বৈষ্ণব পদাবলি MCQ | XI 1st Semester Bengali WBCHSE

বৈষ্ণব পদাবলি MCQ | XI 1st Semester Bengali WBCHSE

বৈষ্ণব পদাবলি MCQ | XI 1st Semester Bengali WBCHSE
বৈষ্ণব পদাবলি MCQ

বিষয়ভিত্তিক/তথ্যভিত্তিক সাধারণ প্রশ্ন

1. বৈষ্ণব পদাবলি হল-

(a) শ্রীচৈতন্যদেবের জীবনলীলা

(b) বৈষ্ণব সম্প্রদায়ের জীবনকথা

(c) রাধাকৃষ্ণের লীলাবিষয়ক পদ

(d) শ্রীকৃষ্ণের মহিমাকীর্তন

2. কোন্ শতাব্দীতে বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল?

(a) ত্রয়োদশ শতাব্দীতে

(b) ষোড়শ শতাব্দীতে

(c) পঞ্চদশ শতাব্দীতে

(d) দ্বাদশ শতাব্দীতে

3. বিদ্যাপতির জন্ম হয়েছিল কোথায়?

(a) দ্বারভাঙ্গা জেলার বিসফি গ্রামে

(b) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে

(c) উত্তর কলকাতার বাগবাজারে

(d) বীরভূম জেলার বোলপুরে

4. বিদ্যাপতির পিতার নাম কী?

(a) মদনমোহন ঠাকুর

(b) হরেরাম ঠাকুর

(c) গণপতি ঠাকুর

(d) মুরারীমোহন ঘোষ

5. বিদ্যাপতি কোন্ ধর্মে দীক্ষিত ছিলেন?

(a) শিখধর্মে

(b) বৈয়বধর্মে

(c) জৈনধর্মে

(d) শৈবধর্মে

6. বিদ্যাপতি কোন্ ভাষায় তাঁর পদাবলি রচনা করেন?

(a) মৈথিলী ভাষায়

(b) প্রাকৃত ভাষায়

(c) ব্রজবুলি ভাষায়

(d) বাংলা ভাষায়

7. বিদ্যাপতি নিজেকে কী ধরনের কবি বলে অভিহিত করেছেন?

(a) খেলন কবি

(b) প্রেমের কবি

(c) বিরহের কবি

(d) পদাবলির কবি

৪. বিদ্যাপতি কোন্ গ্রন্থে নিজেকে ‘খেলন কবি’ বলে অভিহিত করেছেন?

(a) কীর্তিপতাকা

(b) কীর্তিলতা

(c) পুরুষপরীক্ষা

(d) লিখনাবলী

9. ‘মৈথিল কোকিল’ কাকে বলা হয়?

(a) জয়দেবকে

(b) গোবিন্দদাসকে

(c) বিদ্যাপতিকে

(d) চণ্ডীদাসকে

10. ‘অভিনব জয়দেব’ কাকে বলা হয়?

(a) গোবিন্দদাসকে

(b) চন্ডীদাসকে

(c) বলরাম দাসকে

(d) বিদ্যাপতিকে

11. বিদ্যাপতি কোন্ বংশে জন্মগ্রহণ করেন?

(a) কায়স্থ বংশে

(b) ব্রাহ্মণ বংশে

(c) বৈষ্ণব পরিবারে

(d) বণিক বংশে

12. বিদ্যাপতির রচনায় কার প্রভাব দেখা যায়?

(a) চন্ডীদাসের

(b) গোবিন্দদাসের

(c) জয়দেবের

(d) জ্ঞানদাসের

13. বিদ্যাপতি রচিত কতগুলি পদ পাওয়া গেছে?

(a) প্রায় চারশো

(b) প্রায় নয়শোর অধিক

(c) প্রায় সাতশো

(d) প্রায় একহাজার

14. বিদ্যাপতি কোন্ রাজার সভাকবি ছিলেন?

(a) দেবীসিংহের

(b) শিবসিংহের

(c) কীর্তিসিংহের

(d) পদ্মসিংহের

15. ‘ব্রজবুলি’ ভাষা কী?

