সাংস্কৃতিক সমন্বয় ক্লাস-12 MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবার Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।
সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর

১। নীচের তথ্যদুটি থেকে শেখ নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য কে, তা নির্বাচন করো-
(ক) আমির খসরু
(খ) বাবা ফরিদ
(গ) দাতা গঞ্জব
(ঘ) জিয়াউদ্দিন বারানি।
উত্তরঃ (ক) আমির খসরু ✓
২। জিয়াউদ্দিন বারানির গুরু ছিলেন-
(ক) শেখ হামিদউদ্দিন
(খ) নিজামউদ্দিন আউলিয়া
(গ) বাহাউদ্দিন জাকারিয়া
(ঘ) আবদুল কাদির জিলানি।
উত্তরঃ (খ) নিজামউদ্দিন আউলিয়া ✓
৩। ‘চিরাগ-ই-দিল্লি’ বা ‘দিল্লির আলো’ নামে পরিচিত ছিলেন-
(ক) নিজামউদ্দিন আউলিয়া
(খ) মইনউদ্দিন চিরাগ
(গ) নাসিরুদ্দিন চিরাগ
(ঘ) সেলিম চিন্তি।
উত্তরঃ (গ) নাসিরুদ্দিন চিরাগ ✓
৪। সুফিসন্ত নাসিরুদ্দিন চিরাগ (১২৭৪-১৩৫৬ খ্রি.) কোন্ সুলতানের দেহত্যাগের কালে তাঁর সেনাবাহিনীতে সঙ্গদান করেছিলেন?
(ক) ইলতুৎমিস
(খ) আলাউদ্দিন খলজি
(গ) গিয়াসউদ্দিন তুঘলক
(ঘ) মহম্মদ বিন তুঘলক।
উত্তরঃ (ঘ) মহম্মদ বিন তুঘলক। ✓
৫। নাসিরুদ্দিন চিরাগ কোন্ সুলতানকে রাজমুকুট পরতে সহায়তা করেছিলেন?
(ক) মহম্মদ বিন তুঘলক
(খ) ফিরোজ শাহ তুঘলক
(গ) সিকান্দর লোদি
(ঘ) খসরু শাহ।
উত্তরঃ (খ) ফিরোজ শাহ তুঘলক ✓
৬। সেলিম চিস্তিকে (১৪৭৮-১৫৭২ খ্রি.) সমাধিস্থ করা হয়েছিল-
(ক) কুতুবমিনার প্রাঙ্গণে
(খ) জাম-ই-মসজিদে
(গ) তাজমহলে
(ঘ) বুলন্দ দরওয়াজা প্রাঙ্গণে।
উত্তরঃ (খ) জাম-ই-মসজিদে ✓
৭। চিস্তি সাধকদের ভক্তিসংগীত ছিল-
(ক) সানাই
(খ) রুমি
(গ) সমা
(ঘ) গম্ভীরা।
উত্তরঃ (গ) সমা ✓
৮। বাগদাদে সুরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন-
(ক) শেখ হামিদউদ্দিন
(খ) শেখ শিহাবউদ্দিন সুরাবর্দি
(গ) খাজা বাকিবিল্লাহ
(ঘ) সদরউদ্দিন আরিফ।
উত্তরঃ (খ) শেখ শিহাবউদ্দিন সুরাবর্দি ✓
৯। ভারতে সুরাবর্দি সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) শেখ শিহাবউদ্দিন সুরাবর্দি
(খ) সদরউদ্দিন আরিফ
(গ) জালালউদ্দিন বুখারি
(ঘ) বাহাউদ্দিন জাকারিয়া।
উত্তরঃ (ঘ) বাহাউদ্দিন জাকারিয়া। ✓
১০। বাহাউদ্দিন জাকারিয়া কোথায় খাল্কা বা দরগা প্রতিষ্ঠা করে সুরাবর্দির আদর্শ প্রচার করেছিলেন?
