ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | XI 1st Semester WBCHSE
1. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কার লেখা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) বুদ্ধদেব বসু
(d) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
2. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হল-
(a) চতুর্দশপদী কবিতাবলী
(b) বঙ্গভূমির প্রতি
(c) মেঘনাদবধ কাব্য
(d) বীরাঙ্গনা কাব্য
3. ‘চতুর্দশপদী কবিতাবলী’-র কত সংখ্যক কবিতা এটি?
(a) ৮২
(b) ৮৪
(c) ৮৬
(d) ৮৮
4. ‘চতুর্দশপদী কবিতাবলী’-র কবিতাগুলির বৈশিষ্ট্য কী?
(a) ১৪ স্তবকের কবিতা
(b) ১৪ পঙ্ক্তির কবিতা
(c) ১০ ও ৪ লাইনে বিভক্ত কবিতা
(d) ১৪ জন কবির লেখা কবিতা
5. চতুর্দশপদী কবিতাগুলিকে ইংরেজিতে কী বলে?
(a) সনেট
(b) স্যাটায়ার
(c) ফোর্টিন লাইন
(d) সিউডোপোয়েট্রি
6. সনেটের প্রথম আট লাইনকে কী বলে?
(a) অষ্টকাব্য
(b) অষ্ট্যাধায়ী
(c) আঠারো পঙ্ক্তি
(d) অষ্টক
7. সনেটের দ্বিতীয় অংশকে বা শেষ ছটা লাইনকে কী বলে?
(a) ষষ্টক
(b) ষোড়শী
(c) ছয় পঙ্ক্তি
(d) ষষ্ঠকাব্য
৪. বাংলা ভাষায় প্রথম সনেট কে লেখেন?
(a) মধুসূদন দত্ত
(b) হেমচন্দ্র বন্দোপাধ্যায়
(c) ঈশ্বর গুপ্ত
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
9. ‘সনেট’ শব্দটি কোথা থেকে আসে?
(a) ইংরেজি শব্দ ‘সোনাটা’ থেকে
(b) ফরাসি শব্দ ‘সোসো’ থেকে
(c) ইতালিয়ান শব্দ ‘সনেটো’ থেকে
(d) আমেরিকান শব্দ ‘মিরান্দা’ থেকে
10. সনেট কয় প্রকার?
(a) ২
(b) 8
(c) ৫
(d) ৮
11. ইংরেজি সনেটের উদ্ভাবক কে?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মাইকেল মধুসূদন দত্ত
(c) পেত্রার্কান
(d) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
12. সনেটের উদ্ভব হয় প্রথম কোন্ দেশে?
(a) লন্ডনে
(b) পোল্যান্ডে
(c) আমেরিকায়
(d) ইতালিতে
13. ‘চতুর্দশপদী কবিতাবলী’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
(a) ১৮৬০ খ্রিস্টাব্দে
(b) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(c) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(d) ১৮৭৬ খ্রিস্টাব্দে
14. ‘চতুর্দশপদী কবিতাবলী’-তে মোট কতগুলি কবিতা আছে?
(a) ৮০টি
(b) ১০০টি
(c) ১০২টি
(d) ১১০টি
15. মধুসূদন কোথায় বসে তার সনেটগুলি লিখে- ছিলেন?
(a) লন্ডনে
(b) ফ্রান্সে
(c) জার্মানিতে
(d) ইতালিতে
16. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি মধুসূদন কার উদ্দেশে লিখেছেন?
(a) একজন শিক্ষকের উদ্দেশে
(b) বিদ্যাসাগরের মায়ের উদ্দেশে
(c) কবির নিজের পিতার উদ্দেশে
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশে
17. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কোন্ ছন্দে লেখা?
(a) পয়ার
(b) ত্রিপদী
(c) অমিত্রাক্ষর
(d) অক্ষরবৃত্ত
18. মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে কোন্ বিশেষণে শ্রদ্ধা জানিয়েছেন?
(a) বিদ্যাসাগর
(b) করুণার সিন্ধু
(c) দীনের বন্ধু
(d) সবগুলি
19. কবি ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যার সাগর’ কেন বলেছেন?