(a) মৈথিলি ভাষার এক বিশেষ রূপ

(b) মধ্যভারতীয় আর্যভাষার একটি অংশ

(c) প্রাকৃত ভাষার একটি অংশ

(d) বাংলা-মৈথিলি-অবহট্ট-র সংমিশ্রিত ভাষা

16. ‘কীর্তিলতা’ গ্রন্থটির রচয়িতা কে?

(a) চন্ডীদাস

(b) জ্ঞানদাস

(c) বিদ্যাপতি

(d) জয়দেব

17. ‘কীর্তিপতাকা’ গ্রন্থটি কার লেখা?

(a) চন্ডীদাসের

(b) গোবিন্দদাস কবিরাজের

(c) বিদ্যাপতির

(d) জ্ঞানদাসের

18. ‘পুরুষপরীক্ষা’ গ্রন্থটির রচয়িতা কে?

(a) বলরাম দাস

(b) কৃষ্ণদাস কবিরাজ

(c) কৃত্তিবাস ওঝা

(d) বিদ্যাপতি

19. ‘ভূপরিক্রমা’ গ্রন্থটির কবি কে?

(a) বিদ্যাপতি

(b) কাশীরাম দাস

(c) জ্ঞানদাস

(d) মালাধর বসু

20. ‘লিখনাবলী’ গ্রন্থটির রচয়িতা কে?

(a) জ্ঞানদাস

(b) চন্ডীদাস

(c) বিদ্যাপতি

(d) কৃত্তিবাস ওঝা

21. পদাবলির কোন্ পর্যায়ের রচনায় বিদ্যাপতির কৃতিত্ব সর্বাধিক?

(a) মাথুর

(b) অভিসার

(c) প্রার্থনা

(d) প্রেমানুরাগ

22. ‘গঙ্গাবাক্যাবলী’, ‘শৈবসর্বস্বহার’, ‘বিভাগসার’, ‘দানবাক্যাবলী’, ‘দুর্গাভক্তিতরঙ্গিণী’ গ্রন্থগুলো কার লেখা?

(a) চন্ডীদাসের

(b) গোবিন্দদাস কবিরাজের

(c) কৃষ্ণদাস কবিরাজের

(d) বিদ্যাপতির

23. “হাথক দরপণ মাথক ফুল নয়নক অঞ্জন মুখক তাম্বুল।” -এই পদটির পদকর্তা কে?

(a) চন্ডীদাস

(b) বলরাম দাস

(c) বিদ্যাপতি

(d) জ্ঞানদাস

24. “অঙ্কুর তপন তাপে যদি জারব কি করব বারিদ মেহে।” -আলোচ্য পদটি কে লিখেছেন?

(a) গোবিন্দদাস কবিরাজ

(b) বিদ্যাপতি

(c) কৃত্তিবাস ওঝা

(d) মুকুন্দরাম চক্রবর্তী

25. “শূন ভেল মন্দির শূন ভেল নগরী শূন ভেল দশদিশ শূন ভেল সগরী।” -পদটির রচয়িতা হলেন-

(a) বিদ্যাপতি

(b) জ্ঞানদাস

(c) চণ্ডীদাস

(d) গোবিন্দদাস কবিরাজ

26. “লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখল তৈও হিঅ জুড়ন ন গেল।” -পদটির রচনাকার কে?

(a) কৃত্তিবাস ওঝা

(b) রায়গুণাকর ভারতচন্দ্র

(c) বিদ্যাপতি

(d) চন্ডীদাস

27. বিদ্যাপতির লেখা প্রথম গ্রন্থ কোন্টি?

(a) কীর্তিলতা

(b) কীর্তিপতাকা

(c) পুরুষপরীক্ষা

(d) ভূপরিক্রমা

28. বিদ্যাপতি বাংলাদেশের কবি না হয়েও বাঙালির অন্তর্লোকে প্রবেশ করেছেন। কারণ তাঁর রচিত পদগুলো উচ্চ ঐশ্বর্যমহিমার জন্য বৈঘ্নবসমাজে এবং বৈষ্ণবসমাজের বাইরেও দেশের শিষ্টসমাজে প্রচলিত ছিল।

