ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় | MCQ 1st Semester

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়
ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

1. ইতিহাস হল-

(ক) প্রাচীন রাজা-মহারাজাদের কাহিনি

(খ) ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা

(গ) অতীতের যে কোনো গল্পকাহিনি

(ঘ) অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা।

2. ‘ইতিহাস’ শব্দটির অর্থ হল –

(ক) মানবসভ্যতার বিবর্তনের কাহিনি

(খ) যেসময় কোনো লিখিত উপাদান ছিল না

(গ) প্রাগৈতিহাসিক ও প্রায়-ঐতিহাসিক যুগের মধ্যবর্তী সময়কাল

(ঘ) ইতিহাস পরবর্তী যুগ।

3. ‘ইতিহাস’ শব্দটির ব্যুৎপত্তি হয়েছে-

(ক) ইতি+হ + আস

(খ) ইতি + √হ + অসঅ

(গ) ইতি + হাস্

(ঘ) ইতিহ + হ + √আস্।

4. প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন-

(ক) ভারতীয়রা

(খ) ইহুদিরা

(গ) রোমানরা

(ঘ) গ্রিকরা।

5. ইংরেজি History শব্দটি এসেছে ল্যাটিন শব্দ-

(ক) Histor থেকে

(খ) Historia থেকে

(গ) Historium থেকে

(ঘ) Historic থেকে।

6. Histor শব্দের অর্থ হল-

(ক) অনুসন্ধান

(খ) সংলাপ

(গ) জ্ঞান

(ঘ) কাহিনি।

7. ইংরেজি History শব্দটি এসেছে গ্রিক শব্দ-

(ক) Historia থেকে

(খ) Histor থেকে

(গ) Historium থেকে

(ঘ) Historic থেকে।

8. Historia শব্দের অর্থ হল-

(ক) সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা

(খ) মানবসভ্যতার বিবর্তনের কাহিনি

(গ) জ্ঞান অন্বেষণ করা

(ঘ) অতীতের গল্পকথা।

9. History শব্দটির উৎপত্তি হয়েছে জার্মান শব্দ-

(ক) Reich থেকে

(খ) Zallverein থেকে

(গ) Geschichte থেকে

(ঘ) Burschanschaft থেকে।

10. ‘ইতিহাসের জনক’ বলা হয়-

(ক) সক্রেটিসকে

(খ) হেরোডোটাসকে

(গ) প্লেটোকে

(ঘ) জাস্টিনকে।

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

11. হেরোডোটাসকে ‘ইতিহাসের জনক’ বলেছেন-

(ক) প্লুটার্ক

(খ) ট্রিবেনিয়ান

(গ) ট্যাসিটাস

(ঘ) সিসেরো।

12. আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়

(ক) ইবন বতুতা-কে

(খ) থুকিডিডিস-কে

(গ) লিওপোল্ড ভন র‍্যাঙ্কে-কে

(ঘ) কলহন-কে।

13. চিনদেশীয় ইতিহাসের জনক’ ছিলেন-

(ক) ইবন বতুতা

(খ) ফা সিয়েন

(গ) সি-মা-কিয়েন

(ঘ) আবু রায়হান অল বিরুনি।

14. ইতিহাস’ শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায়-

(ক) ঋকবেদ-এ

(খ) অথর্ববেদ-এ

(গ) যজুর্বেদ-এ

(ঘ) সামবেদ-এ।

15. ইতিহাস শব্দটি কিন্তু ইংরেজি হিস্ট্রি-র নিছক অনুবাদ নয়। ‘ইতিহাস’ শব্দটি সুপ্রাচীন; সম্ভবত অথর্ববেদে শব্দটি আমাদের প্রথম নজরে আসে।”-একথা বলেছেন-

(ক) ভিনসেন্ট স্মিথ

(খ) জেমস মিল

(গ) ড. রণবীর চক্রবর্তী

(ঘ) যদুনাথ সরকার।

16. ড. রণবীর চক্রবর্তী রচিত গ্রন্থটির নাম হল-

(ক) ভারত-ইতিহাসের আদিপর্ব (প্রথম খণ্ড)

(খ) ভারতের ইতিহাস

(গ) ভারতবর্ষের ইতিহাস

(ঘ) অতীতের উজ্জ্বল ভারত।

17. ইতিহাস হল দর্শনের এক শাখা।’-একথা বলেছেন-

(ক) হেরোডোটাস

(গ) ফ্রান্সিস বেকন

(খ) হেনরি পিরেন

(ঘ) ভিনসেন্ট স্মিথ।

18. “History is the Science of men in Time.”-উক্তিটি কার?

(ক) মার্ক ব্লখ

(গ) হেরোডোটাস

(খ) ই এইচ কার

(ঘ) আর্নল্ড টয়েনবি।

19. ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন।”- একথা বলেছেন

(ক) ই এইচ কার

(গ) ফ্রান্সিস বেকন

(খ) লর্ড অ্যাকটন

(ঘ) মার্ক ব্লখ।

20. ‘তথ্যের বিশ্লেষণ, ব্যাখ্যা ও মূল্যায়ন ছাড়া ইতিহাসচর্চা একেবারেই অর্থহীন। ব্যাখ্যা ও মূল্যায়নের ফলেই ‘নীরস শুষ্ক কাষ্ঠ তথ্যগুলি প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে।’-এটি কে বলেছেন?

