সাম্যবাদী কবিতা MCQ | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার

সাম্যবাদী কবিতা MCQ | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার

সাম্যবাদী কবিতা MCQ | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার
সাম্যবাদী কবিতা MCQ | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার

১. সাম্যবাদী কবিতাটি যে কাব্য গ্রন্থের অন্তর্গত-

(ক) অগ্নিবীণা

(খ) দোলন চাঁপা

(গ) সর্বহারা

(ঘ) ঝিঙেফুল

২. সাম্যবাদী কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল-

(ক) সবুজ পত্র

(খ) লাঙল

(গ) মোসলেম ভারত

(ঘ) কালিকলম

৩. সাম্যবাদী কবিতাটি ‘লাঙল’ হয়- পত্রিকায় যে সংখ্যায় প্রকাশিত

(ক) পৌষ

(খ) মাঘ

(গ) ফাল্গুন

(ঘ) চৈত্র

৪. কনফুসিয়াস ছিলেন একজন

(ক) রাজা

(খ) ধর্মগুরু

(গ) দার্শনিক

(ঘ) রাজনৈতিক নেতা

৫. ইহুদি হল-

(ক) একটি জাতি

(খ) ভাষা

(গ) ধর্ম

(ঘ) দেশ

৬. ‘সাঁওতাল’ শব্দটি যে শব্দভাণ্ডারের অন্তর্গত-

(ক) সংস্কৃত

(খ) অস্ট্রিক

(গ) বাংলা

(ঘ) দ্রাবিড়

৭. চার্বাক হলেন একজন-

(ক) নাস্তিক্যবাদী দার্শনিক

(খ) আস্তিক্যবাদী দার্শনিক

(গ) কঠিক খ ভুল

(ঘ) ক ও খ দুটোই ভুল

৮. কনফুসিয়াস যেখানকার দার্শনিক ছিলেন-

(ক) চিন

(খ) পারস্য

(গ) তিব্বত

(ঘ) মায়নমার

৯. কবি যে গান গাওয়ার কথা বলেছেন-

(ক) ধর্মের

(খ) জ্ঞানের

(গ) সাম

(ঘ) সাম্যের

১০. কবি যেখানে সাম্যের গান গাইতে চান সেখানে এসে এক-হয়ে গেছে সব-

(ক) জাতি

(খ) ধর্ম

(গ) বাধা ব্যবধান

(ঘ) সবগুলিই

১১. কবি যেখানে সাম্যের গান গাইতে চান সেখানে মিশছে-

(ক) সকল জাতি

(খ) সকল ভাষা

(গ) সকল মত

(ঘ) সবগুলিই

১২. পুঁথি ও কেতাব শব্দ দুটি হল-

(ক) বাংলা ও ফার্সি

(খ) সংস্কৃতি ও আরবি

(গ) বাংলা ও আরবি

(ঘ) সংস্কৃত ও ফার্সি

১৩. কোরাণ যাঁদের ধর্মগ্রন্থ-

(ক) হিন্দু

(খ) মুসলিম

(গ) খ্রিস্টান

(ঘ) বৌদ্ধ

১৪. ত্রিপিটক যে ভাষায় লেখা-

(ক) প্রাকৃত

(খ) পালি

(গ) সংস্কৃত

(ঘ) ছান্দস

১৫. ত্রিপিটক যতগুলি ভাগে বিভক্ত–

(ক) এক

(খ) দুই

(গ) তিন

(ঘ) চার

১৬. জেন্দাবেস্তা যাঁদের ধর্মগ্রন্থ-

(ক) খিস্টান

(খ) পারসিক

(গ) ইহুদি

(ঘ) জৈন

১৭. গ্রন্থসাহেব-এ যাঁর ধর্মমতের কথা আছে-

(ক) জরাথুস্ট

(খ) শঙ্করাচার্য

(গ) গুরু নানক

(ঘ) কেউই নয়

১৮. কবি যে জন্য ধর্মগ্রন্থ পড়ার কথা বলেছেন-

(ক) জ্ঞানের জন্য

(খ) লোক শিক্ষার জন্য

(গ) লোক জানানোর জন্য

(ঘ) সখের জন্য

১৯. ধর্মগ্রন্থ পাঠ হল কবির মতে –

(ক) সুঅভ্যাস