(a) মন্তব্যটি সঠিক কারণটি ভুল

(b) মন্তব্যটি ভুল কারণটি সঠিক

(c) মন্তব্য ও কারণ দুটোই সঠিক

(d) মন্তব্য ও কারণ দুটোই ভুল

29. ‘প্রার্থনা’ বিষয়ক পদে বিদ্যাপতির কৃতিত্ব সমধিক। কারণ জগতের নাথ শ্রীকৃষ্ণের কাছে পরিত্রাণের আশায় তিনি নিজেকে সমর্পণ করতে পারেননি।

(a) মন্তব্যটি ঠিক কারণটি ভুল

(b) মন্তব্য ও কারণ দুটোই ভুল

(c) মন্তব্যটি ভুল কারণটি ঠিক

(d) মন্তব্য ও কারণ দুটোই ঠিক

30. বিদ্যাপতিকে ‘মৈথিল কোকিল’ বলা হয়। বিদ্যাপতির কাব্যের সুর ছিল কোকিলের কন্ঠস্বরের ন্যায় সুমিষ্ট এবং তিনি মিথিলার কবি ছিলেন। কারণ-

(a) মন্তব্যটি ঠিক কারণটি ভুল

(b) মন্তব্যটি ভুল কারণটি ঠিক

(c) মন্তব্য ও কারণ দুটোই ঠিক

(d) মন্তব্য ও কারণ দুটোই ভুল

31. কবি চন্ডীদাস ছিলেন-

(a) চৈতন্যপূর্ববর্তী যুগের কবি

(b) চৈতন্যপরবর্তী যুগের কবি

(c) আধুনিক যুগের কবি

(d) প্রাচীন যুগের কবি

32. চন্ডীদাসের জন্মস্থান কোথায়?

(a) বীরভূম জেলার কেঁদুলিতে

(b) বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে

(c) বীরভূম জেলার নানুরে

(d) বর্ধমান জেলার মেমারিতে

33. চণ্ডীদাস কোন্ দেবতার উপাসক ছিলেন?

(a) বাসুলি

(b) বনবিবি

(c) মহাদেব

(d) কালিকা

34. চণ্ডীদাস জাতিতে ছিলেন-

(a) কায়স্থ

(b) বৈশ্য

(c) শূদ্র

(d) ব্রাহ্মণ

35. কোন্ জাতীয় পদ রচনায় চণ্ডীদাস শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন?

(a) অভিসার

(b) প্রার্থনা

(c) পূর্বরাগ

(d) মাথুর

36. “সই কেবা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ।” -পদটির রচয়িতা কে?

(a) বিদ্যাপতি

(b) জ্ঞানদাস

(c) গোবিন্দদাস

(d) চণ্ডীদাস

37. “দুহঁ কোরে দুই কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আধ তিল না দেখিলে যায় যে মরিয়া।” -পদটি কোন্ পদকর্তার রচনা?

(a) চন্ডীদাসের

(b) বিদ্যাপতির

(c) জ্ঞানদাসের

(d) কৃত্তিবাস ওঝার

38. পদাবলির চণ্ডীদাস প্রধানত ছিলেন-

(a) রঙ্গব্যঙ্গের কবি

(b) ধীররসের কবি

(c) বিরহের কবি

(d) ভক্তিরসের কবি

39. “রাতি কৈনু দিবস, বুঝিতে নারিনু বন্ধু দিবস কৈনু রাতি। তোমার পিরীতি।” -পদটির রচয়িতা হলেন?

(a) বিদ্যাপতি

(b) গোবিন্দদাস কবিরাজ

(c) জ্ঞানদাস

(d) চণ্ডীদাস

40. “বঁধু কি আর বলিব আমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হৈও তুমি।” -পদটির রচনাকার কে?

(a) বিদ্যাপতি

(b) চন্ডীদাস

(c) বলরাম দাস

(d) লোচনদাস

41. “বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। বিদ্যাপতি বিরহে কাতর হইয়া পড়েন, চণ্ডীদাসের মিলনেও সুখ নাই।”-উক্তিটি কার

(a) ডঃ অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের

(b) হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের

(c) রবীন্দ্রনাথ ঠাকুরের

(d) বিজনবিহারী ভট্টাচার্যের

42. চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়?

