ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | XI Bengali 1st Semester WBCHSE
বিষয়ভিত্তিক/তথ্যভিত্তিক সাধারণ প্রশ্ন
1. ভারত কয়টি ভাষাবংশের দেশ?
(a) তিনটি
(b) চারটি
(c) পাঁচটি
(d) ছয়টি
2. Linguistics Survey of India 1903-1928 অনুসারে ভারতে কতগুলো ভাষা প্রচলিত ছিল?
(a) ১৯০
(b) ২০১
(c) ১৭৯
(d) ৩০৫
3. Linguistics Survey of India 1903-1928 অনুসারে ভারতে কতগুলো উপভাষা প্রচলিত ছিল?
(a) ৫৫০
(b) ৫৪৪
(c) ৫৪০
(d) ৫৭০
4. Linguistics Survey of India কাজটির মূল সম্পাদক কে ছিলেন?
(a) নোয়াম চামস্কি
(b) হরপ্রসাদ শাস্ত্রী
(c) সুকুমার সেন
(d) জর্জ গ্রিয়ার্সন
5. ১৯৬১ সালের জনসমীক্ষা অনুসারে মাতৃভাষার সংখ্যা কত?
(a) ১৬৫২টি
(b) ১৬৪০টি
(c) ১৬৩০টি
(d) ১৭০০টি
6. ভারতে অবর্গীভূত ভাষার সংখ্যা কত?
(a) ৪৩০টি
(b) ৫৬০টি
(c) ৫৩০টি
(d) ৫০০টি
7. বর্তমান ভারতে অস্ট্রিক ভাষাবংশজাত ভাষা কতগুলি?
(a) ৯৫টি
(b) ৬৫টি
(c) ৬৪টি
(d) ৭০টি
৪. ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী কোন্টি?
(a) অস্ট্রিক
(b) দ্রাবিড়
(c) ভোটচিনা
(d) এদের কোনোটিই নয়
9. অস্ট্রিক ভাষার শাখা দুটি কী কী?
(a) অস্ট্রো-আফগানীয় ও অস্ট্রো-আফ্রিকান
(b) অস্ট্রোনেশীয় ও অস্ট্রো-এশিয়াটিক
(c) অস্ট্রো-ইরানীয় ও অস্ট্রো-ইউরোপীয়
(d) অস্ট্রো-এশীয় ও অস্ট্রো-জার্মানিক
10. অস্ট্রোনেশীয় শাখাটি মূলত ছড়িয়ে আছে-
(a) পাকিস্তানে
(b) আফগানিস্তানে
(c) ভারতের বাইরে
(d) ভারতের ভিতরে
11. ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটি কী?
(a) অস্ট্রো-আর্য
(b) অস্ট্রো-মধ্যদেশীয়
(c) অস্ট্রো-উপদেশীয়
(d) অস্ট্রো-এশিয়াটিক
12. অস্ট্রোনেশীয় শাখার সঙ্গে অস্ট্রো-এশিয়াটিক শাখার ভাষাগুলোর মধ্যে সাধর্ম প্রথম কে তুলে ধরেন?
(a) Father Hofman
(b) Father W. Schmidth
(c) Georg Grierson
(d) N. Chamoski
13. অস্ট্রো-এশিয়াটিক শাখার প্রধান ভাষাগুলো কী কী?
(a) মোন্ খমের, তুর্ক-তাতার, মাঞ্জু
(b) শবর, সাঁওতালি, খাসি, মুন্ডারি, নিকোবরি
(c) করেন, মাল্লো, টুলু
(d) জর্জীয়, ওসমালি, জুলু
14. অস্ট্রোনেশীয় শাখার ভাষাগুলো কী কী?
(a) হিব্রু, কিন্নীয়
(b) তুর্কী, কাফির
(c) মালয়, যবদ্বীপীয়
(d) আরবি, গথিক্
15. অস্ট্রো-এশিয়াটিকের কোন্ ধারাটি বৃহত্তম?
(a) পূর্বী ধারাটি
(b) পশ্চিমা ধারাটি
(c) দক্ষিণী ধারাটি
(d) প্রাচীন ধারাটি
16. অস্ট্রো-এশিয়াটিকের পশ্চিমা ধারাটির মধ্যে প্রায় কতগুলো ভাষা আছে?