(a) অসীম জ্ঞানের ভাণ্ডার
(b) উপযুক্ত শিক্ষক
(c) অনেক ডিগ্রি অর্জন
(d) সবগুলি
20. ‘করুণার সিন্ধু’ কে?
(a) মধুসূদন দত্ত
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) ঈশ্বর গুপ্ত
(d) করুণানিধান বন্দ্যোপাধ্যায়
21. ‘সেই জানে মনে’-মন কী জানে?
(a) বিদ্যাসাগর ভারতীয় সন্তান
(b) বিদ্যাসাগর করুণার সিন্ধু
(c) বিদ্যাসাগর গৌরবর্ণ
(d) সবগুলি
22. ‘সেই জানে মনে’-কার মন জানে?
(a) মহাপর্বত হিমালয়
(b) সমগ্র ভারতবাসী
(c) সমগ্র বঙ্গদেশ
(d) কবি মাইকেল মধুসূদন দত্তের
23. ‘দীন যে, দীনের বন্ধু’-‘দীনের বন্ধু’ কে?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়
(c) মধুসূদন দত্ত
(d) দীনবন্ধু মিত্র
24. ‘দীন যে’-‘দীন’ শব্দের অর্থ কী?
(a) দয়ালু
(b) দাতা
(c) দরিদ্র
(d) দেবতা
25. ‘হেমাদ্রির হেমকান্তি’-‘হেমাদ্রি’ বলতে কাকে বলা হয়েছে?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) মধুসূদন দত্ত
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
26. ‘হেমাদ্রি’ শব্দটির অর্থ লেখো।
(a) সোনার রঙের পর্বত
(b) সুমেরু পর্বত
(c) (a) এবং (b) উভয়ই
(d) সুউচ্চ পর্বত
27. ‘হেমাদ্রির হেমকান্তি’-কার?
(a) মধুসূদন দত্তের
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
(c) হিমালয় পর্বতের
(d) সবুজ সোনালি শস্যক্ষেত্রের
28. ‘কিন্তু ভাগ্যবলে পেয়ে সে মহাপর্বতে’,-কাকে ‘মহা পর্বত’ বলা হয়েছে?
(a) হিমালয়
(b) সুমেরু পর্বত
(c) কুমেরু পর্বত
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
29. ‘যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে’-কে আশ্রয় নেয়?
(a) সমাজের দীন-দরিদ্র, আর্ত নিপীড়িত মানুষ
(b) মুগ্ধ জনগণ
(c) অপরাধী ব্যক্তি
(d) সকলেই
30. ‘যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে’-কোথায় আশ্রয় নেয়?
(a) কবি মধুসূদন দত্তের চরণাশ্রয়ে
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণাশ্রয়ে
(c) হিমালয়ের পদতলে
(d) (b) ও (c) উভয়ই
31. ‘সেই জানে কত গুণ ধরে কত মতে/গিরীশ।’- এখানে ‘গিরীশ’ কাকে বলা হয়েছে?
(a) গিরীশ ঘোষ
(b) হিমালয় পর্বত
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) (b) এবং (c) উভয়ই
32. ‘কি সেবা তার সে সুখসদনে।’-‘সুখসদনে’ কথাটির অর্থ কী?
(a) নিরাপত্তার আশ্রয়স্থল
(b) অফুরন্ত সুখের ভাণ্ডার
(c) সুখের বাড়ি
(d) যেখানে সবরকম পরিসেবা পাওয়া যায়
33. কোন্ সুখসদনে সেবা পাওয়া যায়?-
(a) মধুসূদন দত্তের বাড়িতে
(b) হিমালয়ের গৃহে
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণাশ্রয়ে
(d) সবগুলি
34. ‘দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী’-এখানে কোন্ নদীর কথা বলা হয়েছে?
(a) গঙ্গা
(b) পদ্মা
(c) যমুনা
(d) দারকেশ্বর
35. ‘দানে বারি’-কে বারি দান করে?
(a) মহাদেবের মস্তক
(b) বরুণদেব
(c) হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা নদী
(d) মহাসাগর
36. ‘বারি’ শব্দের অর্থ লেখো।
(a) বৃষ্টি
(b) জল
(c) বাইরে
(d) বিষ
37. ‘বিমলা কিঙ্করী’ কাকে বলা হয়েছে?