(ক) ব্যারাক্লাফ

(খ) লর্ড অ্যাকটন

(গ) ফুকো

(ঘ) ই এইচ কার।

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

21. “ইতিহাস মূলত বর্তমানের চোখ দিয়ে এবং তারই সমস্যার ভিত্তিতে অতীতকে দেখা এবং ঐতিহাসিকের প্রকৃত কাজ হল নথিবদ্ধকরণ নয়, বরং মূল্যায়ন করা।” -এটি কার অভিমত?

(ক) ব্যারাক্লাফ

(খ) ফুকো

(গ) ই এইচ কার

(ঘ) লর্ড অ্যাকটন।

22. ‘আমরা যে ইতিহাস পড়ি তা তথ্যের ওপর প্রতিষ্ঠিত হলেও সঠিকভাবে তথ্যভিত্তিক নয়, বরং একগুচ্ছ স্বীকৃত অভিমত।’- এটি কার কথা?

(ক) ব্যারাক্লাফ

(খ) লর্ড অ্যাকটন

(গ) ই এইচ কার

(ঘ) ফুকো।

23. ইতিহাস হল এমন এক বিষয়, যা মানুষকে জ্ঞানী করে তোলে।”- উক্তিটি কে করেছেন?

(ক) র‍্যাঙ্কে

(খ) ফিনলে

(গ) বিউরি

(ঘ) ফ্রান্সিস বেকন।

24.”ইতিহাস হল বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়”- উক্তিটি করেছেন- 

(ক) হেনরি পিরেন

(খ) জে বি বিউরি

(গ) মার্ক ব্লখ

(ঘ) আর্নল্ড টয়েনবি।

25. কে বলেছেন ঐতিহাসিকের কাজ হল “একনিষ্ঠভাবে ঘটনার উপস্থাপনা”?

(ক) ই এইচ কার

(খ) অ্যাকটন

(গ) র‍্যাঙ্কে

(ঘ) বিউরি।

26. ইতিহাস মানবমুক্তির ক্রমবিকাশের কাহিনি”- একথা বলেছেন-

(ক) লর্ড অ্যাকটন

(খ) পল তুর্নাল

(গ) ই এইচ কার

(ঘ) হেরোডোটাস।

27. *আমি ঐতিহাসিক, ইতিহাসে জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি” উক্তিটি করেছেন-

(ক) আর্নল্ড টয়েনবি

(খ) হেনরি পিরেন

(গ) লর্ড অ্যাকটন

(ঘ) পল তুর্নাল।

28. মানবসমাজের সার্বিক ঘটনাবলিই হল ইতিহাস”-একথা বলেছেন-

(ক) হেনরি পিরেন

(খ) লর্ড অ্যাকটন

(গ) আর্নল্ড টয়েনবি

(ঘ) ফ্রান্সিস বেকন।

29. আজ পর্যন্ত মানবসমাজের ক্রমবিবর্তনের ইতিহাস হল শ্রেণিসংগ্রামের ইতিহাস”- উক্তিটি করেছেন—

(ক) মিলার

(খ) মার্শাল

(গ) হেগেল

(ঘ) কার্ল মার্কস।

30. বিবর্তনবাদের জনক’ ছিলেন-

(ক) ল্যামার্ক

(খ) ডারউইন

(গ) নিউটন

(ঘ) গ্যালিলিও।

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

31. মানব ইতিহাসে কোন্ যুগ সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছিল?

(ক) মধ্যযুগ

(খ) প্রাচীন যুগ

(গ) আধুনিক যুগ

(ঘ) কোনোটিই নয়।

32. প্রথম হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় আনুমানিক কত বছর আগে?

(ক) ২ লক্ষ ৩০ হাজার বছর আগে

(খ) ২০ লক্ষ বছর আগে

(গ) ১২ লক্ষ বছর আগে

(ঘ) ৮ লক্ষ বছর আগে।

33. ভারতীয় উপমহাদেশে আজ থেকে কত বছর আগে মানুষের বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায়?

(ক) ৮ হাজার বছর আগে

(খ) ৫ লক্ষ বছর আগে

(গ) ১২ হাজার বছর আগে

(ঘ) ২০ লক্ষ বছর আগে।

34. পৃথিবী উৎপত্তির সময় থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর ভূতাত্ত্বিক গঠন এবং পরিবেশ, আবহাওয়া, জীবজগৎ বিবর্তনের নানারূপ ঘটনাবলির কালক্রমিক সারণিকে আমরা কী নামে জানি?