(a) ৫৮টি
(b) ৬০টি
(c) ৪০টি
(d) ৫০টি
17. অস্ট্রো-এশিয়াটিকের পশ্চিমা শাখার উল্লেখযোগ্য দুটি ভাষা হল-
(a) ওড়িয়া, অহমিয়া
(b) জুলু, টুলু
(c) শবর, কোরকু
(d) তামিল, তেলেগু
18. শবর/শোরা ভাষা কোথায় দেখা যায়?
(a) ওড়িশা আর অন্ধ্রপ্রদেশে
(b) বিহার ও মধ্যপ্রদেশে
(c) উত্তরপ্রদেশে ও অসমে
(d) দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গে
19. মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কোন্ ভাষা দেখা যায়?
(a) হো
(b) খাড়িয়া
(c) কোরকু
(d) শোরা
20. খাড়িয়া ভাষা কোথায় কোথায় দেখা যায়?
(a) বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ
(b) উত্তরপ্রদেশ, অসম, বাংলা
(c) ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল
(d) অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, কেরল
21. বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশায় কী ভাষা দেখা যায়?
(a) কোরকু, খাড়িয়া
(b) অহমিয়া, টুলু
(c) করেন, মুন্ডা
(d) সাঁওতালি, মুন্ডারি
22. ভূমিজ, হো ভাষা কোথায় কোথায় দেখা যায়?
(a) পশ্চিমবঙ্গ ও আসামে
(b) বিহার ও ওড়িশায়
(c) অরুণাচল ও মিজোরামে
(d) ত্রিপুরা ও কেরলে
23. অস্ট্রো-এশিয়াটিকের পশ্চিমা শাখার মধ্যে অন্যতম প্রধান ভাষা কী?
(a) অহমিয়া
(b) খাড়িয়া
(c) সাঁওতালি
(d) কোরকু
24. সাঁওতালি ভাষায় প্রায় কতরকম ভাষাবৈচিত্র্য দেখা যায়?
(a) পাঁচরকম
(c) আটরকম
(b) সাতরকম
(d) দশরকম
25. সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল কোথায়?
(a) সাঁওতাল পরগনা ও ছোটোনাগপুর
(b) বাঁকুড়া ও পুরুলিয়া
(c) অসম ও ত্রিপুরা
(d) বিহার ও ওড়িশা
26. অতীতে সাঁওতালি ভাষা লেখা হত কোন্ লিপিতে?
(a) বাংলা অথবা রোমক লিপিতে
(b) ওড়িয়া বা অহমিয়া লিপিতে
(c) খাড়িয়া লিপিতে
(d) কোরক লিপিতে
27. বর্তমানে সাঁওতালি লিপিটি কী?
(a) মুন্ডারি
(b) অলচিকি
(c) সান্তালি
(d) হো
28. অলচিকি লিপির উদ্ভাবক কে?
(a) ফাদার হফম্যান
(b) বীরেশ্বর হাঁসদা
(c) রঘুনাথ মুর্মু
(d) পি. ও. বোর্ডিং
29. ‘মুন্ডারি এনসাইক্লোপিডিয়া’ কার সম্পাদনায় সংকলিত হয়েছে?
(a) পি. ও. বোর্ডিং
(b) ফাদার হফম্যান
(c) রঘুনাথ মুর্মু
(d) বিদ্যাধর মাহাতো
30. কদলী, অলাবু, তাম্বুল ইত্যাদি প্রকৃতপক্ষে কী জাতীয় শব্দ?
(a) মুন্ডা
(b) সাঁওতালি
(c) অহমিয়া
(d) ওড়িয়া
31. খোকা, খড়, ডাঙা, চিংড়ি, তোতলা ইত্যাদি শব্দগুলো কোন্ শ্রেণির মধ্যে পড়ে?
(a) অর্ধতৎসম
(b) দেশি এবং অজ্ঞাতমূল
(c) তদ্ভব
(d) তৎসম
32. মোন-খমের শাখাটি কোন্ ভাষার?