(a) পরিশুদ্ধ নদীর জল
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদার সেবাপরায়ণতা
(c) (a) এবং (b) উভয়ই
(d) বিমলা নামধারী এক নৃত্যশিল্পী
38. ‘কিঙ্করী’ শব্দটির অর্থ কী?
(a) দাসী
(b) নৃত্যশিল্পী
(c) ঘুঙুরের ধ্বনি
(d) জনৈক অপ্সরা
39. ‘জোগায় অমৃত ফল পরম আদরে’-কে অমৃত ফল জোগায়?
(a) কবি মধুসূদন
(b) বৃহৎ সুউচ্চ বৃক্ষরাজি
(c) হিমালয় উপত্যকা
(d) সবগুলি
40. তরুদল কোন্ রূপ ধারণ করে?
(a) দাসরূপ
(b) দয়ার রূপ
(c) বিনয়ের রূপ
(d) মহান রূপ
41. ‘পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে,’-‘পরিমলে’ শব্দটির অর্থ লেখো।
(a) বাতাসে
(b) মধুতে
(c) সুগন্ধে
(d) তৃষ্ণায়
42. কে দশদিক সুগন্ধে ভরিয়ে তোলে?
(a) বৃক্ষরাজি
(b) ফুল-কুল
(c) গাছের পাকাফল
(d) সবগুলি
43. দিবসে শীতল শ্বাসী ছায়া কে দেয়?
(a) বনেশ্বরী
(b) নিশ্চিত গৃহকোণ
(c) (a) এবং (b) উভয়ই
(d) মায়ের আঁচল
44. ‘শীতল শ্বাসী’ শব্দের অর্থ কী?
(a) ঠান্ডায় শ্বাস নিতে পারে যে
(b) সাপের নিশ্বাস
(c) ঠান্ডা বাতাস
(d) শান্ত ছায়া
45. ক্লান্তি কীভাবে দূর হয়?
(a) রাত্রের নিস্তব্ধতায়
(b) সুশান্ত নিদ্রায়
(c) ঠান্ডা বাতাসে
(d) সবগুলি
46. বনেশ্বরীর সঙ্গে কার তুলনা করা হয়েছে?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) মধুসূদন দত্ত
(c) হেমাদ্রি
(d) গিরীশ
সত্য বা মিথ্যা নির্বাচন করো।
1. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি পয়ার ছন্দে লেখা।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
2. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি অষ্টক ও ষষ্টক চরণে বিভক্ত।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
3. বিদ্যার সাগর হলেন স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত।
(a) বিচার্য
(b) বিচার্য নয়
(c) আংশিক সত্য
(d) মিথ্যা
4. বিদ্যাসাগর, করুণাসিন্ধু বিশেষণগুলি শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশেই প্রযোজ্য।
(a) সত্য
(b) আংশিক সত্য
(c) মিথ্যা
(d) আংশিক মিথ্যা
5. ‘মহাপর্বত’ বলতে বোঝায় হিমালয়কে। সুমেরুকেও মহাপর্বত বলে।
(a) প্রথমটি সত্য, দ্বিতীয়টি মিথ্যা
(b) প্রথমটি মিথ্যা, দ্বিতীয়টি সত্য
(c) প্রথম ও দ্বিতীয় উভয়ই সত্য
(d) প্রথম ও দ্বিতীয় উভয়ই মিথ্যা
6. কবি মাইকেল মধুসূদন দত্ত আশ্রয় পেয়েছিলেন হিমালয়ের পদতলে।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
7. ‘গিরীশ’ শব্দটির সন্ধি হল গিরি + ঈশ
(a) সত্য
(b) মিথ্যা
(c) কখনো-কখনো সত্য
(d) কখনো-কখনো মিথ্যা
৪. ‘দানে বারি নদীরূপ কমলা কিঙ্করী।’—কথাটি-
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
9. যিনি পরম আদরে অমৃত ফল জোগান, তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
(a) সত্য
(b) মিথ্যা
(c) রূপকার্থে সত্য
(d) রূপকার্থে মিথ্যা
10. ছোট্ট ছোট্ট তরুদল সেবাদাসের মতো তাদের কাজ করে।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
11. ফুলের সুগন্ধ বাতাসে দশদিক ভরে ওঠে।
(a) সত্য
(b) আংশিক সত্য
(c) মিথ্যা
(d) আংশিক মিথ্যা
12. বনেশ্বরী দেয় শীতল ছায়া, আর দুপুরের নিদ্রা দূর করে ক্লান্তি।
(a) প্রথমাংশ সত্য, দ্বিতীয়াংশ মিথ্যা
(b) প্রথমাংশ ও দ্বিতীয়াংশ উভয়ই সত্য