(ক) প্রত্নতাত্ত্বিক সময়সারণি

খ) ভূতাত্ত্বিক সময়সারণি

(ঘ) আধুনিক সময়সারণি।

(গ) ঐতিহাসিক সময়সারণি

35. ভূতাত্ত্বিক সময়সারণির ভিত্তিতে কোন্ যুগ পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়?

(ক) মেসোজোয়িক যুগ

(খ) সেনোজোয়িক যুগ

(গ) আর্কিওজোয়িক যুগ

(ঘ) প্রোটেরোজোয়িক যুগ।

36. পৃথিবীতে আর্কিওজোয়িক যুগের পর কোন্ যুগ শুরু হয়?

(ক) নিওলিথিক যুগ

(খ) প্রোটেরোজোয়িক যুগ

(গ) মেসোজোয়িক যুগ

(ঘ) চ্যালকোলিথিক যুগ।

37. কবে প্রোটেরোজোয়িক যুগের সূচনা হয়?

(ক) আনুমানিক ৩৫ কোটি বছর পূর্বে

(খ) আনুমানিক ২০০ কোটি বছর পূর্বে

(গ) আনুমানিক ১৫১ কোটি বছর পূর্বে

(ঘ) আনুমানিক ৮২ কোটি বছর পূর্বে।

38. প্রোটেরোজোয়িক যুগের সমাপ্তি কবে ঘটে? (ক) আনুমানিক ২৫ কোটি বছর পূর্বে

(খ) আনুমানিক ১০৮ কোটি বছর পূর্বে

(গ) আনুমানিক ৭৬ কোটি বছর পূর্বে

(ঘ) আনুমানিক ৫০ কোটি বছর পূর্বে।

39. প্রোটেরোজোয়িক যুগের পর পৃথিবীতে কোন্ যুগ শুরু হয়?

(ক) প্যালিওজোয়িক যুগ

(খ) সেনোজোয়িক যুগ

(ক (গ) প্যালিওলিথিক যুগ

(ঘ) মেসোজোয়িক যুগ।

40. কবে প্যালিওজোয়িক যুগের সূচনা হয়?

(ক) আনুমানিক ৮৬ কোটি বছর পূর্বে

(খ) আনুমানিক ৬৫ কোটি বছর পূর্বে

গ) আনুমানিক ৫০ কোটি বছর পূর্বে

(ঘ) আনুমানিক ১৩২ কোটি বছর পূর্বে।

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

41. স্থলভাগে প্রথম প্রাণের স্পন্দন দেখা যায় কোন্ যুগে? 

(ক) সেনোজোয়িক যুগে

খ) প্যালিওজোয়িক যুগে

(গ) প্রোটেরোজোয়িক যুগে

(ঘ) মেসোলিথিক যুগে।

42. প্রাক্-ইতিহাস’ শব্দটির অর্থ কী?

(ক) প্রায়-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল

(খ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত না

(গ) যেসময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না

(ঘ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত।

43. মানুষের ইতিহাস যতদিন নথিভুক্ত বা লিখিত হয়নি, তাকে বলা হয়-

(ক) আদিম যুগ

(গ) প্রাচীন প্রস্তর যুগ

(খ) প্রাগৈতিহাসিক যুগ

(ঘ) প্রায়-ঐতিহাসিক যুগ।

44. কোন্ যুগকে ‘সভ্যতার উষাকাল বলে?

(ক) প্রায়-ঐতিহাসিক যুগ

(খ) প্রাক-ঐতিহাসিক যুগ

(গ) ঐতিহাসিক যুগ

(ঘ) ধাতুর যুগ।

45. প্রাগৈতিহাসিক যুগের সময়কাল ভূবিদ্যা সংক্রান্ত তথ্য অনুযায়ী স্থায়ী ছিল-

(ক) ছয়টি যুগ ধরে

(গ) চারটি যুগ ধরে

(খ) পাঁচটি যুগ ধরে

(ঘ) তিনটি যুগ ধরে।

46. প্রাক্-ইতিহাস যুগের সময়কাল হল-

(ক) খ্রিস্টপূর্ব ৩২৫০ থেকে ৫০০ অব্দ

(খ) খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ৬০০ অব্দ

(গ) খ্রিস্টপূর্ব ২০,০০,০০০ থেকে ৩০০০ অব্দ

(ঘ) খ্রিস্টপূর্ব ১০,০০০ থেকে ৭০০ অব্দ।

47. প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল-

(ক) লিপি

(খ) মুদ্রা

(গ) ধর্মগ্রন্থ

(ঘ) জীবাশ্ম।

48. প্রাক্-ইতিহাস পর্বের অন্তর্ভুক্ত হল-

(ক) প্রস্তর যুগ

(খ) ব্রোঞ্জ যুগ

(গ) লৌহ যুগ

(ঘ) স্বর্ণ যুগ।

49. ১৮৩৩ খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় ‘প্রাক্-ইতিহাস’ শব্দটি প্রথম ব্যবহার করেন-