(a) গোবিন্দদাসকে

(b) জ্ঞানদাসকে

(c) বলরাম দাসকে

(d) বিদ্যাপতিকে

43. জ্ঞানদাস কবে জন্মগ্রহণ করেন?

(a) ষোড়শ শতকের প্রথমার্ধে

(b) পঞ্চদশ শতকের শেষার্ধে

(c) ত্রয়োদশ শতকের প্রথমার্ধে

(d) চতুর্দশ শতকের শেষার্ধে

44. জ্ঞানদাসের জন্মস্থান কোথায়?

(a) বাঁকুড়া জেলার জয়পুর গ্রামে

(b) নদিয়া জেলার কৃষ্ণনগরে

(c) বর্ধমান জেলার কাঁদড়া গ্রামে

(d) পুরুলিয়া জেলার বাঘমুণ্ডিতে

45. জ্ঞানদাসের পদগুলো কী কী ভাষায় পাওয়া গিয়েছে?

(a) বাংলা ও সংস্কৃত ভাষায়

(b) সংস্কৃত ও ব্রজবুলি ভাষায়

(c) বাংলা ও মৈথিলি ভাষায়

(d) ব্রজবুলি ও বাংলা ভাষায়

46. বৈষ্ণব পদাবলিতে জ্ঞানদাসের পদ পাওয়া গিয়েছে-

(a) পাঁচ শতাধিক

(b) চার শতাধিক

(c) ছয় শতাধিক

(d) তিন শতাধিক

47. কোথায় জ্ঞানদাস মোহান্তরূপে সম্মানিত হয়েছিলেন?

(a) নবদ্বীপে বৈষুব সম্মেলনে

(b) খেতুরিতে অনুষ্ঠিত বৈয়ব মহোৎসবে

(c) বাঁকুড়ায় বনবিষ্ণুপুরে হরিসভায়

(d) কেঁদুলিতে জয়দেব মেলায়

48. “সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।” -পদটির রচয়িতা কে?

(a) চণ্ডীদাস

(b) বলরাম দাস

(c) জ্ঞানদাস

(d) গোবিন্দদাস

49. “রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।” -পদটি রচনা করেছেন-

(a) বিদ্যাপতি

(b) চন্ডীদাস

(c) গোবিন্দদাস

(d) জ্ঞানদাস

50. বলরাম দাসের উপাধি কী ছিল?

(a) কবিরাজ

(b) কবিপতি

(c) কবিশ্বর

(১) (d) কবিকঙ্কণ

51. বৈষ্ণব পদাবলির কোন্ পর্যায়ের রচনায় জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন?

(a) মাথুর

(b) অভিসার

(c) আক্ষেপানুরাগ

(d) পূর্বরাগ

52. বৈষ্ণব পদাবলির কোন্ পর্যায়ের রচনায় বলরাম দাস বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন?

(a) বাৎসল্য পর্যায়ের

(b) মাথুর পর্যায়ের

(c) অভিসার পর্যায়ের

(d) আক্ষেপানুরাগ পর্যায়ের

53. বলরাম দাস কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন?

(a) নিত্যানন্দের

(b) শ্রীচৈতন্যের

(c) অদ্বৈত মহাপ্রভুর

(d) কৃষ্ণদাসের

54. বলরাম দাস কোন্ সময়ে আবির্ভূত হন?

(a) পঞ্চদশ শতকের প্রথমার্ধে

(b) ষোড়শ শতকের শেষ দিকে

(c) চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে

(d) ষোড়শ শতকের প্রথমার্ধে

55. বলরাম দাসের জন্মস্থান কোথায়?

(a) শান্তিপুরের কাছে রাউতারা গ্রামে

(b) নবদ্বীপের কাছে ভালুকা গ্রামে

(c) কৃষ্ণনগরের কাছে দোগাছিয়া গ্রামে

(d) বোলপুরের কাছে ভেদিয়া গ্রামে

56. ‘সংগীতকারক’ ও ‘সংগীতপ্রধান’ ইত্যাদি নামে কে পরিচিত ছিলেন?

(a) চন্ডীদাস

(b) জ্ঞানদাস

(c) বলরাম দাস

(d) বিদ্যাপতি

57. কোন্ পদগুলোতে বলরাম দাসের স্বতঃস্ফূর্ত হৃদয়ানুভূতির প্রকাশ দেখা যায়?