(c) প্রথমাংশ ও দ্বিতীয়াংশ উভয়ই মিথ্যা
(d) প্রথমাংশ মিথ্যা, দ্বিতীয়াংশ সত্য
13. (i) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কবির ‘চতুর্দশপদী কবিতাবলী’-র অন্তর্গত।
(ii) কবি মধুসূদনের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বিষাদের সিন্ধু।
(iii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিরাশ্রয়ের আশ্রয়, ক্ষুধার্তের অন্নদাতা তৃয়ার্তের পিপাসার জল।
(iv) বিদ্যাসাগর ভারতে অখ্যাত ছিলেন।
(a) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(b) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(c) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(d) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
14. (i) হেমাদ্রি বলতে সুমেরু পর্বতকে বোঝায়।
(ii) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতায় ‘দীনের বন্ধু’ হলেন মাইকেল মধুসূদন দত্ত।
(iii) হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা নদী বারি দান করে।
(iv) ‘পরিমল’ বলতে কটু গন্ধ বোঝায়।
(a) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(b) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(c) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(d) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
15. (i) কবি মধুসূদন বিদ্যাসাগরের কাছে কোনো দয়া, করুণা পাননি।
(ii) কবি মধুসূদনের মতে, বিদ্যাসাগরের পদতলে আর্ত, নিপীড়িত জনরা আশ্রয় পায়।
(iii) বনেশ্বরী সর্বদাই ছায়া দান করে, শীতল বাতাস দেয়।
(iv) কবির মতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্বতের মতোই মহান।
(a) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(b) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(c) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) মিথ্যা
(d) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) সত্য
ক্রম অনুসারে সাজাও
1. (i) সেই জানে মনে, দীন যে, দীনের বন্ধু
(ii) সেই জানে কত গুণ ধরে কত মতে গিরীশ
(iii) বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে
(iv) করুণার সিন্ধু তুমি
(a) (i), (ii), (iv), (iii)
(b) (iii), (iv), (i), (ii)
(c) (ii), (i), (iii), (iv)
(d) (iv), (ii), (i), (iii)
2. (i) দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী
(ii) পরিমলে ফুল-কুল দশদিশ ভরে
(iii) হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে
(iv) দিবসে শীতল শ্বাসী ছায়া বনেশ্বরী
(a) (iii), (i), (ii), (iv)
(b) (i), (ii), (iv), (iii)
(c) (iv), (ii), (i), (iii)
(d) (ii), (i), (iii), (iv)
3. (i) জোগায় অমৃত ফল পরম আদরে
(ii) দীর্ঘ শিরঃ তরুদল দাসরূপ ধরি
(iii) পরিমলে ফুল-কুল দশদিশ ভরে
(iv) দিবসে শীতল শ্বাসী ছায়া বনেশ্বরী
(a) (ii), (i), (iii), (iv)
(b) (i), (iv), (iii), (ii)
(c) (iii), (i), (iv), (ii)
(d) (i), (ii), (iii), (iv)
4. (i) নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে
(ii) কিন্তু ভাগ্যবলে পেয়ে সে মহাপর্বতে
(iii) কি সেবা তার সে সুখসদনে
(iv) যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে
(a) (ii), (iv), (iii), (i)
