পুঁইমাচা গল্পের mcq pdf download Class 11

পুঁইমাচা গল্পের mcq pdf download

পুঁইমাচা গল্পের mcq pdf download
পুঁইমাচা গল্পের mcq pdf download

1. ‘পুঁইমাচা’ গল্পটি কার লেখা?

(a) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(b) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(c) মানিক বন্দ্যোপাধ্যায়

(d) করুণানিধান বন্দ্যোপাধ্যায়

2. কোন্ গল্পগ্রন্থ থেকে ‘পুঁইমাচা’ গল্পটি নেওয়া হয়েছে?

(a) উপলখণ্ড

(b) মেঘমল্লার

(c) মৌরীফুল

(d) কিন্নরদল

3. প্রথম কোন্ পত্রিকায় ‘পুঁইমাচা’ প্রকাশিত হয়?

(a) অবসারিকা

(b) প্রবাসী

(c) কল্লোল

(d) দিগদর্শন

4. ‘পুঁইমাচা’ গল্পটি কী ধরনের গল্প?

(a) রাজনৈতিক

(b) পারিবারিক

(c) সামাজিক

(d) পৌরাণিক

5. ‘পুঁইমাচা’ গল্পের প্রধান চরিত্র কোন্টি?

(a) সহায়হরি

(b) অন্নপূর্ণা

(c) পুঁটি

(d) ক্ষেন্তি

6. সহায়হরি চাটুজ্যের কয়টি মেয়ে?

(a) ৩টি

(b) ৪টি

(c) ৫টি

(d) ৬টি

7. ‘একটু ভালো রস আনি।’-কে, কোথা থেকে রস আনবে?

(a) ক্ষেন্তি, দুর্গার বাড়ি থেকে

(b) সহায়হরি, তারক খুড়োর বাড়ি থেকে

(c) পুঁটি, পাশের পাড়া থেকে

(d) অন্নপূর্ণা, ঠানদিদির বাড়ি থেকে

৪. ‘পুঁইমাচা’ গল্পটি কোন্ ঋতুতে শুরু হয়েছে?

(a) গ্রীষ্মকালে

(b) বর্ষাকালে

(c) শরৎকালে

(d) শীতকালে

9. সহায়হরি চাটুজ্যের স্ত্রীর নাম কী?

(a) অন্নপূর্ণা

(b) দেবপূর্ণা

(c) গায়ত্রী

(d) দুর্গাদেবী

10. সহায়হরি চাটুজ্যে স্ত্রীর কাছে কী চাইলেন?

(a) একটা বাটি

(b) একটা ঘটি

(c) একটা বড়ো বাটি বা ঘটি

(d) গ্লাস

11. সহায়হরি চাটুজ্যে যখন স্ত্রীর কাছে ঘটি-বাটি চাইলেন তখন স্ত্রী কী করছিলেন?

(a) খাচ্ছিলেন

(b) চুলে নারকেল তেল মাখছিলেন

(c) রান্না করছিলেন

(d) বড়ি দিচ্ছিলেন

12. স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুর শুনে সহায়হরির মনের অবস্থা কেমন হল?

(a) আনন্দ হল

(b) মনে ভীতির সঞ্চার হল

(c) রাগ হল

(d) জ্বালা হল

13. ‘গাঁয়ে কী গুজব রটেছে জানো?’-কী গুজব রটেছে?

(a) সহায়হরি চাটুজ্যেদের একঘরে করা হবে

(b) সহায়হরি চাটুজ্যেদের জন্য বিচারসভা বসানো হবে

(c) সহায়হরি চাটুজ্যেদের বিরুদ্ধে পঞ্চায়েত ডাকা হবে

(d) সবগুলি

14. “হল যে পনেরো বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কী হবে, লোকের চোখ নেই?”-কার পনেরো বছর হল?

(a) পুঁটির

(b) রাধার

(c) ক্ষেন্তির

(d) দুর্গার

15. ‘ক্ষেন্তি মা, এসব কোথা থেকে আনলি?’-কে জিজ্ঞাসা করল?

(a) অন্নপূর্ণা

(b) সহায়হরি

(c) ঠানদিদি

(d) তারক খুড়ো

16. ক্ষেন্তি কী হাতে করে নিয়ে বাড়ি ঢুকল?

(a) এক বোঝা পুঁইশাক

(b) চিংড়ি মাছ

(c) মেটে আলু

(d) সবগুলি

17. চিংড়ি মাছ কার হাতে ছিল?

