাহ।
উত্তরঃ (খ) ফিরোজ শাহ তুঘলক

৬। সেলিম চিস্তিকে (১৪৭৮-১৫৭২ খ্রি.) সমাধিস্থ করা হয়েছিল-
(ক) কুতুবমিনার প্রাঙ্গণে
(খ) জাম-ই-মসজিদে
(গ) তাজমহলে
(ঘ) বুলন্দ দরওয়াজা প্রাঙ্গণে।
উত্তরঃ (খ) জাম-ই-মসজিদে

৭। চিস্তি সাধকদের ভক্তিসংগীত ছিল-
(ক) সানাই
(খ) রুমি
(গ) সমা
(ঘ) গম্ভীরা।
উত্তরঃ (গ) সমা

৮। বাগদাদে সুরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন-
(ক) শেখ হামিদউদ্দিন
(খ) শেখ শিহাবউদ্দিন সুরাবর্দি
(গ) খাজা বাকিবিল্লাহ
(ঘ) সদরউদ্দিন আরিফ।
উত্তরঃ (খ) শেখ শিহাবউদ্দিন সুরাবর্দি

৯। ভারতে সুরাবর্দি সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) শেখ শিহাবউদ্দিন সুরাবর্দি
(খ) সদরউদ্দিন আরিফ
(গ) জালালউদ্দিন বুখারি
(ঘ) বাহাউদ্দিন জাকারিয়া।
উত্তরঃ (ঘ) বাহাউদ্দিন জাকারিয়া।

১০। বাহাউদ্দিন জাকারিয়া কোথায় খাল্কা বা দরগা প্রতিষ্ঠা করে সুরাবর্দির আদর্শ প্রচার করেছিলেন?
(ক) দিল্লিতে
(খ) আগ্রায়
(গ) মুলতানে
(ঘ) অযোধানে।
উত্তরঃ (গ) মুলতানে

১১। কোন্ সুরাবর্দি সুফিসন্ত গোঁড়া উলেমাদের মতো রাজা, নমাজ ইত্যাদি আচার-অনুষ্ঠানের উপর জোর দিয়েছিলেন?
(ক) শেখ হামিদউদ্দিন
(খ) বাহাউদ্দিন জাকারিয়া
(গ) বাবা ফরিদ
(ঘ) উবায়দুল্লা অল-আহরার।
উত্তরঃ (খ) বাহাউদ্দিন জাকারিয়া

১২। বাহাউদ্দিন জাকারিয়াকে কোন্ সুলতান শেখ-উল-ইসলাম উপাধি দিয়েছিলেন?
(ক) কুতুবউদ্দিন আইবক
(খ) ইলতুৎমিস
(গ) সুলতান রাজিয়া
(ঘ) আরাম শাহ।
উত্তরঃ (খ) ইলতুৎমিস

১৩। নিম্নলিখিত কোন্ সাধক সরকারি অনুদান (ফুতুহ) নিয়ে গরিবদুঃখীদের সাহায্য করতেন?
(ক) রামানন্দ
(খ) সুরদাস
(গ) বাহাউদ্দিন জাকারিয়া
(ঘ) শেখ বুরহান।
উত্তরঃ (গ) বাহাউদ্দিন জাকারিয়া

১৪। কোথায় নকশবন্দিয়া সুফিদর্শনের উদ্ভব হয়েছিল?
(ক) আরবে
(খ) পারস্যে
(গ) তুর্কিস্থানে
(ঘ) মিশরে।
উত্তরঃ (গ) তুর্কিস্থানে

১৫। কোন্ সম্প্রদায়ের সুফিরা সিলসিলা-ই-খাজাগান নামে পরিচিতি লাভকরেছিলেন?
(ক) কাদিরিয়া
(খ) নকশবন্দিয়া
(গ) ফিরদোসি
(ঘ) শত্তারি।
উত্তরঃ (খ) নকশবন্দিয়া

১৬। নকশবন্দিয়া দর্শনের উদ্‌দ্গাতা ছিলেন-
(ক) খাজা বাহাউদ্দিন নকশবন্দ
(খ) উবায়দুল্লা অল-আহরার
(গ) খাজা বাকিবিল্লাহ
(ঘ) শেখ আহম্মদ সিরহিন্দি।
উত্তরঃ (ক) খাজা বাহাউদ্দিন নকশবন্দ

১৭। নকশবন্দিয়া মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন-
(ক) খাজা বাহাউদ্দিন নকশবন্দ
(খ) খাজা বাকিবিল্লাহ
(গ) উবায়দুল্লা অল-আহরার
(ঘ) শেখ আহম্মদ সিরহিন্দি।
উত্তরঃ (গ) উবায়দুল্লা অল-আহরার