(ক) পল তুর্নাল

(খ) এম সি বার্কিট

(গ) রবার্ট ব্রুস ফুট

(ঘ) লর্ড অ্যাকটন।

50. পল তুর্নাল ছিলেন-

(ক) ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ

(খ) মার্কিন প্রত্নতত্ত্ববিদ

(গ) ফরাসি প্রত্নতত্ত্ববিদ

(ঘ) কোনোটিই নন।

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

51. ইংরেজিতে ‘প্রি-হিস্ট্রি’ কথাটি প্রথম ব্যবহার করেন-

(ক) পল তুর্নাল

(খ) ড্যানিয়েল উইলসন

(গ) র‍্যাঙ্কে

(ঘ) লর্ড অ্যাকটন।

52. প্রাক্-ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন-

(ক) পল তুর্নাল

(খ) ড্যানিয়েল উইলসন

(গ) জন লুবক

(ঘ) এম সি বার্কিট।

53. Pre-Historic Times As Illustrated By Ancient Remains And The Manners And Customs Of Modern Savages’-গ্রন্থটির রচয়িতা হলেন-

(ক) জন লুবক

(গ) টিমোথি টেলর

(খ) পল তুর্নাল

(ঘ) চার্লস লয়েল।

54. অধিকাংশ পন্ডিত ‘Pre-History’ শব্দটির পরিবর্তে কোন্ কথাটি প্রবর্তনের পক্ষপাতী ?

(ক) প্রি-সিভিলাইজেশন

(গ) প্রি-সোসাইটি

(খ) প্রি-কালচার

(ঘ) প্রিলিটরেট।

55. ‘প্রাক-ইতিহাস’ শব্দটিকে একটি ‘ভ্রান্ত শব্দ’ বলে উল্লেখ করেছেন-

(ক) টিমোথি টেলর

(খ) এম সি বার্কিট

(গ) জন মার্শাল

(ঘ) আলেকজান্ডার কানিংহাম।

56. Father of Indian Pre-History নামে পরিচিত-

(ক) আলেকজান্ডার কানিংহাম

(খ) পল তুর্নাল

(গ) রবার্ট ব্রুস ফুট

(ঘ) র‍্যাঙ্কে।

57. প্রাক্-ইতিহাস বলতে ‘Anti-historique’ শব্দটি ব্যবহার করেন-

(ক) ড্যানিয়েল উইলসন

(খ) ম্যাথু আর্নল্ড

(গ) হার্বাট মার্কিউজ

(ঘ) পল তুর্নাল।

58. প্রাগৈতিহাসিক যুগকে বলা হয়-

(ক) প্রাক্-লিপি সংস্কৃতির যুগ

(খসংস্কৃতির যুগ

(গ) লিপির যুগ

(ঘ) কৃষিকাজের যুগ।

59. প্রাগৈতিহাসিক যুগে মানুষ-

(ক) কৃষিকাজ জানত

(খ) লিপির ব্যবহার জানত না

(গ) ব্যাবসাবাণিজ্য করত

(ঘ) লোহার ব্যবহার জানত।

60. গবেষকদের মতে, মিশরে প্রাগৈতিহাসিক যুগের সমাপ্তি ঘটেছিল-

(ক) ৩২০০ খ্রিস্টপূর্বাব্দে

(খ) ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে

(গ) ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে

(ঘ) ২৮০০ খ্রিস্টপূর্বাব্দে

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

61. নিউগিনিতে প্রাগৈতিহাসিক যুগের সমাপ্তি ঘটেছিল-

(ক) উনবিংশ শতক নাগাদ

(গ) সপ্তদশ-অষ্টাদশ শতকে

(খ) ষোড়শ-সপ্তদশ শতকে

(ঘ) বিংশ শতকে।

62. আদিম গুহামানবরা কোন্ যুগের মানুষ?

(ক) ঐতিহাসিক যুগ

(খ) প্রায়-ঐতিহাসিক যুগ

(গ) আধুনিক যুগ

(ঘ) প্রাগৈতিহাসিক যুগ।

63. পৃথিবীতে হোমো স্যাপিয়েন্স (Homo Sapiens) বা প্রথম আধুনিক মানবের উদ্ভব ঘটে কোন্ যুগে?

(ক) প্রাগৈতিহাসিক যুগে

(খ) প্রাক্-আধুনিক যুগে

(গ) উত্তর-আধুনিক যুগে

(ঘ) আধুনিক যুগে।

64. প্রাগৈতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হল-

(ক) পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা

(খ) ব্রোঞ্জের তৈরি ছুরি, কুঠার ও বর্শা

(গ) কাঠের তৈরি ছুরি, কুঠার ও বর্শা

(ঘ) লোহার তৈরি ছুরি, কুঠার ও বর্শা।

65. কীসের ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করা হয়?

(ক) মানুষের জীবনযাত্রার ভিত্তিতে

(খ) পাথরের হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে

(গ) কালপর্বের ভিত্তিতে

(ঘ) বাসস্থান নির্মাণ-এর ভিত্তিতে।

66. প্যালিওলিথিক (Palaeolithic) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

(ক) জন মার্শাল

(খ) জন লুবক

(গ) এম সি বার্কিট

(ঘ) পল তুর্নাল।

67. গ্রিক শব্দ ‘প্যালিও’ কথার অর্থ কী?