(a) রাধাকৃষ্ণের বিরহের পদগুলোতে

(b) কৃষ্ণ ও মা যশোদার স্নেহব্যাকুল পদগুলোতে

(c) কৃষ্ণ ও রাধার প্রেমের পদগুলোতে

(d) কৃষ্ণ ও কর্ণের পদগুলোতে

58. গোবিন্দদাস কবিরাজ কোন্ যুগের পদকর্তা ছিলেন?

(a) চৈতন্য-পূর্বযুগের

(b) চৈতন্য-পরবর্তী যুগের

(c) আধুনিক যুগের

(d) প্রাচীন যুগের

59. গোবিন্দদাস কবিরাজ আনুমানিক কোন্ সময়কালে আবির্ভূত হন?

(a) পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে

(b) সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে

(c) ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে

(d) পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে

60. গোবিন্দদাস কবিরাজ কার শিষ্য ছিলেন?

(a) শ্রীমৎ মহাপ্রভু অদ্বৈতদেবের

(b) শ্রীনিবাস আচার্যের

(c) নিত্যানন্দের

(d) শ্রীচৈতন্যদেবের

61. ‘সঙ্গীতমাধব’ নাটকটি কার লেখা?

(a) চন্ডীদাসের

(b) বিদ্যাপতির

(c) জ্ঞানদাসের

(d) গোবিন্দদাসের

62. ‘কর্ণামৃত’ কাব্যটি লিখেছেন-

(a) চণ্ডীদাস

(b) কৃষ্ণদাস কবিরাজ

(c) গোবিন্দদাস

(d) কৃত্তিবাস ওঝা

63. গোবিন্দদাস কবিরাজ কী উপাধি লাভ করেছিলেন?

(a) দ্বিতীয় বিদ্যাপতি

(b) মৈথিল কোকিল

(c) অভিনব জয়দেব

(d) কবিকঙ্কণ

64. বৈষ্ণব পদাবলির কোন্ পর্যায়ের রচনায় গোবিন্দদাস ‘রাজাধিরাজ’?

(a) মাথুর

(b) অভিসার

(c) পূর্বরাগ

(d) আক্ষেপানুরাগ

65. “কণ্টকগাড়ি কমলসম পদতল সঞ্জীব চীরহি ঝাঁপি। গাগরি বারি ঢারি করি পীছল চলতহি অঙ্গুলি চাপি।” -পদটির পদকর্তা কে?

(a) বিদ্যাপতি

(b) জ্ঞানদাস

(c) চন্ডীদাস

(d) গোবিন্দদাস কবিরাজ

সত্য বা মিথ্যা নির্বাচন করো

1. বিদ্যাপতিকে ‘মৈথিল কোকিল’ বলা হয়।

(a) আংশিক সত্য

(b) আংশিক মিথ্যা

(c) সত্য

(d) মিথ্যা

2. বিদ্যাপতির পদগুলি সংস্কৃত ভাষায় রচিত।

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) আংশিক সত্য

(d) পুরোপুরি সত্য

3. বিদ্যাপতি মহারাজ শিবসিংহের সভাকবি ছিলেন।

(a) পুরোপুরি সত্য

(b) আংশিক সত্য

(c) পুরোপুরি মিথ্যা

(d) আংশিক মিথ্যা

4. ‘কীর্তিপতাকা’ গ্রন্থটি রচনা করেন চন্ডীদাস।

(a) সত্য

(b) মিথ্যা

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

5. চৈতন্যদেব বিদ্যাপতির পদের অনুরাগী পাঠক ছিলেন। 

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) পুরোপুরি সত্য

(d) আংশিক সত্য

6. রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভানুসিংহের পদাবলী’-তে ব্রজবুলি ভাষা ব্যবহার করেছেন

(a) সত্য

(b) মিথ্যা

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

7. মহারাজা শিবসিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি ‘পুরুষপরীক্ষা’ গ্রন্থটি লিখেছিলেন।