(a) ক্ষেন্তির হাতে

(b) ক্ষেন্তির বোনের হাতে

(c) গয়া পিসির হাতে

(d) সহায়হরি হাতে

18. ক্ষেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ এনেছে বলে দাবি করল?

(a) পুকুর থেকে

(b) চুরি করে

(c) বাজার থেকে

(d) গয়াপিসির কাছ থেকে

19. পুঁইডাটাগুলো ক্ষেন্তিকে কে নিয়ে যেতে বলেছিল বলে দাবি করল? 

(a) বাবা

(b) গয়া পিসি

(c) ঠানদিদি

(d) রায় কাকা

20. ‘অন্নপূর্ণা দাওয়া হইতেই অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া বলিলেন-‘-অন্নপূর্ণা কেন চিৎকার করে উঠলেন?

(a) পুঁটি একগাদা পাকা পুঁইশাক নিয়ে আসায়

(b) ক্ষেন্তি একগাদা পাকা পুঁইশাক নিয়ে আসায়

(c) রাধা একগাদা পাকা পুঁইশাক নিয়ে আসায়

(d) সহায়হরি একগাদা পাকা পুঁইশাক আনায়

21. ‘ধাড়ী মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না?’-ধাড়ী মেয়ে কে?

(a) ক্ষেন্তি

(b) পুঁটি

(c) রাধা

(d) দুর্গা

22. অন্নপূর্ণা বলিলেন-যা তো রাধী, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো-“-অন্নপূর্ণা রাধাকে কী ফেলে দিয়ে আসতে বললেন?

(a) চিংড়ি মাছ

(b) আবর্জনা

(c) পুঁইডাঁটার বোঝা

(d) পচা ভাত

23. ‘ছোটো মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল,’- ছোটো মেয়েটি কে?

(a) ক্ষেন্তি

(b) পুঁটি

(c) রাধী

(d) দুর্গা

24. ‘মেয়েমানুষের আবার অত নোলা কীসের?’-কার নোলা?

(a) ঠানদিদির

(b) পুঁটির

(c) রাধার

(d) ক্ষেন্তির

25. ‘… তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে।’-কার চোখ দুটো জলে ভরে এসেছে?

(a) ক্ষেন্তির

(b) পুঁটির জাতীয়গ

(c) রাধার

(d) দুর্গার

26. ‘কুচো চিংড়ি দিয়ে এইরূপে চুপিচুপিই পুঁইশাকের তরকারি রাঁধিলেন।’-কে রাঁধলেন?

(a) অন্নপূর্ণা

(b) ক্ষেন্তি

(c) ঠানদিদি

(d) সহায়হরি

27. ‘ক্ষেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল।’-কোন্ আনন্দজনক প্রস্তাব?

(a) পুঁইডাঁটাগুলো আবার তুলে আনার প্রস্তাব

(b) আরো একটু পুঁইশাকের চচ্চড়ি নেওয়ার প্রস্তাব

(c) চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্নার প্রস্তাব

(d) বাজার থেকে পুঁইশাক কিনে আনার প্রস্তাব

28. ‘সেদিন বৈকালবেলা সহায়হরির ডাক পড়িল।’- সহায়হরির কোথায় ডাক পড়িল?

(a) পাড়ার বটতলায়

(b) কালীমায়ের চণ্ডীমণ্ডপে

(c) পঞ্চায়েতের সভায়

(d) জমিদারের ঠাকুরদালানে

29. ‘বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি তেরো বছরের …’-কার মেয়ের কথা বলা হয়েছে?

(a) কেষ্ট মুখুজ্যের

(b) তারক খুড়োর

(c) সহায়হরির

(d) কালীময় ঠাকুরের

30. ‘শ্রোত্রিয়া’ শব্দটির অর্থ কী?

(a) বেদজ্ঞ ব্রাহ্মণ

(b) সদ্বংশ জাত

(c) সচ্চরিত্র

(d) সবগুলি

31. ‘রাম বলো, ছ-সাত পুরুষে ভঙ্গ, পচা শ্রোত্রিয়!”- এখানে ছ-সাত পুরুষের নিম্নগামী পচা শ্রোত্রিয় কাকে বলা হয়েছে?