(ক) প্রাচীন বা পুরোনো

(খ) প্রস্তর

(গ) পাথরের যুগ

(ঘ) মধ্যযুগ।

68. ‘লিথোস কথার অর্থ হল-

(ক) প্রাচীন

(খ) প্রস্তর

(গ) লিপি

(ঘ) শিলাখন্ড

69. Palaeolithic শব্দটির দ্বারা বোঝানো হয়-

(ক) তাম্র-প্রস্তর যুগকে

(খ) নব্য প্রস্তর যুগকে

(গ) প্রাক্-ঐতিহাসিক যুগকে

(ঘ) আদি বা প্রাচীন প্রস্তর যুগকে।

70. মানুষ প্রথমে ব্যবহার করত-

(ক) তামার হাতিয়ার

(খ) লোহার হাতিয়ার

(গ) পাথরের হাতিয়ার

(ঘ) ব্রোঞ্জের হাতিয়ার।

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

71. প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত?

(ক) আনুমানিক ২০,০০,০০০-১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ

(খ) আনুমানিক ৫০,০০০-২০,০০০ খ্রিস্টপূর্বাব্দ

(গ) আনুমানিক ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ

(ঘ) আনুমানিক ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ।

72. প্রাচীন প্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত?

(ক) হলোসিন

(খ) প্লেইস্টোসিন

(গ) তাম্র-ব্রোঞ্জ যুগ

(ঘ) লৌহ যুগ।

73. প্লেইস্টোসিন যুগ কোন্ ভূতাত্ত্বিক পর্যায়ের অন্তর্গত?

(ক) সেনোজোয়িক

(খ) আর্কিয়ান

(গ) প্রোটেরোজোয়িক

(ঘ) ক্যামব্রিয়ান।

74. ‘প্লেইস্টোসিন শব্দটি এসেছে-

(ক) গ্রিক শব্দ থেকে

(খ) ল্যাটিন শব্দ থেকে

(গ) ব্রিটিশ শব্দ থেকে

(ঘ) সংস্কৃত শব্দ থেকে।

75. ‘প্লেইস্টোসিন’ কথাটির অর্থ হল-

(ক) তুষার যুগ

(খ) অতি সাম্প্রতিক

(গ) প্রস্তর যুগ

(ঘ) ধাতুর যুগ।

76. প্লেইস্টোসিন যুগের সূচনা হয় আজ থেকে আনুমানিক-

(ক) ৫ লক্ষ বছর আগে

(খ) ১০ লক্ষ বছর আগে

(গ) ২০ লক্ষ বছর আগে

(ঘ) ৩০ লক্ষ বছর আগে।

77. প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ট্য হল-

(ক) লোহার আবিষ্কার

(খ) আধুনিক মানুষের আবির্ভাব

(গ) কৃষিকাজের প্রচলন

(ঘ) আগুনের আবিষ্কার।

78. সমগ্র প্লেইস্টোসিন যুগ ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে যে-সমস্ত প্রাগৈতিহাসিক নিদর্শন মিলেছে, সেগুলি হল-

(ক) প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি

(খ) মধ্য প্রস্তর যুগের সংস্কৃতি

(গ) নব্য প্রস্তর যুগের সংস্কৃতি

(ঘ) তাম্র-প্রস্তর যুগের সংস্কৃতি।

79. প্লেইস্টোসিন যুগের অবসান হয়েছে প্রায়-

(ক) ১১ হাজার বছর পূর্বে

(খ) ৫০ হাজার বছর পূর্বে

(গ) ১ লক্ষ বছর পূর্বে

(ঘ) ২ লক্ষ বছর পূর্বে।

80. তুষার যুগ’ নামে পরিচিত-

(ক) প্লেইস্টোসিন যুগ

(খ) হলোসিন যুগ

(গ) ওলিগোসিন যুগ

(ঘ) মেসোজোয়িক যুগ।

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

81. প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল?

(ক) চেন্নাইয়ের কাছে অবস্থিত পল্লভরম-এ

(খ) তামিলনাড়ুর কাছে অবস্থিত মাদুরাই-এ

(গ) বানওয়ালিতে

(ঘ) চানহুদাড়োতে।

82. প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম কী?

(ক) বর্শা

(খ) হাত-কুঠার

(গ) তিরধনুক

(ঘ) চেরা কুঠার।

83. কোয়ার্টজাইট যুগ নামে কোন্ যুগ পরিচিত?

(ক) মধ্য প্রস্তর যুগ

(খ) তাম্র-প্রস্তর যুগ

(গ) নব্য প্রস্তর যুগ

(ঘ) প্রাচীন প্রস্তর যুগ

84. হোমো ইরেকটাস মানবপ্রজাতির অস্তিত্ব ছিল-

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) মধ্য প্রস্তর যুগে

(গ) নব্য প্রস্তর যুগে

(ঘ) আধুনিক যুগে

85. সোয়ান সংস্কৃতি ও মাদ্রাজ সংস্কৃতি কোন্ যুগের অন্তর্গত?