(a) অস্ট্রোনেশীয়
(b) তোখারীয়
(c) ককেশীয়
(d) অস্ট্রো-এশিয়াটিক
33. মোন-খমের শাখায় মোট কটি ভাষা অন্তর্ভুক্ত?
(a) ১০টি
(b) ৭টি
(c) ৯টি
(d) ১১টি
34. মোন-খমের শাখার সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা কী?
(a) মুন্ডা
(b) সাঁওতালি
(c) খাসি
(d) ভূমিজ
35. খাসি ভাষাভাষী মানুষের বসবাস কোথায়?
(a) পূর্বভারতের সমভূমি অঞ্চলে
(b) ছোটোনাগপুর অঞ্চলে
(c) রাঢ় অঞ্চলে
(d) উত্তর-পূর্ব ভারতে খাসি-জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে
36. খাসি ভাষা আগে কোন্ হরফে লেখা হত?
(a) অলচিকিতে
(b) বাংলায়
(c) অহমিয়ায়
(d) কোরকুতে
37. বর্তমানে খাসি ভাষা কোন্ হরফে লেখা হয়?
(a) বাংলায়
(b) অহমিয়ায়
(c) রোমকে
(d) ওড়িয়ায়
38. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন্ ভাষাটি মোন-খমের শাখার একটি গুরুত্বপূর্ণ ভাষা?
(a) নিকোবরি ভাষা
(b) জুলু ভাষা
(c) আন্দামানি ভাষা
(d) হো ভাষা
39. ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্রাবিড় ভাষাবংশের অবস্থান কী?
(a) তৃতীয় বৃহত্তম
(b) দ্বিতীয় বৃহত্তম
(c) বৃহত্তম
(d) চতুর্থ বৃহত্তম
40. কাদের ভাষার নাম দ্রাবিড়?
(a) আন্দামান-নিকোবরের জনগোষ্ঠীর
(b) ভারতে প্রবেশকারী ভূমধ্যীয় জনগোষ্ঠীর
(c) অসম-মেঘালয়ের জনগোষ্ঠীর
(d) পাকিস্তান থেকে আগত জনগোষ্ঠীর
41. বর্তমানে ভারতের কোন্ অঞ্চলে দ্রাবিড় ভাষা ব্যবহারকারী জনগোষ্ঠীর একচ্ছত্র বিস্তার?
(a) পূর্বাঞ্চলে
(b) পশ্চিমাঞ্চলে
(c) দক্ষিণাঞ্চলে
(d) উত্তরাঞ্চলে
42. ভারতের দাক্ষিণাত্যে বর্তমানে কোন্ ভাষা প্রধান?
(a) ভোটচিনা
(b) দ্রাবিড়
(c) অস্ট্রিক
(d) ভূমিজ
43. কোথায় ‘ব্রাহুই’ ভাষার চিহ্ন মেলে?
(a) পাকিস্তানের লাহোরে
(b) পাকিস্তানের ইসলামাবাদে
(c) পাকিস্তানের বেলুচিস্তানে
(d) বাংলাদেশের ঢাকায়
44. কোন্ ভাষার চিহ্ন ধরে একথা প্রতিষ্ঠিত হয় যে, সিন্ধু সভ্যতা আসলে দ্রাবিড়ীয় সভ্যতা?
(a) কোরকু
(b) জুলু
(c) টুলু
(d) ব্রাহুই
45. দ্রাবিড় বংশের প্রধানতম শাখা কোন্টি?
(a) উত্তরা শাখাটি
(b) দক্ষিণী শাখাটি
(c) পূর্বী শাখাটি
(d) পশ্চিমা শাখাটি
46. তামিল, তেলেগু, মালয়ালম্, কন্নড়-এই ভাষাগুলো কোন্ ভাষার কোন্ শাখার নিদর্শন?
(a) দ্রাবিড় ভাষার পূর্বী শাখার
(b) দ্রাবিড় ভাষার পশ্চিমা শাখার
(c) দ্রাবিড় ভাষার দক্ষিণী শাখার
(d) অস্ট্রিক ভাষার অস্ট্রো-এশিয়াটিক শাখার
47. টোডা এবং কোটা কোন্ অঞ্চলের কাদের ভাষা?