(a) কেষ্ট মুখুজ্যের জামাইকে অর্থাৎ হরির ছেলেকে

(b) কালীময় ঠাকুরের বংশকে

(c) ক্ষেন্তির বিয়ে ভেঙে যাওয়া পাত্রকে

(d) সহায়হরির বংশকে

32. ‘ও তো একরকম উচ্ছ্বগ্‌গ্ন করা মেয়ে।’-কাকে ‘উচ্ছ্বগ্‌গ্ন’ করা মেয়ে বলা হয়েছে?

(a) দুর্গাকে

(b) ক্ষেন্তিকে

(c) কেষ্ট মুখুজ্যের মেয়েকে

(d) পুঁটিকে

33. কেন ক্ষেন্তিকে ‘উচ্ছ্বগ্‌গ্ন’ করা মেয়ে বলা হয়েছে?

(a) ক্ষেন্তিকে অন্য লোককে দান করা হয়েছিল

(b) ক্ষেন্তি দেবীর কাছে উৎসর্গিত

(c) ক্ষেন্তির আশীর্বাদ হওয়ার পর বিয়ে ভেঙে যাওয়ায়

(d) ক্ষেন্তি গুরুমন্ত্র নিয়ে নিজেকে ঠাকুরের কাছে উৎসর্গ করেছে।

34. ক্ষেন্তির ভেঙে যাওয়া বিয়ে কে ঠিক করে দিয়ে- ছিল?

(a) কালীময় ঠাকুর

(b) কেষ্ট মুখুজ্যে

(c) তারক খুড়ো

(d) সহায়হরির আত্মীয়

35. ক্ষেন্তির ভেঙে যাওয়া বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছিল?

(a) হরির ছেলের সঙ্গে

(b) কালীময় ঠাকুরের ছেলের সঙ্গে

(c) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে

(d) তারক খুড়োর ছেলের সঙ্গে

36. শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল?

(a) সুলতানপুরে

(b) মণিগাঁয়ে

(c) টালাতে

(d) লাটাগুড়িতে

37. ‘ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র।’-দুষ্ট পক্ষের রটনা কী?

(a) কালীময় ঠাকুর শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার করেছেন, অনেক সুদ বাকি, শীঘ্র নালিশ হবে ইত্যাদি।

(b) কালীময় ঠাকুর ঘটকালিতে অনেক টাকা নিয়েছেন।

(c) সহায়হরি কালীময় ঠাকুরকে ঘটকালির জন্য কোনো টাকা দেননি।

(d) শ্রীমন্ত মজুমদার বরাবরই দুশ্চরিত্র স্বভাবের।

38. শ্রীমন্ত মজুমদারের ছেলে অর্থাৎ পাত্র কার হাতে বেদম প্রহার খেয়েছিল?

(a) সহায়হরির হাতে

(b) কালীময় ঠাকুরের হাতে

(c) তারক খুড়োর হাতে

(d) গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয়স্বজনের হাতে

39. ‘বাবা, যাবে না? মা ঘাটে গেল-‘ কে কাকে কথা- গুলো বলেছে?

(a) পুঁটি সহায়হরিকে

(c) রাধা সহায়হরিকে

(b) ক্ষেন্তি সহায়হরিকে

(d) তিনকন্যা সহায়হরিকে

40. ‘তৎপরে পিতা-পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল।’-‘পিতা-পুত্রী কে?

(a) ক্ষেন্তি ও তার বাবা সহায়হরি চাটুজ্যে

(b) পুঁটি ও তার বাবা সহায়হরি চাটুজ্যে

(c) রাধা ও তার বাবা সহায়হরি চাটুজ্যে

(d) দুর্গা ও তার বাবা

41. পিতা-পুত্রী কোন্ উদ্দেশ্যে সম্মুখের দরজা দিয়া বের হয়ে গেল?

(a) পাশের পাড়ায় সিঁদ দিতে

(b) বরোজপোতার বনে মেটে আলু তুলতে

(c) গ্রামের মাঠে খেলা দেখতে

(d) স্কুলে ভর্তি হবার উদ্দেশ্যে

42. মুখুজ্যে বাড়ির ছোটো খুকি দুর্গা এসে অন্নপূর্ণাকে কী বলেছিল?

(a) দুর্গার বাড়ির নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বের করে দিতে তার মা, অন্নপূর্ণা খুড়িকে বলেছিল।

(b) অন্নপূর্ণা খুড়িমা যেন তার বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে।

(c) দুর্গা অন্নপূর্ণার কাছে পিঠে খাওয়ার আবদার নিয়ে এসেছিল।

(d) পাড়ার সকলে মিলে অন্নপূর্ণাদের একঘরে করেছে একথা দুর্গা এসে বলেছিল।

43. পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ করিলেন।’-অন্নপূর্ণা কী লক্ষ করলেন?