(ক) প্রাচীন প্রস্তর যুগ

(গ) নব্য প্রস্তর যুগ

(খ) মধ্য প্রস্তর যুগ

(ঘ) কোনোটিই নয়।

86. বর্তমান পাকিস্তানের কোন্ স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে?

(ক) ভীমবেটকা

(খ) সোয়ান উপত্যকা

(গ) কুর্মুল

(ঘ) নর্মদা উপত্যকা।

87. রাজস্থানের কোন্ স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে?

(ক) হুন্সগি

(খ) আত্তিরমপক্কম

(গ) পৈসরা

(ঘ) দিদওয়ানা।

৪৪. অন্ধ্রপ্রদেশের কোন্ স্থানে প্রাচীন প্রস্তর সংস্কৃতির অস্তিত্ব দেখা যায়?

(ক) আদমগড়

(খ) কুর্নুল

(গ) ভীমবেটকা

(ঘ) ইনামগাঁও।

89. নিম্নলিখিত কোন্ স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে?

(ক) নর্মদা উপত্যকা

(গ) হরপ্পা

(খ) গণেরিওয়ালা

(ঘ) লোথাল।

90. কোন্ যুগে ফ্লেক জাতীয় অস্ত্রের ব্যবহার দেখা যায়?

(ক) লৌহ যুগে

(খ) ব্রোঞ্জ যুগে

(গ) নব্য-প্রাচীন প্রস্তর যুগে

(ঘ) মধ্য-প্রাচীন প্রস্তর যুগে।

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

 91. প্রাচীন প্রস্তর যুগে কোন্ জাতিগোষ্ঠীর মানুষের প্রাধান্য দেখা যায়?

(ক) ককেশীয় জাতিগোষ্ঠী

(খ) মোঙ্গল জাতিগোষ্ঠী

(গ) নর্ডিক জাতিগোষ্ঠী

(ঘ) নিগ্রো জাতিগোষ্ঠী।

93. মধ্য প্রস্তর (Mesolithic) শব্দটি কোথা থেকে এসেছে?

(ক) মেসো এবং লিথিক

(খ) মেসোস এবং লিথোস

(গ) মেস এবং লিথ

(ঘ) মস্ এবং লিথিক।

94. ‘মেসোলিথিক’ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?

(ক) ড্যানিয়েল উইলসন

(খ) জন মার্শাল

(গ) হোডার ওয়েস্ট্রপ

(ঘ) পল তুর্নাল।

95. হোডার ওয়েস্ট্রপ কত সাল নাগাদ মেসোলিথিক শব্দটির প্রথম ব্যবহার করেন?

(ক) ১৮৯৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮২০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে।

96. মেসোস কথার অর্থ হল-

(ক) মধ্য বা মাঝারি 

(খ) মধ্যবর্তী

(গ) মধ্য প্রস্তর

(ঘ) মধ্যস্থতা।

97. মধ্য প্রস্তর যুগের সূচনা হয় আনুমানিক-

(ক) ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দে

(খ) ১৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে

(গ) ২০,০০০ খ্রিস্টপূর্বাব্দে

(ঘ) ২৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে।

98. মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল- 

(ক) আগুন আবিষ্কার

(খ) লোহা আবিষ্কার

(গ) তামা আবিষ্কার

(ঘ) কৃষি পদ্ধতির আবিষ্কার।

99. ‘মাইক্রোলিথ’ (Microlith) কথাটির দ্বারা বোঝানো হয়-

(ক) অমসৃণ ও ভোঁতা অস্ত্র

(খ) গাছের পাতলা ছাল

(গ) ধাতুনির্মিত তীক্ষ্ণ অস্ত্র

(ঘ) পাথরের তৈরি ছোটো ছোটো অথচ কার্যকরী অস্ত্র।

100. মানুষ প্রথম পশুপালন করতে শেখে কোন্ যুগে?

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) মধ্য প্রস্তর যুগে

(গ) নব্য প্রস্তর যুগে

(ঘ) লৌহ যুগে।

ইতিহাস পাঠ MCQ একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়

101. আদমগড় ও ভীমবেটকা গুহার চিত্রগুলি-

(ক) প্রাচীন প্রস্তর যুগের

(খ) মধ্য প্রস্তর যুগের

(ঘ) তাম্র-প্রস্তর যুগের।

(গ) নব্য প্রস্তর যুগের

102. আদিম মানুষ স্লেজগাড়ির ব্যবহার শুরু করে-

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) মধ্য প্রস্তর যুগে

(গ) নব্য প্রস্তর যুগে

(ঘ) তাম্র-প্রস্তর যুগে।

103. ভারতীয় উপমহাদেশের কোন্ জায়গায় হাড়ের তৈরি অলংকার পাওয়া গিয়েছে?