(a) বাংলা-ঝাড়খণ্ডের সীমান্ত অঞ্চলের মুন্ডাদের
(b) বাঁকুড়া, পুরুলিয়ার জনজাতির
(c) নীলগিরির পার্বত্য অঞ্চলের আদিবাসীদের
(d) ছোটোনাগপুর অঞ্চলের আদিবাসীদের
48. মহীশূর এবং মহীশূরের অন্তর্গত কুর্গ অঞ্চলের ভাষা কোন্টি?
(a) কোটা
(b) কেঙ্গু
(c) কুই
(d) ব্রাহুই
49. দ্রাবিড় বংশের উত্তরদেশীয় শাখার দুটি প্রধান ভাষা কী?
(a) কুরুখ বা ওরাওঁ এবং মালতো বা মালপাহাড়ি
(b) গোণ্ডী
(c) শবর বা শোরা
(d) কন্নড়
50. বিহার-ওড়িশা এবং মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে কী ভাষা ব্যবহার করা হয়?
(a) কোটা
(b) ওরাওঁ
(c) মালতো
(d) কোলামী
51. বাংলা-ঝাড়খণ্ডের সীমান্ত রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে কোন্ ভাষা প্রচলিত?
(a) মুন্ডা
(b) ভূমিজ
(c) মালতো বা মালপাহাড়ি
(d) টোডা
52. দ্রাবিড় গোষ্ঠীর মধ্যদেশীয় শাখার অন্তর্গত ভাষা কয়টি?
(a) প্রায় সাতটি
(b) প্রায় দশটি
(c) প্রায় বারোটি
(d) প্রায় নয়টি
53. গোণ্ডী ভাষা কোন্ জনজাতির ভাষা?
(a) মুন্ডা জনজাতির
(b) টোটো জনজাতির
(c) গোন্দ জনজাতির
(d) টোডা জনজাতির
54. কোন্ ভাষাটি মধ্যভারতের অনেকটা অংশ জুড়ে ব্যবহৃত হয় এবং সর্বত্র অবিমিশ্র থাকেনি?
(a) ভূমিজ
(b) সাঁওতালি
(c) মালতো
(d) গোণ্ডী
55. গোণ্ডী ভাষা কোথায় কোথায় প্রচলিত?
(a) পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমে
(b) বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রে
(c) কেরল, চেন্নাই, পাঞ্জাবে
(d) ঝাড়খণ্ড, বিহারে
56. কুই, কোন্দ, খোন্দ-এই ভাষাগুলো কোথায় দেখা যায়?
(a) অসমে
(b) ত্রিপুরায়
(c) ঝাড়খণ্ডে
(d) ওড়িশায়
57. খোন্দ ভাষাটি কোথায় কোথায় প্রচলিত?
(a) উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরলে
(b) বিহার, ঝাড়খণ্ড, কেরলে
(c) অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এমনকি অসমে
(d) মধ্যপ্রদেশ, ওড়িশা এমনকি কেরলে
58. পরজি ভাষাটি কোথায় প্রচলিত?
(a) বিহারের পূর্ণিয়া জেলায়
(b) ছত্তিশগড়ের বস্তার জেলায়
(c) ঝাড়খণ্ডে
(d) রাজমহল পাহাড়ে
59. ভারতে দ্রাবিড় ভাষাবংশের অন্তর্গত চারটি প্রধান ভাষা কী কী?
(a) অহমিয়া, ওড়িয়া, টুলু, হো
(b) তামিল, মালয়ালম্, তেলেগু, কন্নড়
(c) খোন্দ, পরজি, টোডা, কোটা
(d) মালতো, কুরুখ, কোজ্জু, গোণ্ডী
60. ২০১১ সালের জনগণনা অনুসারে কতজন তামিল ভাষা বলেন?
(a) ২ কোটি ৫ লক্ষ ১০ হাজার ৩০৭ জন
(b) ৩ কোটি ৭ লক্ষ ২০ হাজার ২১৮ জন
(c) ৬ কোটি ৭ লক্ষ ৯৩ হাজার ৮১৪ জন
(d) ৭ কোটি ৫ লক্ষ ৯০ হাজার ৯১৮ জন
61. বর্তমানে তামিল কয়টি ভাগে বিভক্ত?