(a) মুখুজ্যে বাড়ি যাওয়ার পথে অনেক লতাগুল্মের গাছ লক্ষ করলেন।

(b) শীতের সকালে নানান লতাপাতার গন্ধ চারিদিক থেকে বেরোচ্ছে।

(c) ঘন বনের মধ্যে খুপ খুপ করে কিছু একটা খোঁড়া হচ্ছিল, দুর্গার কথার পরেই সেটা থেমে গেল।

(d) বনের মধ্য থেকে হিসহিস শব্দের মতো আওয়াজ আসছিল।

44. ‘কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন,’-বাড়ি ফিরে অন্নপূর্ণা কী দেখলেন?

(a) ক্ষেন্তি রান্নাঘরে চিংড়ি মাছ ধুচ্ছে।

(b) ক্ষেন্তি, পুঁটি ও রাধা মিলে একটা বড়ো মেটে আলু ধুচ্ছে।

(c) ক্ষেন্তি ও সহায়হরি মিলে একটা বড়ো মেটে আলু ধুচ্ছে।

(d) ক্ষেন্তি উঠানের রৌদ্রে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে।

45. ‘বরোজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কী করছিলে শুনি?’- কথাগুলি কে কাকে বলেছে?

(a) অন্নপূর্ণা, ক্ষেন্তিকে

(b) অন্নপূর্ণা, সহায়হরিকে

(c) ক্ষেন্তি, সহায়হরিকে

(d) দুর্গা, অন্নপূর্ণাকে

46. বরোজপোতার বনের মধ্যে বসে সহায়হরি কী করছিলেন?

(a) আগাছা পরিষ্কার করছিলেন।

(b) মাটি খুঁড়ে মেটে আলু চুরি করছিলেন।

(c) হারিয়ে যাওয়া আংটি খুঁজছিলেন।

(d) ক্ষেন্তির জন্য পুঁইডাঁটা জোগাড় করছিলেন।

47. ‘কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কীসের জন্য?’- কোন্ মেয়ের কথা?

(a) ক্ষেন্তির কথা

(b) পুঁটির কথা

(c) রাধার কথা

(d) দুর্গার কথা

48. “এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস, না?’ -এই ‘দুজন’ কে কে?

(a) ক্ষেন্তি ও সহায়হরি

(b) ক্ষেন্তি ও পুঁটি

(c) ক্ষেন্তি ও দুর্গা

(d) সহায়হরি ও পুঁটি

49. অন্নপূর্ণা তেলেবেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন,’- অন্নপূর্ণা কেন তেলেবেগুনে জ্বলে উঠলেন?

(a) ক্ষেন্তি বরোজপোতায় গিয়ে মেটে আলু চুরি করে এনেছে বলে।

(b) ক্ষেন্তি সারাদিন বনে-বাদাড়ে ঘুরে বেড়াচ্ছে বলে।

(c) সহায়হরি ক্ষেন্তিকে মেটে আলু চুরি করতে বলেছে বলে।

(d) দুর্গা ক্ষেন্তিকে মেটে আলু চুরি করতে দেখেছে বলে।

50. ‘সোমত্ত মেয়ে, বিয়ের যুগ্যি হয়ে গেছে কোন্ কালে,’ -‘সোমত্ত’ মেয়েটি কে?

(a) দুর্গা

(b) পুঁটি

(c) রাধা

(d) ক্ষেন্তি

51. ‘একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে ক্ষেন্তি মাকে আসিয়া বলিল-মা মা, দেখবে এসো-‘- ক্ষেন্তি মাকে কী দেখাতে ডাকল?

(a) পাঁচিলের ফাঁকে খোলা জমিতে অনেক ধনে শাক হয়েছে।

(b) পাঁচিলের পাশের খোলা জমিতে একটি শীর্ণকায় পুঁইচারা কঞ্চির গায়ে ঝুলে রয়েছে।

(c) পুঁটি ও রাধা অনেক পুঁইশাকের চারা পুঁতেছে।

(d) সুন্দর কচি লকলকে পুঁইচারা জন্ম নিয়েছে।

52. পুঁইডাঁটার চারা কখন পোঁতে?