(ক) দিদওয়ানায়

(খ) বুরজাহোমে

(গ) ভীমবেটকায়

(ঘ) মহাদহা-তে।

104. আদিম মানুষ প্রথম নৌকা তৈরি করে-

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) নব্য প্রস্তর যুগে

(গ) মধ্য প্রস্তর যুগে

(ঘ) তাম্র-প্রস্তর যুগে।

105. মধ্য প্রস্তর যুগের অবসান হয় আনুমানিক-

(ক) ৮,০০০ খ্রিস্টপূর্বাব্দে

(খ) ১৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে

(গ) ২০,০০০ খ্রিস্টপূর্বাব্দে

(ঘ) ২৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে।

106. মধ্য প্রস্তর যুগ কোন্ যুগের অন্তর্গত?

(ক) প্লেইস্টোসিন

(খ) হলোসিন

(গ) প্লায়োসিন

(ঘ) মায়োসিন।

107. হারপুন, বড়শি, চাঁছনি-এই সকল হাতিয়ারগুলি কোন্ যুগে ব্যবহৃত হত?

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) মধ্য প্রস্তর যুগে

(গ) নব্য প্রস্তর যুগে

(ঘ) আধুনিক যুগে।

108. পাথরের পাশাপাশি মধ্য প্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল মূলত-

(ক) কাঠ দিয়ে তৈরি

(খ) পশুর হাড়, দাঁত ও শিং দিয়ে তৈরি

(গ) তামা দিয়ে তৈরি

(ঘ) টিন দিয়ে তৈরি।

109. মধ্য প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল-

(ক) পশুশিকার, মাছধরা ও গাছের ফলমূল সংগ্রহ করা

(খ) কৃষিকাজ, মাছধরা ও ব্যাবসাবাণিজ্য করা

(গ) কেবলমাত্র হাতিয়ার তৈরি করা

(ঘ) কেবলমাত্র পশুপাখি শিকার করা।

110. কোন্ যুগে মানুষ সর্বপ্রথম গাছের ডালের সঙ্গে সূঁচালো পাথরের খন্ড বেঁধে হাতিয়ার তৈরি করে?

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) নব্য প্রস্তর যুগে

(গ) মধ্য প্রস্তর যুগে

(ঘ) তাম্র যুগে।

111. সরাই নহর রাই ও মহাদহা নামক সাংস্কৃতিক কেন্দ্রগুলি কোন্ যুগের?

(ক) প্রাচীন প্রস্তর যুগের

(খ) মধ্য প্রস্তর যুগের

(গ) নব্য প্রস্তর যুগের

(ঘ) আধুনিক যুগের।

112. মধ্য প্রস্তর যুগের সর্বপ্রথম গৃহপালিত পশু ছিল-

(ক) কুকুর 

খ) গোরু

(গ) ভেড়া

(ঘ) হাতি।

113. নিওলিথিক’ (Neolithic) বা ‘নব্য প্রস্তর যুগ’ কথাটি এসেছে-

(ক) নিও ও লিথিক থেকে

(খ) নিওস ও লিথোস থেকে

(গ) নিক ও লিথ থেকে

(ঘ) নিউ ও লিও থেকে।

114. গ্রিক শব্দ ‘নিওস’-এর অর্থ হল- 

ক) পুরানো

(খ) নিত্য

(গ) নতুন

(ঘ) নয়।

115. ভারতে নব্য প্রস্তর যুগের সূচনা হয় আনুমানিক-

(ক) ২০০০ খ্রিস্টপূর্বাব্দে

(খ) ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে

(গ) ৪০০০ খ্রিস্টপূর্বাব্দে

(ঘ) ৮০০০ খ্রিস্টপূর্বাব্দে।

116. নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল-

(ক) আগুনের আবিষ্কার

(খ) লোহার ব্যবহার

(গ) তামার ব্যবহার

(ঘ) কৃষি পদ্ধতির ব্যবহার।

117. প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন্ শস্যের চাষ হয়?

(ক) ধান

(খ) গম

(গ) যব

(ঘ) তুলো।

118. মানুষ প্রথম লাঙলের ব্যবহার শুরু করে-

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) মধ্য প্রস্তর যুগে

(গ) নব্য প্রস্তর যুগে

(ঘ) তাম্র-প্রস্তর যুগে।

119. কৃষি পদ্ধতির ব্যবহারের মাধ্যমে প্রথম শস্য উৎপাদন শুরু হয়-

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) মধ্য প্রস্তর যুগে

(গ) নব্য প্রস্তর যুগে

(ঘ) তাম্র-প্রস্তর যুগে।

120. নব্য প্রস্তর যুগে ফসল কাটার জন্য তৈরি হয়-

(ক) বাটালি

(খ) ছুরি

(গ) কাস্তে

(ঘ) হারভেস্টার।

121. মানুষ কোন্ যুগে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়?