(a) দুটি
(b) চারটি
(c) তিনটি
(d) পাঁচটি
62. তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা কত?
(a) ১০টি
(b) ১২টি
(c) ১৮টি
(d) ১৫টি
63. তামিল ভাষায় ব্যবহৃত ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত?
(a) ১০টি
(b) ১২টি
(c) ২০টি
(d) ১৮টি
64. তামিল ভাষায় যে যে বর্ণ নেই সেগুলো হল-
(a) অল্পপ্রাণ ও অঘোষবর্ণ
(b) মহাপ্রাণ ও ঘোষবর্ণ
(c) ব্যঞ্জনবর্ণ ও সংযুক্ত ব্যঞ্জন
(d) তালব্য বর্ণ ও কণ্ঠবর্ণ
65. তামিল লিপিতে কার ব্যবহার নেই?
(a) অঘোষ ধ্বনির
(b) সংযুক্ত ব্যঞ্জনের
(c) যুক্তব্যঞ্জনের
(d) অল্পপ্রাণ ধ্বনির
66. মালয়ালম্ ভাষা সম্ভবত কোন্ সময়ে প্রাচীন তামিল থেকে বিচ্ছিন্ন হয়েছে?
(a) খ্রিস্টীয় ৯ম শতকে
(b) খ্রিস্টীয় ১০ম শতকে
(c) খ্রিস্টীয় ৭ম শতকে
(d) খ্রিস্টীয় ৮ম শতকে
67. মালয়ালম্ ভাষার স্বাধীন আত্মপ্রকাশ কবে ঘটেছে?
(a) দ্বাদশ শতকে
(b) ত্রয়োদশ শতকে
(c) একাদশ শতকে
(d) দশম শতকে
68. কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কী?
(a) কন্নড়
(b) তেলেগু
(c) তামিল
(d) মালয়ালম্
69. মালয়ালমের লিপিটি কী?
(a) খরোষ্ঠী
(b) ব্রাহ্মী
(c) অলচিকি
(d) কীচক
70. ২০০১ সালের জনগণনা অনুসারে ভারতে কত লোক মালয়ালম্ ভাষায় কথা বলে?
(a) ১ কোটি ২০ লক্ষ ৫০ হাজার ২০১ জন
(b) ২ কোটি ৭০ লক্ষ ৩০ হাজার ২৯০ জন
(c) ৩ কোটি ৩০ লক্ষ ৬৬ হাজার ৩৯২ জন
(d) ৪ কোটি ২০ লক্ষ ৬৫ হাজার ৮৯০ জন
71. কন্নড় ভাষা কোন্ রাজ্যের প্রধান ভাষা?
(a) পাঞ্জাব
(b) কেরল
(c) কর্ণাটক
(d) অসম
72. কন্নড় ভাষা কোথা থেকে উদ্ভূত?
(a) তেলেগু
(b) তামিল
(c) মালয়ালম্
(d) পরজি
73. ২০০১-এর জনগণনা অনুসারে ভারতে কত লোক কন্নড় ভাষায় কথা বলেন?
(a) ২ কোটি ২২ লক্ষ ২০ হাজার ৩০১ জন
(b) ৪ কোটি ২০ লক্ষ ১৫ হাজার ৯০৩ জন
(c) ১ কোটি ১০ লক্ষ ১০ হাজার ৬৬০ জন
(d) ৩ কোটি ৭৯ লক্ষ ২৪ হাজার ১১ জন
74. প্রাচীনতম দ্রাবিডীয় শিলালিপি কোন ভাষাতে লেখা হয়েছিল?
(a) কন্নড়
(b) তামিল
(c) তেলেগু
(d) মালয়ালম্
75. কন্নড় লিপিটি-
(a) মালয়ালমের অনুরূপ
(b) তামিলের অনুরূপ
(c) তেলেগুর অনুরূপ
(d) ভোটচিনার অনুরূপ
76. প্রাচীনতম দ্রাবিড়ীয় শিলালিপিটি কবে লেখা হয়েছিল?