(খ) কুঅভ্যাস

(গ) পণ্ডশ্রম

(ঘ) সময় কাটানোর উপকরণ

২০. তাজা ফুল যেখানে ফোটে-

(ক) বাগানে

(খ) পথে

(গ) টবে

(ঘ) হৃদয়ে

২১. ‘সকল কেতাব’ যেখানে রয়েছে-

(ক) গ্রন্থাগারে

(খ) রাজবাড়িতে

(গ) মানুষের হৃদয়ে

(ঘ) কোনোটিই নয়

২২. কবির মতে মানুষের মধ্যে সমস্ত গ্রন্থের পাশাপাশি আর যা রয়েছে-

(ক) সমস্ত জ্ঞান

(খ) সমস্তকালের জ্ঞান

(গ) সারা বিশ্বের জ্ঞান

(ঘ) সবগুলিই

২৩. সকল শাস্ত্রের খোঁজ পাওয়া যাবে যেখানে-

(ক) মানুষের মধ্যে

(খ) গ্রন্থাগারের মধ্যে

(গ) নিজের প্রাণের মধ্যে

(ঘ) কোনোটিই নয়

২৪. মানুষ দেবতাকে খুঁজে ফেরে-

(ক) মন্দিরে মন্দিরে

(খ) মানুষের মাঝে

(গ) মৃত পুঁথির কঙ্কালে

(ঘ) কোনোটাই নয়

২৫. ঝুট শব্দটি যে শব্দ ভাণ্ডার থেকে আগত

(ক) আরবি

(খ) ফারসি

(গ) হিন্দি

(ঘ) দ্রাবিড়

২৬. সত্যের পরিচয় পেয়েছিলেন-

(ক) ধর্ম প্রচারকরা

(খ) ঈশা মুসা

(গ) হজরত মহম্মদ

(ঘ) চার্বাক

২৭. ‘মদিনা’ যে ধর্মের পবিত্র ক্ষেত্র-

(ক) হিন্দু

(খ) বৌদ্ধ

(গ) পারসিক

(ঘ) মুসলিম

২৮. ঈশা বলেন ইসলাম ধর্মের একজন-

(ক) নবি

(খ) রসুল

(গ) কঠিক খ ভুল

(ঘ) ক ও খ দুটোই ঠিক

২৯. বুদ্ধগয়া যে নদীর তীরে অবস্থিত-

(ক) কোশী

(খ) ফল্গু

(গ) শোন

(ঘ) কালীগণ্ডক

৩০. কবিতায় উপাসনাস্থল হিসেবে উল্লেখ আছে-

(ক) মন্দির

(খ) মসজিদ

(গ) গির্জা

(ঘ) সবগুলিই

৩১. ঈশ্বর যেখানে অবস্থান করেছে-

(ক) দেবালয়ে

(খ) অমৃত হিয়ায়

(গ) অমৃত হিয়ার নিভৃত অন্তরালে

(ঘ) অন্তরালে

৩২. বাঁশির কিশোর যা গাইলেন –

(ক) বিশ্বমানবের গান

(খ) সত্যের গান

(গ) দেবতার নাম

(ঘ) মহা গীতা

৩৩. বাঁশির কিশোর বলতে বোঝানো হয়েছে-

(ক) ভগবান বুদ্ধকে

(খ) ভগবান কৃষ্ণকে

(গ) জিশুকে

(ঘ) হজরত মহম্মদকে

৩৪. মেষের রাখাল বলতে বোঝানো হয়েছে-

(ক) হজরত মহম্মদকে

(খ) রাসুল্লাহকে

(গ) যিশুকে

(ঘ) কোনোটিই নয়

৩৫. নবি হল –

(ক) ঈশ্বর

(খ) পয়গম্বর

(গ) ঈশ্বরের দূত

(ঘ) সবগুলিই

৩৬. শাক্যমুনি হলেন

(ক) প্রাচীন ঋষি

(খ) গৌতম বুদ্ধ

(গ) শ্রীকৃষ্ণের গুরু

(ঘ) একজন দার্শনিক

৩৭. গৌতম বুদ্ধকে শাক্যমুনি বলা হয় কেননা-

(ক) তিনি শাক্যবংশে জন্মগ্রহণ করেন

(খ) তিনি শাকাহারী হয়ে ঈশ্বরের সাধনা করেন

(গ) তিনি শাক্য প্রদেশে সিদ্ধিলাভ করেন

(ঘ) কোনোটিই নয়

৩৮. শাক্য মুনি যা ত্যাগ করেছিলেন –

(ক) দেহ মায়া

(খ) বাসনা

(গ) রাজ্য

(ঘ) প্রাণ

৩৯. শাক্য মুনি যে কারণে রাজ্য ত্যাগ করেন-

(ক) অজরাজ্যে যাওয়ার জন্য

(খ) মানুষের দুঃখবেদনা দূর করার জন্য