(a) বর্ষাকালে

(b) শীতকালে

(c) গ্রীষ্মকালে

(d) বসন্তকালে

53. ‘এখন জল না পেয়ে মরে যাবে!’-কে মরে যাবে?

(a) কইমাছ

(b) ধানগাছ

(c) পুঁইডাঁটা

(d) পাখিরা

54. ‘দোলাই’ কী?

(a) ছিটের শীতবস্ত্র বিশেষ

(b) দোলনা

(c) পালকি

(d) বসার আসন

55. ক্ষেন্তি মুখুজ্যেদের বাড়ি থেকে কী কুড়িয়ে এনেছিল?

(a) পেয়ারা

(b) গোবর

(c) ঘুঁটে

(d) বেলফুল

56. ‘ক্ষেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে?’-কার ভাবনা?

(a) মা অন্নপূর্ণার

(b) পুঁটির

(c) রাধীর

(d) বাবা সহায়হরির

57. হরিপুরের রাসের মেলা থেকে সহায়হরি ক্ষেন্তির জন্য কী নিয়ে এসেছিল?

(a) কালো সার্জের জামা

(b) একটা কাঠের চিরুনি

(c) একজোড়া পুতুল

(d) সবগুলি

58. দারুণ সার্জের জামাটি কেন? ক্ষেন্তির গায়ে আর হয় না

(a) জামাটি ছিঁড়ে গেছে

(b) ক্ষেন্তির স্বাস্থ্যোন্নতি হয়েছে

(c) ক্ষেন্তির আর পড়তে ভালো লাগে না

(d) জামাটি ছোটো হয়ে গেছে

59. ‘ক্ষেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত।’-কী থাকত?

(a) পুতুল

(b) মেটে আলু

(c) সার্জের ছেঁড়া জামা

(d) আচার

60. অন্নপূর্ণা কেন ক্ষেন্তিকে নারকেল কুরতে দিতে চান না?

(a) ক্ষেন্তি যেখানে-সেখানে আদাড়ে-বাদাড়ে ঘুরে বেড়ায়, তার কাপড়চোপড়ও শুদ্ধ শুচিসম্মত নয়।

(b) ক্ষেন্তি নারকেল কুরতে জানে না।

(c) ক্ষেন্তি এক কাপড়ে সাতদিন কাটায়।

(d) ক্ষেন্তি সারাদিন উপোস করে না।

61. ‘অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন।’-কীসে গোলা ঢালিয়া দিলেন?

(a) জামবাটিতে

(b) ফুটোহীন নারকেল মালায়

(c) কাচের গ্লাসে

(d) কাঁসার বাটিতে

62. রাঙাদিদি কী তৈরি করছিল?

(a) পিঠে

(b) পায়েস

(c) সন্দেশ

(d) ক্ষীর

63. ‘ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল-‘-কারা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল?

(a) জ্যাঠাইমারা

(b) ঠানদিদিরা

(c) অন্নপূর্ণারা

(d) দুর্গারা

64. জ্যাঠাইমারা কোন্ কোন্ ব্রাহ্মণকে নেমন্তন্ন করেছিল?

(a) শ্রীমন্ত চাটুজ্যেকে

(b) সুরেশ কাকাকে

(c) তিনুর বাবাকে

(d) (b) এবং (c) উভয়ই

65. ‘সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে।’- কে মানসিক তৃপ্তি অনুভব করছে?

(a) অন্নপূর্ণা

(b) রাধা

(c) পুঁটি

(d) ক্ষেন্তি

66. ক্ষেন্তি কেন মানসিক তৃপ্তি অনুভব করছে?

(a) অনেকগুলো পিঠে খেয়ে।

(b) নারকেল কুরে মাকে সাহায্য করে।

(c) নারকেল কোরা খেয়ে।

(d) পুঁইশাকের চচ্চড়ি খেয়ে।

67. সকলের খাওয়া শেষ হয়ে গেলেও ক্ষেন্তি তখনও কী খাচ্ছে?

(a) পিঠে

(b) জল দেওয়া ভাত

(c) মাছের পেটি

(d) ক্ষীর

68. ‘এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন।’-কে চাহিয়া রইলেন?

(a) সহায়হরি

(b) অন্নপূর্ণা

(c) ঠানদিদি

(d) জ্যাঠাইমা

69. কোন্ মাসে ক্ষেন্তির বিবাহ হল?

(a) অঘ্রান

(b) মাঘ

(c) বৈশাখ

(d) শ্রাবণ

70. ক্ষেন্তির বিবাহের ঘটকালি কে করেছিল?