১৮। ভারতভূমিতে নকশবন্দিয়া মতবাদকে জনপ্রিয়তা দিয়েছিলেন-
(ক) সেলিম চিস্তি
(গ) উবায়দুল্লা অল-আহরার
(খ) খাজা বাকিবিল্লাহ
(ঘ) শেখ আহম্মদ সিরহিন্দি।
উত্তরঃ (খ) খাজা বাকিবিল্লাহ

১৯। খাজা বাকিবিল্লাহের শিষ্য কে ছিলেন?
(ক) উবায়দুল্লা অল-আহরার
(খ) শেখ আহম্মদ সিরহিন্দি
(গ) সদরউদ্দিন আরিফ
(ঘ) সৈয়দ জালালউদ্দিন বুখারি।
উত্তরঃ (খ) শেখ আহম্মদ সিরহিন্দি

২০। ওয়াদাৎ-ই-শুহূদিয় মতবাদ কোন্ সাধকের?
(ক) শেখ আবদুল হক্‌ক্
(খ) কবীর
(গ) শেখ আহম্মদ সিরহিন্দি
(ঘ) নানক।
উত্তরঃ (গ) শেখ আহম্মদ সিরহিন্দি

২১। কার পৃষ্ঠপোষকতায় শেখ আহম্মদ সিরহিন্দি ইসলাম ধর্মের পুনরুজ্জীবনবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন?
(ক) আকবরের
(খ) জাহাঙ্গিরের
(গ) শাহজাহানের
(ঘ) ঔরঙ্গজেবের।
উত্তরঃ (খ) জাহাঙ্গিরের

২২। কী কারণে বা কীসের অভাবে ভারতে নকশবন্দিয়া আদর্শের প্রভাব দ্রুত শিথিল হয়ে পড়ে?
(ক) ব্রাহ্মণদের সহযোগিতা
(গ) রাজকীয় পৃষ্ঠপোষকতা
(খ) রাজকর্মচারীদের সততা
(ঘ) আর্থিক স্বাচ্ছন্দ্য।
উত্তরঃ (গ) রাজকীয় পৃষ্ঠপোষকতা

২৩। ফিরদোসি সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) খাজা মহম্মদ জুবেইর
(খ) শেখ আবদুল হক
(গ) শেখ বদরউদ্দিন সমরখন্দী
(ঘ) শেখ বুরহান।
উত্তরঃ (গ) শেখ বদরউদ্দিন সমরখন্দী

২৪। ফিরদোসি সম্প্রদায়ের শ্রেষ্ঠ সাধক ছিলেন-
(ক) শেখ বদরউদ্দিন সমরখন্দী
খ) শেখ শরফউদ্দিন আহমেদ
(গ) নাজিবউদ্দিন ফিরদোসি
(ঘ) শেখ আরিফ।
উত্তরঃ খ) শেখ শরফউদ্দিন আহমেদ

২৫। কাদিরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) আবদুল কাদির জিলানি
(খ) শেখ আবদুল হক্
(গ) মীঞা মীর
(ঘ) মুল্লা শাহ।
উত্তরঃ (ক) আবদুল কাদির জিলানি

২৬। কোন্ মুঘল সম্রাটের আমলে আরবের বণিকদের মাধ্যমে কাদিরিয়া মতবাদ ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হয়?
(ক) বাবর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) জাহাঙ্গির।
উত্তরঃ (গ) আকবর

২৭। কাদিরিয়া মতবাদকে ভারতে জনপ্রিয় করে তোলেন-
(ক) মিঞা মীর
(খ) আবদুল কাদির জিলানি
(গ) মুল্লা শাহ
(ঘ) শেখ আবদুল হক্।
উত্তরঃ (ঘ) শেখ আবদুল হক্।

২৮। ভারতে শিক্ষিত মুসলমানদের মধ্যে কাদিরিয়া মতবাদ প্রচারকার্যে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন-
(ক) আবদুল কাদির জিলানি
(খ) মুল্লা শাহ
(গ) মিঞা মীর
(ঘ) সৈয়দ মহম্মদ ঘাউথ।
উত্তরঃ (গ) মিঞা মীর

২৯। লাহোরের প্রখ্যাত সন্ত মিঞা মীরের শিষ্য কে ছিলেন?
(ক) সেলিম চিস্তি
(খ) শেখ আহমদ সিরহিন্দি
(গ) মহম্মদ বিন তুঘলক
(ঘ) মুল্লা শাহ।
উত্তরঃ (ঘ) মুল্লা শাহ।