(ক) দিল্লিতে
(খ) আগ্রায়
(গ) মুলতানে
(ঘ) অযোধানে।
উত্তরঃ (গ) মুলতানে ✓
১১। কোন্ সুরাবর্দি সুফিসন্ত গোঁড়া উলেমাদের মতো রাজা, নমাজ ইত্যাদি আচার-অনুষ্ঠানের উপর জোর দিয়েছিলেন?
(ক) শেখ হামিদউদ্দিন
(খ) বাহাউদ্দিন জাকারিয়া
(গ) বাবা ফরিদ
(ঘ) উবায়দুল্লা অল-আহরার।
উত্তরঃ (খ) বাহাউদ্দিন জাকারিয়া ✓
১২। বাহাউদ্দিন জাকারিয়াকে কোন্ সুলতান শেখ-উল-ইসলাম উপাধি দিয়েছিলেন?
(ক) কুতুবউদ্দিন আইবক
(খ) ইলতুৎমিস
(গ) সুলতান রাজিয়া
(ঘ) আরাম শাহ।
উত্তরঃ (খ) ইলতুৎমিস ✓
১৩। নিম্নলিখিত কোন্ সাধক সরকারি অনুদান (ফুতুহ) নিয়ে গরিবদুঃখীদের সাহায্য করতেন?
(ক) রামানন্দ
(খ) সুরদাস
(গ) বাহাউদ্দিন জাকারিয়া
(ঘ) শেখ বুরহান।
উত্তরঃ (গ) বাহাউদ্দিন জাকারিয়া ✓
১৪। কোথায় নকশবন্দিয়া সুফিদর্শনের উদ্ভব হয়েছিল?
(ক) আরবে
(খ) পারস্যে
(গ) তুর্কিস্থানে
(ঘ) মিশরে।
উত্তরঃ (গ) তুর্কিস্থানে ✓
১৫। কোন্ সম্প্রদায়ের সুফিরা সিলসিলা-ই-খাজাগান নামে পরিচিতি লাভকরেছিলেন?
(ক) কাদিরিয়া
(খ) নকশবন্দিয়া
(গ) ফিরদোসি
(ঘ) শত্তারি।
উত্তরঃ (খ) নকশবন্দিয়া ✓
১৬। নকশবন্দিয়া দর্শনের উদ্দ্গাতা ছিলেন-
(ক) খাজা বাহাউদ্দিন নকশবন্দ
(খ) উবায়দুল্লা অল-আহরার
(গ) খাজা বাকিবিল্লাহ
(ঘ) শেখ আহম্মদ সিরহিন্দি।
উত্তরঃ (ক) খাজা বাহাউদ্দিন নকশবন্দ ✓
১৭। নকশবন্দিয়া মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন-
(ক) খাজা বাহাউদ্দিন নকশবন্দ
(খ) খাজা বাকিবিল্লাহ
(গ) উবায়দুল্লা অল-আহরার
(ঘ) শেখ আহম্মদ সিরহিন্দি।
উত্তরঃ (গ) উবায়দুল্লা অল-আহরার ✓
১৮। ভারতভূমিতে নকশবন্দিয়া মতবাদকে জনপ্রিয়তা দিয়েছিলেন-
(ক) সেলিম চিস্তি
(গ) উবায়দুল্লা অল-আহরার
(খ) খাজা বাকিবিল্লাহ
(ঘ) শেখ আহম্মদ সিরহিন্দি।
উত্তরঃ (খ) খাজা বাকিবিল্লাহ ✓
১৯। খাজা বাকিবিল্লাহের শিষ্য কে ছিলেন?
(ক) উবায়দুল্লা অল-আহরার
(খ) শেখ আহম্মদ সিরহিন্দি
(গ) সদরউদ্দিন আরিফ
(ঘ) সৈয়দ জালালউদ্দিন বুখারি।
‘উত্তরঃ (খ) শেখ আহম্মদ সিরহিন্দি ✓
২০। ওয়াদাৎ-ই-শুহূদিয় মতবাদ কোন্ সাধকের?