(a) পুরোপুরি সত্য

(b) আংশিক সত্য

(c) পুরোপুরি মিথ্যা

(d) আংশিক মিথ্যা

৪. ব্রজবুলি ভাষা হল বাংলা-মৈথিল-অবহট্ট ভাষার সংমিশ্রণে তৈরি একটি কৃত্রিম ভাষা।

(a) আংশিক সত্য

(b) আংশিক মিথ্যা

(c) সত্য

(d) মিথ্যা

9. ব্রজবুলি এবং ব্রজভাষা উভয়ই একই ভাষা।

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) আংশিক সত্য

(d) পুরোপুরি সত্য

10. ব্রজবুলি ভাষায় প্রথম লিখিত নমুনা পাওয়া যায় মিথিলার কবি উমাপতি ওঝার গীতিনাট্য ‘পারিজাতহরণে’।

(a) পুরোপুরি সত্য

(b) আংশিক সত্য

(c) পুরোপুরি মিথ্যা

(d) আংশিক মিথ্যা

11. ব্রজবুলি হল একটি মিশ্র কৃত্রিম ভাষা আর ব্রজভাষা হল মথুরার ভাষা।

(a) সত্য

(b) মিথ্যা

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

12. অভিসার পর্যায়ের পদে বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। 

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) পুরোপুরি সত্য

(d) আংশিক সত্য

13. বিদ্যাপতিকে ‘নব জয়দেব’ বলা হয়।

(a) সত্য

(b) মিথ্যা

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

14. বিদ্যাপতি মৈথিলি ভাষায় পদ রচনা করলেও তাঁর রচনায় বহু বাংলা শব্দের অনুপ্রবেশ ঘটেছে।

(a) পুরোপুরি সত্য

(b) আংশিক সত্য

(c) পুরোপুরি মিথ্যা

(d) আংশিক মিথ্যা

15. বিদ্যাপতির পদে চন্ডীদাসের প্রভাব দেখা যায়।

(a) আংশিক সত্য

(b) আংশিক মিথ্যা

(c) সত্য

(d) মিথ্যা

16. শৈব, শাক্ত, বৈয়বমতের প্রতি বিদ্যাপতির শ্রদ্ধা ছিল বলে তাঁকে পঞ্চোপাসক হিন্দু বলে গণ্য করা হয়।

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) আংশিক সত্য

(d) পুরোপুরি সত্য

17. চণ্ডীদাস ছিলেন চৈতন্যপরবর্তী যুগের কবি।

(a) পুরোপুরি সত্য

(b) আংশিক সত্য

(c) পুরোপুরি মিথ্যা

(d) আংশিক মিথ্যা

18. চণ্ডীদাস বীরভূম জেলার নানুরে জন্মগ্রহণ করেন।

(a) সত্য

(b) মিথ্যা মাগ্রাম

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

19. চণ্ডীদাস দেবী চণ্ডীর উপাসক ছিলেন।

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) পুরোপুরি সত্য

(d) আংশিক সত্য

20. বৈষ্ণব পদাবলির পূর্বরাগ পর্যায়ের পদরচনায় চণ্ডীদাস অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন।

(a) সত্য

(b) মিথ্যা

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

21. চণ্ডীদাস মূলত বিরহেরই কবি। বিষাদের করুণ রাগিণীই তাঁর কাব্যবীণায় বেজে উঠেছে মরমি সুরে।