(a) কালীময় ঠাকুর

(b) সহায়হরির দূরসম্পর্কের আত্মীয়

(c) তারক ঘটক

(d) জ্যাঠাইমা

71. ক্ষেন্তির বরের বয়স কত ছিল?

(a) ত্রিশ

(b) চল্লিশ বা তার কাছাকাছি

(c) পঁচিশ

(d) পঞ্চাশ

72. ক্ষেন্তির উক্ত পাত্রের সঙ্গে বিয়ে দিতে অন্নপূর্ণার অমত ছিল কেন?

(a) পাত্র কুৎসিত ছিল

(b) পাত্রের দ্বিতীয় পক্ষের বিবাহ ছিল

(c) বয়স চল্লিশ বা তার কাছাকাছি

(d) (b) এবং (c) উভয়ই

73. পাত্র কীসে পয়সা করেছে?

(a) মুদির দোকান করে

(b) সিলেট চুন ও ইটের ব্যবসা করে

(c) চাকরি করে

(d) জমি চাষ করে

74. বরের পালকি বেহারারা কোথায় নামিয়েছিল?

(a) আমলকি তলায়

(b) তেঁতুল তলায়

(c) বারান্দায়

(d) চণ্ডীমণ্ডপে

75. ‘ক্ষেন্তিকে কি অপরে ঠিক বুঝবে?…’-একথা কে ভেবেছিল?

(a) অন্নপূর্ণা

(b) সহায়হরি

(c) পুঁটি

(d) রাধী

76. ‘আষাঢ় মাসেই আমাকে এনো…’-একথা কে কাকে বলেছে?

(a) দুর্গা, অন্নপূর্ণাকে

(b) খেঁদি, জ্যাঠাইমাকে

(c) ক্ষেন্তি, মাকে (অন্নপূর্ণাকে)

(d) ক্ষেন্তি, সহায়হরিকে (বাবাকে)

77. ‘ক্ষেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল।’-কেন রাঙা হয়ে উঠল?

(a) বরের মুখ দেখে

(b) শুভদৃষ্টির সময়

(c) কনে বউ সেজে

(d) ঠানদিদি নাতি হবার কথা বলায়

78. ‘অন্নপূর্ণার মন হু-হু-করিত…’- কোন্ সময় অন্নপূর্ণার মন হু-হু করত?

(a) আষাঢ়-শ্রাবণ মাসে

(b) ফাল্গুন-চৈত্র মাসে

(c) ভাদ্র-আশ্বিন মাসে

(d) অঘ্রান-পৌষ মাসে

79. অন্নপূর্ণার মন কেন হু-হু করত?

(a) আমসত্ত্ব তুলতে তুলতে লোভী মেয়েটার অর্থাৎ ক্ষেন্তির কথা মনে পড়ে।

(b) ক্ষেন্তিকে বিয়ের পর অনেকদিন দেখেনি বলে।

(c) ক্ষেন্তিকে শ্বশুড়বাড়ি থেকে আসতে দিতে চায় না বলে।

(d) ক্ষেন্তি খুব অসুস্থ হওয়ায়।

80. ঘরের দাওয়ায় বসে সহায়হরি কার সঙ্গে কথা বলছিলেন?

(a) তারক খুড়ো

(b) কালীময় ঠাকুর

(c) বিষ্ণু সরকার

(d) শ্রীমন্ত মজুমদার

81. বিষ্ণু সরকার ও সহায়হরি কী নিয়ে কথা বলছিলেন?

(a) ক্ষেন্তিকে নিয়ে

(b) পুঁটিকে নিয়ে

(c) বাজারদর নিয়ে

(d) সবকিছু নিয়ে

82. বিষু কীভাবে কোথায় বসেছিলেন?

(a) চণ্ডীমণ্ডপে পা ছড়িয়ে।

(b) সহায়হরির দাওয়ায় তালপাতার চাটাইতে উবু হয়ে।

(c) বটতলায় বেঞ্চির ওপরে।

(d) নিজের ঘরে বিছানার ওপর উবু হয়ে।

83. ‘তোমার মেয়েটির হয়েছিল কী?’-কার মেয়ে?

(a) বিষু সরকারের

(b) সহায়হরির

(c) কালীময় ঠাকুরের

(d) তারক খুড়োর

84. সহায়হরির মেয়ের কী হয়েছিল?

(a) বসন্ত

(b) হাম

(c) কলেরা

(d) কালাজ্বর

85. ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাপের বাড়ি পাঠাতে চায় না কেন?