(ক) শেখ আবদুল হক্ক্
(খ) কবীর
(গ) শেখ আহম্মদ সিরহিন্দি
(ঘ) নানক।
উত্তরঃ (গ) শেখ আহম্মদ সিরহিন্দি ✓
২১। কার পৃষ্ঠপোষকতায় শেখ আহম্মদ সিরহিন্দি ইসলাম ধর্মের পুনরুজ্জীবনবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন?
(ক) আকবরের
(খ) জাহাঙ্গিরের
(গ) শাহজাহানের
(ঘ) ঔরঙ্গজেবের।
উত্তরঃ (খ) জাহাঙ্গিরের ✓
২২। কী কারণে বা কীসের অভাবে ভারতে নকশবন্দিয়া আদর্শের প্রভাব দ্রুত শিথিল হয়ে পড়ে?
(ক) ব্রাহ্মণদের সহযোগিতা
(গ) রাজকীয় পৃষ্ঠপোষকতা
(খ) রাজকর্মচারীদের সততা
(ঘ) আর্থিক স্বাচ্ছন্দ্য।
উত্তরঃ (গ) রাজকীয় পৃষ্ঠপোষকতা ✓
২৩। ফিরদোসি সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) খাজা মহম্মদ জুবেইর
(খ) শেখ আবদুল হক
(গ) শেখ বদরউদ্দিন সমরখন্দী
(ঘ) শেখ বুরহান।
উত্তরঃ (গ) শেখ বদরউদ্দিন সমরখন্দী ✓
২৪। ফিরদোসি সম্প্রদায়ের শ্রেষ্ঠ সাধক ছিলেন-
(ক) শেখ বদরউদ্দিন সমরখন্দী
খ) শেখ শরফউদ্দিন আহমেদ
(গ) নাজিবউদ্দিন ফিরদোসি
(ঘ) শেখ আরিফ।
উত্তরঃ খ) শেখ শরফউদ্দিন আহমেদ ✓
২৫। কাদিরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) আবদুল কাদির জিলানি
(খ) শেখ আবদুল হক্
(গ) মীঞা মীর
(ঘ) মুল্লা শাহ।
উত্তরঃ (ক) আবদুল কাদির জিলানি ✓
২৬। কোন্ মুঘল সম্রাটের আমলে আরবের বণিকদের মাধ্যমে কাদিরিয়া মতবাদ ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হয়?
(ক) বাবর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) জাহাঙ্গির।
উত্তরঃ (গ) আকবর ✓
২৭। কাদিরিয়া মতবাদকে ভারতে জনপ্রিয় করে তোলেন-
(ক) মিঞা মীর
(খ) আবদুল কাদির জিলানি
(গ) মুল্লা শাহ
(ঘ) শেখ আবদুল হক্।
উত্তরঃ (ঘ) শেখ আবদুল হক্। ✓
২৮। ভারতে শিক্ষিত মুসলমানদের মধ্যে কাদিরিয়া মতবাদ প্রচারকার্যে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন-
(ক) আবদুল কাদির জিলানি
(খ) মুল্লা শাহ
(গ) মিঞা মীর
(ঘ) সৈয়দ মহম্মদ ঘাউথ।
উত্তরঃ (গ) মিঞা মীর ✓
২৯। লাহোরের প্রখ্যাত সন্ত মিঞা মীরের শিষ্য কে ছিলেন?
(ক) সেলিম চিস্তি
(খ) শেখ আহমদ সিরহিন্দি
(গ) মহম্মদ বিন তুঘলক
(ঘ) মুল্লা শাহ।
উত্তরঃ (ঘ) মুল্লা শাহ। ✓
৩০। মুঘল শাহজাদা দারাশুকোহ এবং তাঁর ভগ্নী জাহানারা কত খ্রিস্টাব্দে মুল্লা শাহের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন?