(গ) তাঁকে রাজ্য থেকে বের করা হয়েছিল বলে

(ঘ) কোনোটিই নয়

৪০. আরব দুলাল বলতে বোঝানো হয়েছে-

(ক) হজরত মহম্মদকে

(খ) ইস্রাফিলকে

(গ) মুসাকে

(ঘ) ঈশাকে

৪১. কোরাণের সমগান হল-

(ক) কোরাণের সাম অংশের গান

(খ) কোরাণের প্রতিটি সমান গান

(গ) কোরাণের সাম্যের গান

(ঘ) সবগুলিই

৪২. সবচেয়ে শ্রেষ্ঠ মন্দির ও কাবা হল-

(ক) মানুষের হৃদয়

(খ) মানুষের দেহ

(গ) মানুষের বিশ্বাস

(ঘ) মানুষের ধর্ম

৪৩. ‘এইখানে বসি গাহিলেন তিনি’- এখানে তিনি হলেন-

(ক) হজরত মহম্মদ

(খ) দাউদ

(গ) মুসা

(ঘ) ঈশা

৪৪. ‘এইখানে বসি গাহিলেন তিনি’ তিনি যা গাইলেন-

(ক) মানব প্রেমের গান

(খ) বেদের সামগান

(গ) কোরাণের সাম গান

(ঘ) মানবের জয়গান

৪৫. ‘ত্যাজিল রাজ্য’ যিনি রাজ্য জয় করেন-

(ক) শ্রীরাম

(খ) শাক্যমুনি

(গ) হজরত মহম্মদ

(ঘ) সকলেই

৪৬. ‘এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন’ – যা গাইলেন-

(ক) মানবের জয়গান

(খ) মানবেব প্রেমের গান

(গ) ধর্মের গান

(ঘ) মহাগীতা

৪৭. ‘এইখানে বসে লুটাইয়া পড়ে’ যা লুটিয়ে পড়ে-

(ক) সকল রাজা

(খ) সকল মানুষ

(গ) সকল রাজমুকুট

(ঘ) কোনোটিই নয়

৪৮. খুঁজে পাবে সখা!’-যা খুঁজে পাবার কথা বলা হয়েছে-

(ক) সকল ধর্মের মানে

(খ) সকল ঈশ্বরকে

(গ) সকল ধর্মের কথা

(ঘ) সকল শাস্ত্র

৪৯. ‘সকল কালের জ্ঞান যেখানে আছে-

(ক) বইয়ের মধ্যে

(খ) ধর্মগ্রন্থের মধ্যে

(গ) মানুষের মধ্যে

(ঘ) সবগুলি

৫০. কবিতায় যে পার্বত্য জাতির উল্লেখ রয়েছে-

(ক) ভিল

(খ) গারো

(গ) জৈন

(ঘ) ইহুদি

৫১. কবিতায় উল্লিখিত ভারতীয় দার্শনিক হলেন-

(ক) কনফুসিয়াস্

(খ) জরাথুস্ট

(গ) গুরু নানক

(ঘ) চার্বাক

৫২. কবিতায় উল্লিখিত একটি শৈব ধর্মক্ষেত্র হল-

(ক) কাশী

(খ) মথুরা

(গ) বৃন্দাবন

(ঘ) বুদ্ধগয়া

৫৩. কবিতায় ভারতের বাইরে যে স্থানের উল্লেখ রয়েছে-

(ক) কাবা

(খ) মদিনা

(গ) জেরুজালেম

(ঘ) সবগুলিই

৫৪. ‘মিথ্যা শুনিনি ভাই’- কবি যে সত্য শুনেছেন-

(ক) মানুষের মধ্যেই সকল ধর্মস্থানের অবস্থান

(খ) মানুষের মধ্যে বিভেদের কোনো প্রয়োজন নেই

(গ) মানুষ হল শ্রেষ্ঠ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি

(ঘ) সবগুলিই

৫৫. কবিতায় উল্লিখিত একটি দর্শনগ্রন্থ হল-

(ক) বেদ

(খ) বেদান্ত

(গ) পুরাণ

(ঘ) ত্রিপিটক

৫৬. মৃত পুঁথির কঙ্কালে যা খুঁজে ফেরা হয়-

(ক) জ্ঞান

(খ) ধর্মীয় বাণী

(গ) ঈশ্বরের সন্ধান

(ঘ) মানুষের কথা

আরও পড়ুন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ

Leave a Comment