(a) ৩০০ খ্রিস্টাব্দে
(b) ৪০০ খ্রিস্টাব্দে
(c) ৬০০ খ্রিস্টাব্দে
(d) ৭০০ খ্রিস্টাব্দে
77. ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্রাবিড় ভাষাবংশের মধ্যে ভারতে কোন্ ভাষার প্রথম স্থান?
(a) তেলেগু ভাষার
(b) কন্নড় ভাষার
(c) মালয়ালম্ ভাষার
(d) তামিল ভাষার
78. ২০০১ সালের জনগণনা অনুসারে ভারতে কতজন তেলেগু ভাষার কথা বলেন?
(a) ৪ কোটি ৫ লক্ষ ৩ হাজার ১০০ জন
(b) ৫ কোটি ২০ লক্ষ ৮০ হাজার ২০১ জন
(c) ৭ কোটি ৪০ লক্ষ ২ হাজার ৮৭৬ জন
(d) ৮ কোটি ৭৯ লক্ষ ৭০ হাজার ৩০৮ জন
79. তেলেগু ভাষার প্রচলন স্থান প্রধানত-
(a) মধ্যপ্রদেশ
(b) উত্তরপ্রদেশ
(c) অন্ধ্রপ্রদেশ
(d) অসম
80. জাতিবাচক ‘অন্ধ্র’ শব্দটি কী অর্থেও ব্যবহৃত হত?
(a) বর্ণ
(b) ধর্ম
(c) রূপ
(d) ভাষা
81. ‘তেলেগু’ শব্দটি কোথা থেকে এসেছে?
(a) তেলেগ
(b) তেলাঙ্গানা
(c) তেলেঙ্গ
(d) তেলগো
82. তেলেগু ভাষার বৈচিত্র্য আঞ্চলিক ভেদে কতপ্রকার?
(a) তিন
(b) দুই
(c) চার
(d) পাঁচ
83. তেলেগু লিপি কোন্ লিপির সঙ্গে অভিন্ন?
(a) কন্নড়
(b) তামিল
(c) মালয়ালম্
(d) ব্রাহ্মী
84. ব্রাহ্মী লিপির সন্ততি কে?
(a) হিয়েরোগ্লিফিক লিপি
(b) পল্লব লিপি
(c) কীচক লিপি
(d) অলচিকি লিপি
85. কোন্ লিপি থেকে তেলেগু লিপি বিশিষ্টতা অর্জন করে?
(a) কীচক
(b) খরোষ্ঠী
(c) পল্লব
(d) হিয়েরোগ্লিফিক
86. কবে তেলেগু লিপি বিশিষ্টতা অর্জন করে?
(a) ১১০০ অব্দে
(b) ১২০০ অব্দে
(c) ১৪০০ অব্দে
(d) ১০০০ অব্দে
87. দ্রাবিড়দের সঙ্গে আর্যদের সংমিশ্রণ কবে থেকে শুরু হয়েছিল?
(a) বৈদিক যুগ থেকে
(b) মুঘল যুগ থেকে
(c) পল্লব যুগ থেকে
(d) প্রাগৈতিহাসিক যুগ থেকে
৪৪. ময়ূর, খাল, বিল ইত্যাদি শব্দ কোথা থেকে এসেছে?
(a) দ্রাবিড়
(b) অস্ট্রিক
(c) ভোটচিনা
(d) ইন্দো-ইউরোপীয়
89. অণু, গণ, পুষ্প, পূজা, তন্ডুল-এগুলো কোন্ ভাষায় এসেছে?
(a) প্রাকৃত
(b) পালি
(c) বাংলা
(d) সংস্কৃত
90. বাংলায় পিলে, উলু, খাল, গুঁড়ি, জেলা ইত্যাদি কোন্ ভাষাবংশজাত?
(a) অস্ট্রিক
(b) ভোটচিনা
(c) দ্রাবিড়
(d) ইন্দো-ইউরোপীয়
91. ভারতীয় ধ্বনিমালায় মূর্ধণ্যধ্বনি প্রবর্তনের মূলে কোন্ ভাষা রয়েছে?
(a) অস্ট্রিক
(b) দ্রাবিড়
(c) অহমিয়া
(d) ওড়িয়া
92. কোন্ ভাষা ছাড়া অন্য কোনো ইন্দো-ইউরোপীয় ভাষায় মূর্ধণ্যধ্বনি নেই?