(a) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা

(b) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য

(c) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই সত্য

(d) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই মিথ্যা

22. প্রবাদ আছে, রামী নামের এক ধোপানি চণ্ডীদাসের সাধনসঙ্গিনী ছিলেন

(a) আংশিক সত্য

(b) আংশিক মিথ্যা

(c) সত্য

(d) মিথ্যা

23. জ্ঞানদাস মিথিলার কবি ছিলেন।

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) আংশিক সত্য

(d) পুরোপুরি সত্য

24. ‘আক্ষেপানুরাগ’-পদে জ্ঞানদাস অপ্রতিদ্বন্দ্বী ছিলেন।

(a) পুরোপুরি সত্য

(b) আংশিক সত্য

(c) পুরোপুরি মিথ্যা

(d) আংশিক মিথ্যা

25. জ্ঞানদাসকে ‘চণ্ডীদাসের ভাবশিষ্য’ বলা হয়।

(a) সত্য

(b) মিথ্যা

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

26. চৈতন্য-পরবর্তী যুগের একজন শক্তিমান কবি হলেন গোবিন্দদাস। 

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) পুরোপুরি সত্য

(d) আংশিক সত্য

27. গোবিন্দদাস ‘প্রার্থনা’ জাতীয় পদ রচনায় রাজাধিরাজ।

(a) সত্য

(b) মিথ্যা

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

28. সংস্কৃত ভাষায় ‘সংগীতমাধব’ নাটকটি লিখেছিলেন গোবিন্দদাস।

(a) পুরোপুরি সত্য

(b) আংশিক সত্য

(c) পুরোপুরি মিথ্যা

(d) আংশিক মিথ্যা

29. গোবিন্দদাস কবিরাজ ‘দ্বিতীয় বিদ্যাপতি’ নামে অভিহিত ছিলেন।

(a) আংশিক সত্য

(b) আংশিক মিথ্যা।

(c) সত্য

(d) মিথ্যা

30. গোবিন্দদাস চৈতন্যদেবের শিষ্য ছিলেন।

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) আংশিক সত্য

(d) পুরোপুরি সত্য

31. ‘কর্ণামৃত’ কাব্যটি রচনা করেন গোবিন্দদাস

(a) পুরোপুরি সত্য

(b) আংশিক সত্য

(c) পুরোপুরি মিথ্যা

(d) আংশিক মিথ্যা

32.. বলরাম দাস নিত্যানন্দ-শিষ্য ছিলেন।

(a) সত্য

(b) মিথ্যা জাপায়

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

33. বলরাম দাস বিভিন্ন বৈয়বগ্রন্থে ‘সংগীতকারক’ ও ‘সংগীতপ্রবীণ’ বলে অভিহিত হয়েছেন।

(a) আংশিক মিথ্যা

(b) পুরোপুরি মিথ্যা

(c) পুরোপুরি সত্য

(d) আংশিক সত্য

34. বলরাম দাস বর্ধমান জেলার কাটোয়া মহকুমায় জন্মগ্রহণ করেন।

(a) সত্য

(b) মিথ্যা

(c) আংশিক সত্য

(d) আংশিক মিথ্যা

35. বলরাম দাসের উপাধি ছিল ‘কবিপতি’।

(a) পুরোপুরি সত্য

(b) আংশিক সত্য

(c) পুরোপুরি মিথ্যা

(d) আংশিক মিথ্যা

36. (i) বিদ্যাপতি মূলত বিরহ পর্যায়ের শ্রেষ্ঠ কবি।

(ii) চণ্ডীদাস অভিসারের রাজাধিরাজ।

(iii) জ্ঞানদাস ছিলেন আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি।

(iv) বলরাম দাসের পদে বাৎসল্য রস অসাধারণ মহিমান্বিত।

(a)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) মিথ্যা

(b)(i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য

(c) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য

(d) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা

37. (i) বিদ্যাপতির পদে গোবিন্দদাসের প্রভাব মেলে।

(ii) গোবিন্দদাসের পদে বিদ্যাপতির প্রভাব পাওয়া যায়।

(iii) চণ্ডীদাস ছিলেন শ্রেষ্ঠ চৈতন্যজীবনীকার।

(iv) বলরাম দাস শাক্তপদাবলীর শ্রেষ্ঠ কবি।

(a)(i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য

(b)(i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা

(c) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য

(d) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) সত্য

38. (i) চণ্ডীদাস বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের অধিবাসী ছিলেন।

(ii) বিদ্যাপতির রচনায় রাজসভার প্রভাব পাওয়া যায়।

(iii) বিদ্যাপতির পদগুলো যেন স্বর্ণহার আর চন্ডীদাসের পদগুলো রুদ্রাক্ষমালা।

(iv) গোবিন্দদাস মিথিলার অধিবাসী ছিলেন।

(a)(i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা

(b)(i) মিথ্যা (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য

(c) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য

(d) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য

ক্রম অনুসারে সাজাও

1. (ⅰ) জ্ঞানদাস বর্ধমান জেলার কাঁদড়ায় জন্মগ্রহণ করেন

(ii) বিদ্যাপতি দ্বারভাঙ্গা জেলার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন।