(ক) ১৬৩০
(খ) ১৬৩৯
(গ) ১৬৪৩
(ঘ) ১৬৪৭।
উত্তরঃ (খ) ১৬৩৯ ✓
৩১। শত্তারি সিলসিলা প্রতিষ্ঠিত হয়-
(ক) উত্তর ভারতে
(খ) পশ্চিম ভারতে
(গ) পূর্ব ভারতে
(ঘ) দক্ষিণ ভারতে।
উত্তরঃ (ঘ) দক্ষিণ ভারতে। ✓
৩২। পঞ্চদশ শতকে শত্তারি সিলসিলা স্থাপন করেন-
(ক) সৈয়দ মহম্মদ ঘাউথ
(খ) শাহ আবদুল্লা শত্তারি
(গ) শেখ আরিফ
(ঘ) শেখ বুরহান।
উত্তরঃ (খ) শাহ আবদুল্লা শত্তারি ✓
৩৩। কে সংস্কৃত পুথি ‘অমৃত কুন্ড’কে ফারসিতে অনুবাদ করেছিলেন?
(ক) শেখ সুরাবর্দি
(খ) সৈয়দ মহম্মদ ঘাউথ
(গ) শেখ আহম্মদ সিরহিন্দি
(ঘ) খাজা বাকিবিল্লাহ।
উত্তরঃ (খ) সৈয়দ মহম্মদ ঘাউথ ✓
৩৪। শত্তারি সিলসিলার শেখ মহম্মদ তাহির কোন্ গ্রন্থটি রচনা করেছিলেন?
(ক) রিয়াজ-উস-সালাতিন
(খ) মাজমা-উল-বাহরিন
(গ) তফসির মজনুলবিহার
(ঘ) ফতোয়া-উস-জাহান্দারি।
উত্তরঃ (গ) তফসির মজনুলবিহার ✓
৩৫। ‘রিসালা-ই-অকুদ’ গ্রন্থটি লেখেন-
(ক) শেখ মহম্মদ তাহির
(খ) শেখ ইশা
(গ) শেখ আরিফ
(ঘ) শেখ বুরহান।
উত্তরঃ (খ) শেখ ইশা ✓
৩৬। একটি ভ্রাম্যমান সুফি সিলসিলা হল-
(ক) ফিরদোসি
(খ) কাদিরিয়া
(গ) কালান্দার
(ঘ) নকশবন্দিয়া।
উত্তরঃ (গ) কালান্দার ✓
৩৭। সুফিসন্তগণ মানবপ্রেমকে রূপকাকারে বর্ণনা করে কী লিখতেন?
(ক) নাটিকা
(খ) মথনবি (দীর্ঘ কবিতা)
(গ) তাজকির (আত্মজীবনী)
(ঘ) মকতুবাত।
উত্তরঃ (খ) মথনবি (দীর্ঘ কবিতা) ✓
৩৮। ভক্তদের উদ্দেশে সুফিসাধকদের লেখা চিঠিগুলি হল-
(ক) মথনবি
(খ) তাজকির
(গ) মকতুবাত
(ঘ) মলফুজাত।
উত্তরঃ (গ) মকতুবাত ✓
৩৯। সুফিসাধকরা যখন নিজ সম্প্রদায়ের প্রাধান্য ও আধ্যাত্মিক মহিমা প্রচারের উদ্দেশ্যে আত্মজীবনী লিখতেন, তখন তাকে বলা হত-
(ক) মসনভি
(খ) মলফুজাত
(গ) মকতুবাত
(ঘ) তাজকির।
উত্তরঃ (ঘ) তাজকির। ✓
৪০। ‘মলফুজাত’ হল-
(ক) সুফিদের কথোপকথনের লিখিত রূপ
(খ) আত্মজীবনী
(গ) চিঠি
(ঘ) দীর্ঘ কবিতা।
উত্তরঃ (ক) সুফিদের কথোপকথনের লিখিত রূপ ✓
৪১। সুফিসন্ত আবুল হাসান আল হজউইরি কী নামে খ্যাত?
(ক) গরিব নওয়াজ
(খ) ইমান রুব্বানি
(গ) দাতা গঞ্জব
(ঘ) বাবা ফরিদ।
উত্তরঃ (গ) দাতা গঞ্জব ✓
Read More – As You Like It MCQ