বাংলা ভাষার বৈচিত্র্য MCQ | XI Bengali 1st Semester WBCHSE
বিষয়ভিত্তিক/তথ্যভিত্তিক সাধারণ প্রশ্ন
1. ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে ইন্দো-ইরানীয় হয়ে আজকের বাংলা ভাষায় রূপান্তর হতে কত সময় লেগেছে?
(a) দু’হাজার
(b) চার হাজার
(c) তিন হাজার
(d) পাঁচ হাজার
2. ভাষার ধ্বনি ও রূপ নিয়ে একটি নির্দিষ্ট সময়বৃত্তে যে চর্চা করা হয় তাকে কী বলে?
(a) দ্বিকালীন ভাষাতত্ত্ব
(b) এককালীন ভাষাতত্ত্ব
(c) বহুকালীন ভাষাতত্ত্ব
(d) উপভাষা
3. বাংলা ভাষা বিবর্তনের ধাপগুলো নিয়ে যে চর্চা করা হয় তাকে কী বলে?
(a) ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব
(b) ঐতিহাসিক ও সমাজমূলক ভাষাতত্ত্ব
(c) উপভাষা
(d) সমাজভাষা
4. ঐতিহাসিক ভাষাতত্ত্ব কীসের মধ্যে কাজ করে?
(a) এককালীন কাঠামো
(b) দ্বিকালীন কাঠামো
(c) উপভাষা
(d) সমাজভাষা
5. ভাষাবিজ্ঞানীরা বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যগুলিকে কটি ভাগে ভাগ করেছেন?
(a) ছটি
(b) দুটি
(c) চারটি
(d) পাঁচটি
6. ভাষার আঞ্চলিক রূপকে কী বলে?
(a) উপভাষা
(b) সমাজভাষা
(c) মান্যভাষা
(d) বিশ্বভাষা
7. বাংলা উপভাষাগুলি কী কী?
(a) রাঢ়ি, বরেন্দ্রী, বঙ্গালি, ঝাড়খণ্ডি ও কামরূপী
(b) রাঢ়ি, বরেন্দ্রী, প্রাকৃত বাংলা, কামরূপী ও ঝাড়খণ্ডি
(c) রাঢ়ি, বরেন্দ্রী, বঙ্গালি, অসমিয়া ও ঝাড়খণ্ডি
(d) রাঢ়ি, বরেন্দ্রী, ওড়িয়া, অসমিয়া ও ঝাড়খণ্ডি
৪. রাঢ়ি ভাষা কোন্ অঞ্চলে ব্যবহৃত হয়?
(a) বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, বরিশাল, খুলনা
(b) জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি
(c) ভাগীরথী-হুগলি নদীর আশেপাশে
(d) দক্ষিণ-পশ্চিম বাঁকুড়া ও মেদিনীপুর
9. বরেন্দ্রী ভাষা কোন্ অঞ্চলে ব্যবহৃত হয়?
(a) জলপাইগুড়ি, কোচবিহার
(b) ঝাড়খণ্ডের মানভূম-সিংভূম
(c) ফরিদপুর, খুলনা, যশোহর
(d) মালদা, দিনাজপুর
10. বঙ্গালি ভাষা কোথায় ব্যবহৃত হয়?
(a) বাংলাদেশের ঢাকা, মৈমনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোহর, চট্টগ্রাম
(b) জলপাইগুড়ি, কোচবিহার, অসমের কাছাড়
(c) দক্ষিণ-পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ-পশ্চিম মেদিনীপুর
(d) পশ্চিমবাংলার পশ্চিমপ্রান্তের ঝাড়খণ্ডের মানভূম, সিংভূম
11. কামরূপী ভাষা কোন্ অঞ্চলে ব্যবহৃত হয়?
(a) ঝাড়খণ্ডের মানভূম-সিংভূম, ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া
(b) জলপাইগুড়ি, কোচবিহার, অসমের কাছাড়
(c) দক্ষিণ-পশ্চিম বাঁকুড়া, মেদিনীপুর
(d) ভাগীরথী-হুগলি নদীর আশেপাশে
12. ঝাড়খণ্ডি ভাষা কোন্ অঞ্চলে ব্যবহৃত হয়?
(a) ঝাড়খণ্ডের সিংভূম-মানভূম, ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া, দক্ষিণ-পশ্চিম বাঁকুড়া, মেদিনীপুর
(b) জলপাইগুড়ি, কোচবিহার, অসমের কাছাড়
(c) ভাগীরথী-হুগলি নদীর আশেপাশে
(d) মালদা, দিনাজপুর
13. কোন্টি বাংলার উপভাষা?
(a) রাঢ়ি ভাষা
(b) কামরূপী ভাষা
(c) বরেন্দ্রী ভাষা
(d) সবগুলি
14. কোন্ বৈশিষ্ট্য উপভাষাকে মূল ভাষা থেকে পৃথক করে?
(a) আঞ্চলিক বৈশিষ্ট্য
(b) উচ্চারণগত বৈশিষ্ট্য
(c) সামাজিক বৈশিষ্ট্য
(d) (a) এবং (b) উভয়ই
15. বাংলা ভাষার ক্ষেত্রে কোন্ ভাষাকে মান্য ভাষা বলা হয়?