(b) (i), (ii), (iv), (iii)
(c) (iv), (iii), (i), (ii)
(d) (ii), (iii), (iv), (i)
বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা-কারণ নির্বাচন করো
1. বিবৃতি: বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
কারণ: (i) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন অসীম জ্ঞানের ভাণ্ডার, তিনি বিদ্যার সাগর।
কারণ: (ii) বিদ্যাসাগর বাংলাদেশের মুখ উজ্জ্বল করে খ্যাত হয়েছেন।
(a) (i) ঠিক (ii) ভুল
(b) (i) এবং (ii) দুটোই ভুল
(c) (i) ভুল (ii) ঠিক
(d) (i) এবং (ii) দুটোই ঠিক
2. বিবৃতি: করুণার সিন্ধু তুমি সেই জানে মনে।
কারণ: (i) কবি মধুসূদন বিদ্যাসাগরের অপার করুণার স্পর্শ পেয়েছেন।
কারণ: (ii) বিদ্যাসাগর সর্বদা আর্ত মানুষের প্রতি দয়া, করুণা প্রদর্শন করেছেন।
(a) (i) ভুল (ii) ঠিক
(b) (i) এবং (ii) দুটোই ভুল
(c) (i) ঠিক (ii) ভুল
(d) (i) এবং (ii) দুটোই ঠিক
3. বিবৃতি: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর, করুণা- সিন্ধু, দীনবন্ধু বিশেষণে বিশেষায়িত করা হয়।
কারণ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কার্যাবলিই তাঁকে এই বিশেষণে বিশেষায়িত করেছে।
(a) বিবৃতি এবং কারণ উভয়ই ভুল।
(b) বিবৃতি এবং কারণ উভয়ই ঠিক।
(c) বিবৃতি ভুল, কারণ ঠিক।
(d) বিবৃতি ঠিক, কারণ ভুল।
4. বিবৃতিঃ হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।
কারণ: (i) সূর্যের আলোকে হেমাদ্রি বা তুষারপর্বত সোনার বর্ণ ধারণ করেছে।
কারণ: (ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর গুণের ঔজ্জ্বল্যে যেমন উজ্জ্বল, তেমন তিনি হলেন গৌরবর্ণে কান্তিময়।
(a) (i) এবং (ii) দুটোই ঠিক
(b) (i) এবং (ii) দুটোই ভুল
(c) (i) ভুল (ii) ঠিক
(d) (i) ঠিক (ii) ভুল
5. বিবৃতিঃ সেই জানে কত গুণ ধরে কত মতে/ গিরীশ
কারণ: (i) পর্বতের শ্রেষ্ঠ গিরীশ বা হিমালয়, তাই তাঁর গুণের গৌরব।
কারণ: (ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো গুণী মানুষ। যাঁর পদতলে সকল আর্ত, নিপীড়িত মানুষ পরম আশ্রয় পান।
(a) (i) এবং (ii) দুটোই ঠিক
(b) (i) ঠিক (ii) ভুল
(c) (i) ভুল (ii) ঠিক
(d) (i) এবং (ii) দুটোই ভুল
6. বিবৃতি: দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী
কারণ: (i) বয়ে চলা নদী বিশুদ্ধ জল দান করে
কারণ: (ii) বিমলা নাম্নী নদী জল দান করে
(a) (i) এবং (ii) দুটোই ভুল
(b) (i) এবং (ii) দুটোই ঠিক
(c) (i) ভুল (ii) ঠিক
(d) (i) ঠিক (ii) ভুল
7. বিবৃতি: পরিমলে ফুল-কুল দশদিশ ভরে
কারণ: (i) অজস্র ফুল ফুটে চারিদিক ভরে উঠেছে
কারণ: (ii) ফুলের সুগন্ধে চারিদিক ভরে উঠেছে
(a) (i) এবং (ii) দুটোই ঠিক
(b) (i) ভুল (ii) ঠিক
(c) (i) এবং (ii) দুটোই ভুল
(d) (i) ঠিক (ii) ভুল
৪. বিবৃতিঃ দিবসে শীতল শ্বাসী ছায়া বনেশ্বরী
কারণ: (i) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর্ত পীড়িত মানুষকে আশ্রয় দিয়ে মুক্ত বাতাসের প্রশান্তি দেন, তেমনই অরণ্যের মতো তাঁর ছায়ায় আশ্রয়ে আগলে রাখেন।
কারণ: (ii) বনেশ্বরী বা অরণ্য সর্বদাই ছায়া দান করে এবং শীতল বাতাস প্রবাহিত করে।
(a) (i) এবং (ii) দুটোই ঠিক
(b) (i) এবং (ii) দুটোই ভুল
(c) (i) ঠিক (ii) ভুল
(d) (i) ভুল (ii) ঠিক
আরও পড়ুন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