৩০। মুঘল শাহজাদা দারাশুকোহ এবং তাঁর ভগ্নী জাহানারা কত খ্রিস্টাব্দে মুল্লা শাহের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন?
(ক) ১৬৩০
(খ) ১৬৩৯
(গ) ১৬৪৩
(ঘ) ১৬৪৭।
উত্তরঃ (খ) ১৬৩৯

৩১। শত্তারি সিলসিলা প্রতিষ্ঠিত হয়-
(ক) উত্তর ভারতে
(খ) পশ্চিম ভারতে
(গ) পূর্ব ভারতে
(ঘ) দক্ষিণ ভারতে।
উত্তরঃ (ঘ) দক্ষিণ ভারতে।

৩২। পঞ্চদশ শতকে শত্তারি সিলসিলা স্থাপন করেন-
(ক) সৈয়দ মহম্মদ ঘাউথ
(খ) শাহ আবদুল্লা শত্তারি
(গ) শেখ আরিফ
(ঘ) শেখ বুরহান।
উত্তরঃ (খ) শাহ আবদুল্লা শত্তারি

৩৩। কে সংস্কৃত পুথি ‘অমৃত কুন্ড’কে ফারসিতে অনুবাদ করেছিলেন?
(ক) শেখ সুরাবর্দি
(খ) সৈয়দ মহম্মদ ঘাউথ
(গ) শেখ আহম্মদ সিরহিন্দি
(ঘ) খাজা বাকিবিল্লাহ।
উত্তরঃ (খ) সৈয়দ মহম্মদ ঘাউথ

৩৪। শত্তারি সিলসিলার শেখ মহম্মদ তাহির কোন্ গ্রন্থটি রচনা করেছিলেন?
(ক) রিয়াজ-উস-সালাতিন
(খ) মাজমা-উল-বাহরিন
(গ) তফসির মজনুলবিহার
(ঘ) ফতোয়া-উস-জাহান্দারি।
উত্তরঃ (গ) তফসির মজনুলবিহার

৩৫। ‘রিসালা-ই-অকুদ’ গ্রন্থটি লেখেন-
(ক) শেখ মহম্মদ তাহির
(খ) শেখ ইশা
(গ) শেখ আরিফ
(ঘ) শেখ বুরহান।
উত্তরঃ (খ) শেখ ইশা

৩৬। একটি ভ্রাম্যমান সুফি সিলসিলা হল-
(ক) ফিরদোসি
(খ) কাদিরিয়া
(গ) কালান্দার
(ঘ) নকশবন্দিয়া।
উত্তরঃ (গ) কালান্দার

৩৭। সুফিসন্তগণ মানবপ্রেমকে রূপকাকারে বর্ণনা করে কী লিখতেন?
(ক) নাটিকা
(খ) মথনবি (দীর্ঘ কবিতা)
(গ) তাজকির (আত্মজীবনী)
(ঘ) মকতুবাত।
উত্তরঃ (খ) মথনবি (দীর্ঘ কবিতা)

৩৮। ভক্তদের উদ্দেশে সুফিসাধকদের লেখা চিঠিগুলি হল-
(ক) মথনবি
(খ) তাজকির
(গ) মকতুবাত
(ঘ) মলফুজাত।
উত্তরঃ (গ) মকতুবাত

৩৯। সুফিসাধকরা যখন নিজ সম্প্রদায়ের প্রাধান্য ও আধ্যাত্মিক মহিমা প্রচারের উদ্দেশ্যে আত্মজীবনী লিখতেন, তখন তাকে বলা হত-
(ক) মসনভি
(খ) মলফুজাত
(গ) মকতুবাত
(ঘ) তাজকির।
উত্তরঃ (ঘ) তাজকির।

৪০। ‘মলফুজাত’ হল-
(ক) সুফিদের কথোপকথনের লিখিত রূপ
(খ) আত্মজীবনী
(গ) চিঠি
(ঘ) দীর্ঘ কবিতা।
উত্তরঃ (ক) সুফিদের কথোপকথনের লিখিত রূপ

৪১। সুফিসন্ত আবুল হাসান আল হজউইরি কী নামে খ্যাত?
(ক) গরিব নওয়াজ
(খ) ইমান রুব্বানি
(গ) দাতা গঞ্জব
(ঘ) বাবা ফরিদ।
উত্তরঃ (গ) দাতা গঞ্জব

Read More – As You Like It MCQ

Leave a Comment