(a) কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা
(b) জলপাইগুড়ি, কোচবিহার ও অসমের কাছাড়ের মানুষের মুখের ভাষা
(c) বাংলাদেশের ঢাকা, মৈমনসিংহ, খুলনা, যশোহর, বরিশাল ও চট্টগ্রামের লোকের মুখের ভাষা
(d) মালদা, দিনাজপুরের লোকের মুখের ভাষা
16. অনেকগুলো উপভাষার মধ্যে একটি উপভাষা কী কী কারণে মান্য ভাষার যোগ্যতা অর্জন করে?
(a) ভৌগোলিক কারণে
(b) ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণে
(c) সংস্কারগত কারণে
(d) দেশভাগের কারণে
17. ইংরেজ আমলে প্রধান শাসনকেন্দ্র কোথায় ছিল?
(a) মালদা
(b) বাংলাদেশের ঢাকা
(c) কলকাতা
(d) দিনাজপুর
18. পর্তুগিজরা কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল?
(a) শ্রীরামপুরে
(b) ব্যারাকপুরে
(c) কলকাতায়
(d) হুগলিতে
19. ফরাসিরা কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল?
(a) কৃষ্ণনগরে
(b) চন্দননগরে
(c) জয়নগরে
(d) শ্রীনগরে
20. ওলন্দাজরা কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল?
(a) শ্রীরামপুরে
(b) ব্যারাকপুরে
(c) হরিদেবপুরে
(d) চন্দননগরে
21. ভাগীরথী-হুগলি নদীর দুইতীরে একসময় কী গড়ে উঠেছিল?
(a) জনপদ
(b) শিল্পাঞ্চল
(c) দর্শনীয় স্থান
(d) বিশাল দুর্গামন্দির
22. উপভাষা সৃষ্টি হয় কী কারণে?
(a) সামাজিক কারণে
(b) অর্থনৈতিক কারণে
(c) ঐতিহাসিক কারণে
(d) ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে
23. ভাষার বৈচিত্র্য কী কারণে হয়?
(a) বিত্তের কারণে, শিক্ষার কারণে, জাত-ধর্ম-বর্ণের কারণে, পেশাগত কারণে
(b) সামাজিক ও অর্থনৈতিক কারণে
(c) ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণে
(d) অর্থনৈতিক ও আঞ্চলিক কারণে
24. কোন্ ভাষায় উচ্চবর্ণ বা ব্রাহ্মণদের কথার সঙ্গে নিম্নবর্ণের ভাষার ফারাক প্রচুর?
(a) বাংলা
(b) হিন্দি
(c) তামিল
(d) তেলেগু
25. সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্যকে কী বলে?
(a) উপভাষা
(b) মান্যভাষা
(c) আঞ্চলিক ভাষা
(d) সমাজভাষা
26. বাংলা ভাষার লিখিত রূপ কয়টি?
(a) ১টি
(b) ২টি
(c) ৩টি
(d) ৪টি
27. বাংলা ভাষার রূপ দুটি কী কী?
(a) সাধুরীতি ও চলিতরীতি
(b) সাধুরীতি ও উপভাষারীতি
(c) সাধুরীতি ও কথ্যভাষারীতি
(d) চলিতরীতি ও মান্যভাষারীতি
28. উনিশ শতকে লিখিত বাংলা ভাষা হিসেবে কোন্ রীতির ব্যাপক প্রচলন ছিল?
(a) চলিত রীতি
(b) সাধু রীতি
(c) মান্য ভাষারীতি
(d) সাধু ও চলিত উভয় ভাষারীতি
29. কার হাতে সাধুরীতির রূপটি গড়ে ওঠে?
(a) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে
(b) রামমোহন রায়ের হাতে
(c) বিদ্যাসাগরের হাতে
(d) প্যারীচাঁদ মিত্রের হাতে
30. ‘বেদান্তগ্রন্থ’ কার রচনা?
(a) বিদ্যাসাগর
(b) রামমোহন রায়
(c) প্যারীচাঁদ মিত্র
(d) কালীপ্রসন্ন সিংহ
31. ‘আলালের ঘরে দুলাল’ কার লেখা?
(a) কালীপ্রসন্ন সিংহ
(b) বিহারীলাল চক্রবর্তী
(c) মাইকেল মধুসূদন দত্ত
(d) প্যারীচাঁদ মিত্র
32. ‘হুতোম প্যাঁচার নক্সা’ কার লেখা?
(a) কালীপ্রসন্ন সিংহ
(b) প্যারীচাঁদ মিত্র
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) প্রমথ চৌধুরী
33. ‘সবুজপত্র’ কার সম্পাদিত পত্রিকা?
(a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(b) প্রমথ চৌধুরী
(c) বিহারীলাল চক্রবর্তী
(d) প্রমথনাথ বিশী
34. বাংলা ভাষার প্রধান বাহন কী?
(a) সাধুরীতি
(b) চলিতরীতি
(c) কথ্যভাষারীতি
(d) সমাজভাষারীতি
35. সাধু আর চলিত ভাষার প্রধান পার্থক্য কী?
(a) বিশেষ্য এবং ক্রিয়ার রূপে
(b) সর্বনাম এবং ক্রিয়ার রূপে
(c) বিশেষণ এবং ক্রিয়ার রূপে
(d) অব্যয় এবং ক্রিয়ার রূপে
আরও পড়ুন –একাদশ শ্রেণির বাংলা বিষয়ের ১ম সেমিস্টারের অন্যান্য অধ্যায়