(a) শাশুড়ি দজ্জাল ছিল বলে

(b) ক্ষেন্তিকে দিয়ে সব করাত বলে

(c) অনেক দূরের পথ বলে

(d) ক্ষেন্তির বাবা আড়াইশো টাকা পণ বাকি রেখেছিল বলে।

86. ‘একবারে চামার…’-কারা চামার?

(a) ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোকেরা

(b) সহায়হরির পাড়ার লোকেরা

(c) গ্রামের মাতব্বররা

(d) কালীময় ঠাকুরের দেখা পাত্রপক্ষ

87. ক্ষেন্তির শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠাতে কম করে কত টাকা লাগবে?

(a) আশি টাকা

(c) ত্রিশ টাকা

(b) পঞ্চাশ টাকা

(d) কুড়ি টাকা

৪৪. শ্বশুরবাড়ির লোকেরা ক্ষেন্তির নামে কী নিন্দা করত?

(a) ছোটোলোকের মেয়ে

(c) খাই খাই স্বভাব

(b) হাভাতের ঘর

(d) সবগুলি

89. সহায়হরি কোন্ মাসে দেখতে গেলেন? মেয়ে ক্ষেন্তিকে শ্বশুরবাড়ি

(a) ফাল্গুন মাসে

(c) শ্রাবণ মাসে

(b) বৈশাখ মাসে

(d) পৌষ মাসে

90. ‘পরমেশ্বর চাটুজ্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে-গোরুতে একঘাটে জল খেয়েছে।’- পরমেশ্বর চাটুজ্যে কে?

(a) সহায়হরির পূর্বপুরুষ

(b) গ্রামের প্রধান

(c) ইংরেজদের পৃষ্ঠপোষক

(d) জমিদারের পিতা

91. কোন্ মাসে ক্ষেন্তির বসন্ত হল?

(a) পৌষ

(b) ফাল্গুন

(c) বৈশাখ

(d) আষাঢ়

92. বসন্ত গায়ে বেরোতেই ক্ষেন্তিকে শ্বশুরবাড়ির লোকেরা কোথায় পাঠিয়ে দিল?

(a) টালায় সহায়হরির এক দূরসম্পর্কের বোনের বাড়ি।

(b) সহায়হরির গ্রামে বসবাসকারী তাঁরই এক বোনের বাড়ি।

(c) ক্ষেন্তির বাপের বাড়ি

(d) ক্ষেন্তির এক মাসির বাড়ি

93. ‘তারা আমায় সংবাদ দেয়।’-তারা কাকে সংবাদ দেয়?

(a) অন্নপূর্ণাকে

(b) সহায়হরিকে

(c) ঠানদিদিকে

(d) কালীময় ঠাকুরকে

94. তারা কী সংবাদ দেয়?

(a) ক্ষেন্তির বসন্ত হয়েছে।

(b) ক্ষেন্তিকে টালায় পাঠিয়েছে।

(c) ক্ষেন্তির বসন্তে মৃত্যু হয়েছে।

(d) ক্ষেন্তি বাপের বাড়ি আছে।

95. ‘সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা…। -কোন্ সময়ের কথা এখানে বলা হয়েছে?

(a) পৌষমাসের শেষে শীতের সময়।

(b) মাঘের প্রথমে শীতের সময়।

(c) বৈশাখ মাসে প্রচণ্ড গরমে।

(d) শ্রাবণ মাসের ভরা বর্ষার।

96. অন্নপূর্ণা সন্ধ্যার সময় রান্নাঘরে বসে কী করছেন?

(a) রান্না করছেন।

(b) তরকারি কাটছেন।

(c) ময়দা মাখছেন।

(d) সরুচাকলির জন্য চালের গোলা তৈরি করছেন।

97. অন্নপূর্ণার কাছে কে বসেছিল?

(a) পুঁটি

(b) রাধী

(c) পুঁটি ও রাধী

(d) ক্ষেন্তি

98. পুঁটি ও রাধা মায়ের কাছে বসে কী করছিল?

(a) দুধ খাচ্ছিল

(b) আগুন পোহাচ্ছিল

(c) তরকারি কাটছিল

(d) পিঠে খাচ্ছিল

99. ‘-ওমা দেখ মা, রাধীর দোলাই কোথায় ঝুলছে, এখুনি ধরে উঠবে…’-‘দোলাই’ কী?