(iii) চণ্ডীদাস বীরভূম জেলার নানুরে জন্মগ্রহণ করেন।

(iv) গোবিন্দদাস কবিরাজ বর্ধমান জেলার কাটোয়ায় জন্মগ্রহণ করেন।

(a) (i), (iii), (iv), (ii)

(b) (ii), (iii), (i), (iv)

(c) (iii), (ii), (iv), (i)

(d) (iv), (iii), (i), (ii)

2. (i) পুরুষপরীক্ষা

(ii) গীতগোবিন্দ

(iii) সঙ্গীতমাধব

(iv) কীর্তিলতা

(a) (i), (iv), (iii), (ii)

(b) (iii), (i), (iv), (ii)

(c) (iv), (i), (ii), (iii)

(d) (ii), (iv), (i), (iii)

বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা-কারণ নির্বাচন করো

1. বিবৃতিঃ বিদ্যাপতি বাংলাতে কোনো পদ লেখেননি। তবু তাঁকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়।

কারণ: (i) সুপ্রাচীনকাল থেকেই তাঁর উৎকৃষ্ট পদের সঙ্গে বাঙালির পরিচিতি।

কারণ: (ii) পরবর্তীকালে বাঙালি কবিসমাজে তাঁর পদাঙ্ক অনুসরণ করে পদরচনার প্রবণতা।

(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক

(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক

(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল

(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল

2. বিবৃতিঃ বিদ্যাপতি ‘অভিনব জয়দেব’ অভিধায় ভূষিত হয়েছেন।

কারণ: (i) বিদ্যাপতির রচনায় জয়দেবের অনুসরণ দেখা যায়।

কারণ: (ii) বিদ্যাপতি নিজে জয়দেবের ভক্ত ছিলেন। জয়দেবের অনুসরণে পদ রচনা করে তিনি গৌরববোধ করতেন।

(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক

(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক

(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল

(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল

3. বিবৃতিঃ বিদ্যাপতিকে ‘মৈথিল কোকিল’ বলা হয়।

কারণ: (i) বিদ্যাপতির রচিত পদগুলো সংস্কৃত ভাষায় লেখা।

কারণ: (ii) বিদ্যাপতি মিথিলার কবি ছিলেন। তাঁর রচিত পদগুলোর মধ্যে কোকিলের সুমধুর কণ্ঠস্বরের সুরেলা ভাব প্রতিধ্বনিত হয়।

(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক

(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক

(c) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল

(d) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল

4. বিবৃতি : আক্ষেপানুরাগের পদরচনায় চণ্ডীদাসের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব।

কারণ: (i) চণ্ডীদাস রচিত আক্ষেপানুরাগের পদগুলোতে কৃষ্ণপ্রেম পরিপূর্ণভাবে না পাওয়ার বেদনাকে কবি অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন।

কারণ: (ii) চন্ডীদাসের কাব্যের ভাষা, অলংকার, ছন্দনৈপুণ্য বিশেষ লক্ষ করার মতো।

(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক

(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক

(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল

(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল

5. বিবৃতি : গোবিন্দদাস কবিরাজকে ‘দ্বিতীয় বিদ্যাপতি’ বলা হয়।

কারণ: (i) বিদ্যাপতির কাব্যভাব ও আঙ্গিককে কবি গোবিন্দদাস নিজ রচনায় সচেতনভাবে অনুসরণ করেছিলেন।

কারণ: (ii) বিদ্যাপতির মতো গোবিন্দদাসের ভাষা ছিল অলংকারবহুল, ছন্দ নিয়মিত এবং তিনিও ব্রজবুলি ভাষায় অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন।

(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক

(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক

(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল

(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল

6. বিবৃতি : জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়।

কারণ: (i) কবি চন্ডীদাসের কাব্যধারাকে তিনি অনুসরণ করেছিলেন, পূর্বরাগ, আক্ষেপানুরাগের পদরচনায় তিনি ছিলেন অনন্য।

কারণ: (ii) গৌরচন্দ্রিকা বর্ণনায় তিনি বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন।

(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক

(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক

(c) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল

(d) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল

আরও পড়ুন – একাদশ শ্রেণির ১ম সেমেস্টারের বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর

Leave a Comment