(a) আইরিশ
(b) সুইডিশ
(c) জার্মানিক
(d) ফ্লেমিশ
93. মঙ্গোলয়েডরা যে ভাষায় কথা বলতেন সেই ভাষাটি কী?
(a) দ্রাবিড়
(b) অস্ট্রিক
(c) ভোটচিনা
(d) জার্মানিক
94. ভোটচিনা ভাষাবংশের কটি শাখা?
(a) দুটি
(b) চারটি
(c) পাঁচটি
(d) সাতটি
95. ভোটচিনা শাখার প্রধান দুটি শাখা হল-
(a) ককেশীয় ও স্লাবিক
(b) বেজিং ও তাইধর্মী
(c) তাইচিনা ও ভোটধর্মী
(d) ওয়াক ও চিকিধর্মী
96. ভোটচিনা ভাষাবংশের প্রধান দুটি শাখা তাই চিনা ও ভোটধর্মী ছাড়াও আর একটি শাখার নাম কী?
(a) য়েনিসি
(b) পল্লবী
(c) কুই
(d) পরজি
97. ভোটধর্মী শাখা ভারতবর্ষের কোন্ অঞ্চলে প্রচলিত?
(a) সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে
(b) মরুভূমি অঞ্চলে
(c) হিমালয় অঞ্চলে
(d) রাঢ় অঞ্চলে
98. ভোটিয়া ভাষার কেন্দ্র কোন্টি?
(a) চেন্নাই
(b) লাসা
(c) গোয়া
(d) কেরল
99. কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশের লাউল ও স্পিতি জেলায় কোন্ ভাষার নানান বৈচিত্র্য দেখতে পাওয়া যায়?
(a) তেলেগু
(b) কন্নড়
(c) ভোটিয়া
(d) দফলা
100. পূর্ব হিমালয়ের সিকিম ভোটিয়ারা, ভুটানিরা, শেরপা ও কারো যে ভাষায় কথা বলে সেগুলো সবই কোন্ ভাষাবংশের অন্তর্গত?
(a) মিসমি
(b) ভোটিয়া
(c) আকা
(d) আবর
101. বোরো বা বোডো শ্রেণিভুক্ত প্রায় কতগুলি ভাষার সন্ধান পাওয়া যায়?
(a) ২০টি
(b) ২৫টি
(c) ৩০টি
(d) ২২টি
102. কাহারি, রাভা, কোচ, গারো ও মেচদের ভাষা, ত্রিপুরা রাজ্যের টিপ্রা ইত্যাদি ভাষাগুলো কোন্ শ্রেণিভুক্ত?
(a) বোরো বা বোডো
(b) তাইচিনা
(c) ভোটিয়া
(d) আকা
103. প্রধানত নাগাল্যান্ড, মণিপুর, কিছুটা অরুণাচল প্রদেশ ও অসমে কোন্ শাখার ভাষাগুলো ছড়িয়ে আছে?
(a) কুকিচিন
(b) ভোটিয়া
(c) নাগা
(d) বর্মি
104. আও, অঙ্গামি, সেমা, তঙ্গখুল, লোথা ইত্যাদি ভাষাগুলো কোন্ শাখার?
(a) বর্মি
(b) নাগা
(c) কুকিচিন
(d) বোরো
105. কুকিচিন শাখার প্রধান ঐতিহ্যবাহী ভাষা কোন্টি?
(a) লোথা
(b) মেইতেই
(c) সেমা
(d) বর্মি
106. বর্মি কোথাকার ভাষা?
(a) চট্টগ্রামের
(b) রাজশাহির
(c) ব্রহ্মদেশের
(d) হিমালয় পার্বত্য অঞ্চলের
107. চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের মোঘ এবং ক্রু ভাষা কোন্ শাখার অন্তর্গত?
(a) ভোটচিনা
(b) দ্রাবিড়
(c) অস্ট্রিক
(d) বর্মি
আরও পড়ুন – একাদশ শ্রেণির বাংলা বিষয়ের ১ম সেমিস্টারের অন্যান্য অধ্যায়