(a) দোপাট্টা

(b) জামা

(c) শীত বস্ত্রবিশেষ

(d) শাড়ির আঁচল

100. ‘-ওমা দেখ মা, রাধীর দোলাই কোথায় ঝুলছে, এখুনি ধরে উঠবে…’-একথা কে কাকে বলেছে?

(a) পুঁটি, অন্নপূর্ণাকে

(b) ক্ষেন্তি, অন্নপূর্ণাকে

(c) খেঁদি, জ্যাঠাইমাকে

(d) দুর্গা, তার মাকে

101. ‘অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন…’ – ‘মুচি’ কী?

(a) ক্ষুদ্র মোচার আকারের ফল

(b) কোনো দ্রব্যবিশেষ

(c) নারকেলের কুঁড়ি

(d) সবগুলি

102. ‘মা দাও, প্রথম পিঠাখানা কানাচে ষাঁড়া-ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি।’-কথাগুলি কে বলেছে?

(a) ক্ষেন্তি

(b) পুঁটি

(c) রাধী

(d) দুর্গা

103. ‘ষাঁড়া-ষষ্ঠী’ কে?

(a) বন্ধ্যাত্ব বৃদ্ধিকারী দেবীবিশেষ

(b) পিঠে পায়েসের ভক্ত দেবীদুর্গা

(c) আঞ্চলিক দেবী

(d) ষাঁড়ের বহনকারী দেবী

104. ‘বাড়ির পিছনে ষাঁড়া-গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থোলো থোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে!…’- ‘ষাঁড়া-গাছ’ কী?

(a) শুষ্ক-গাছ

(b) শ্যাওড়া গাছ

(c) সজনে গাছ

(d) ঝোপঝাড়বিশেষ

105. পুঁটি পিঠাখানা কোথায় ছুড়ে ফেলল?

(a) বাঁশবাগানে

(b) পুকুরের জলে

(c) শ্যাওড়া গাছের ঝোপে

(d) জঙ্গলে

106. পুঁটি ও রাধী পিঠে ফেলবার জন্য খিড়কির দরজা খুলতেই কী ছুটে পালাল?

(a) শিয়াল

(b) ইঁদুর

(c) বেড়াল

(d) কুকুর

107. ‘তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে…’ -কার স্বর?

(a) সহায়হরির রামায়ণ পাঠের স্বর

(b) অন্নপূর্ণার পাঁচালি পড়ার স্বর

(c) কাঠঠোকরার ঠক্-র-র-র্ শব্দের স্বর

(d) প্যাঁচার ডাকের স্বর

108. দুই বোনের পিঠে খাবার জন্য পুঁটি কী করছিল?

(a) কলাপাতা চিরছিল

(b) শালপাতা সাজাচ্ছিল

(c) কুমড়োপাতা ধুচ্ছিল

(d) কলাইয়ের থালা নিয়ে বসেছিল

109. ‘দিদি বড়ো ভালোবাসত…’- কথাগুলো কে বলেছিল?

(a) রাধী

(b) পুঁটি

(c) ক্ষেন্তি

(d) দুর্গা

110. ‘দিদি বড়ো ভালোবাসত…’- ‘দিদি’ কে?

(a) ক্ষেন্তি

(b) দুর্গা

(c) পুঁটি

(d) খেঁদি

111. দিদি কী ভালোবাসত?

(a) রান্না করতে

(b) পিঠে বানাতে

(c) পিঠে খেতে

(d) মাকে সাহায্য করতে

112. ‘তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা- আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল…’ -তাদের দৃষ্টি কোথায় পড়ল?

(a) শ্যাওড়ার ঝোপে

(b) লেবুতলায়

(c) পাঁচিলের মাথায়

(d) পুঁইগাছের মাচায়

113. পুঁইমাচার সঙ্গে কার স্মৃতি জড়িয়ে আছে?

(a) ক্ষেন্তির

(b) দুর্গার

(c) পুঁটির

(d) রাধীর

114. পুঁইমাচাগুলি কীভাবে বেড়ে উঠেছে?

(a) ক্ষেন্তির যত্নে

(b) বর্ষার জলে

(c) কার্তিকের শিশিরে

(d) (b) এবং (c) উভয়ই

115. পুঁইডগাগুলি কেমন দেখতে হয়েছে?

(a) সুপুষ্ট

(b) নধর

(c) লাবণ্য ভরপুর

(d) সবগুলি

আরও পড়ুন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ

Leave a Comment