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) মধ্য প্রস্তর যুগে

(গ) নব্য প্রস্তর যুগে

(ঘ) বৈদিক যুগে।

122. নব্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল-

(ক) পশুশিকার

(খ) কৃষি

(গ) ফলমূল সংগ্রহ

(ঘ) ব্যাবসাবাণিজ্য।

123. নব্য প্রস্তর যুগের পাথরের সমাধিগুলি পরিচিত-

(ক) ডোলমেন নামে

(খ) মেমফিস নামে

(গ) টোটেম নামে

(ঘ) মেনকুর নামে।

124. নব্য প্রস্তর যুগের বিপ্লব’ কথাটি প্রথম উদ্ভাবন করেন-

(ক) বিউরি

(খ) গর্ডন চাইল্ড

(গ) উইলিয়ম জোনস

(ঘ) ড্যানিয়েল উইলসন।

125. গর্ডন চাইল্ড তাঁর কোন্ গ্রন্থে নব্য প্রস্তর যুগের খাদ্যসংগ্রহের পর্ব থেকে খাদ্য উৎপাদনের ঘটনাকে ‘নব্য প্রস্তর যুগের বিপ্লব’ বলেছেন?

(ক) দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া (The Wonder that was India)

(খ) ম্যান মেকস হিমসেলফ (Man Makes Himself)

(গ) এনসিয়েন্ট ইন্ডিয়া (Ancient India)

(ঘ) দি ইন্ডাস সিভিলাইজেশন (The Indus Civilization)।

126. ভারতে নব্য প্রস্তর সংস্কৃতির প্রাচীনতম ও শ্রেষ্ঠ উদাহরণ হল-

(ক) হরপ্পা সংস্কৃতি

(খ) মেহেরগড় সংস্কৃতি

(গ) বৈদিক সংস্কৃতি

(ঘ) গুপ্ত সংস্কৃতি।

127. কোন্ যুগে মানুষ পশুর চামড়া ও লোম দিয়ে সর্বপ্রথম পোশাক ব্যবহার করতে শেখে?

(ক) প্রাচীন প্রস্তর যুগে

(খ) মধ্য প্রস্তর যুগে

(গ) নব্য প্রস্তর যুগে

(ঘ) কোনোটিই নয়।

128. প্রথম বয়নশিল্পের সূত্রপাত ঘটেছিল-

(ক) মধ্য প্রস্তর যুগে

(খ) নব্য প্রস্তর যুগে

(গ) তাম্র-প্রস্তর যুগে

(ঘ) তাম্র-ব্রোঞ্জ যুগে।

129. কোন্ স্থানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের নিদর্শনসমূহ পাওয়া গিয়েছে? 

(ক) দাইমাবাদ

(খ) অহর

(গ) কালিবঙ্গান

(ঘ) রোপার।

130. নব্য প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম ধাতু হল-

(ক) তামা

(খ) দস্তা

(গ) টিন

(ঘ) ব্রোঞ্জ।

131. ভারতীয় উপমহাদেশে কবে সর্বপ্রথম ধান চাষ শুরু হয়?

(ক) আনুমানিক ৫ হাজার বছর পূর্বে

(খ) আনুমানিক ২৫ হাজার বছর পূর্বে

(গ) আনুমানিক ৮৫ হাজার বছর পূর্বে

(ঘ) আনুমানিক ৬০ হাজার বছর পূর্বে।

132. কে প্রথম মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন?

(ক) এল এস বি লিকি

(খ) জা ফ্রাঁসোয়া জারিজ

(গ) জন মার্শাল

(ঘ) দয়ারাম সাহানি।

133. মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

(ক) ১৯২৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯৮ খ্রিস্টাব্দে।

134. মেহেরগড় সভ্যতায় যে প্রাচীনতম কৃষিযন্ত্রটি আবিষ্কৃত হয়েছিল, তা হল-

(ক) লোহার কোদাল

(খ) তামার কুঠার

(গ) বিটুমেন পাথরের কাস্তে

(ঘ) ব্রোঞ্জের লাঙলের ফলা।

135. মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে কোন্ কৃষিজ ফসল চাষের নিদর্শন পাওয়া গিয়েছিল?

(ক) ধান

(খ) গম

(গ) যব

(ঘ) কার্পাস তুলো।

136. ভারতীয় উপমহাদেশের কোথায় প্রথম কৃষিকার্যের প্রমাণ পাওয়া গেছে?

(ক) কালিবঙ্গান-এ

(খ) হরপ্পায়

(গ) মহেনজোদাড়ো-তে

(ঘ) মেহেরগড়-এ।

137. কৃষিক্ষেত্রে জলসেচ ব্যবস্থার প্রচলন ভারতে প্রথম কোন্ সভ্যতায় দেখা যায়?

(ক) মেহেরগড় সভ্যতায়

(খ) হরপ্পা সভ্যতায়

(গ) বৈদিক সভ্যতায়

(ঘ) কায়থা সভ্যতায়।

138. প্রাক্-ঐতিহাসিক যুগের পরবর্তী যুগ হল- 

(ক) প্রায়-ঐতিহাসিক যুগ

(খ) ঐতিহাসিক যুগ

(গ) ধাতুর যুগ

(ঘ) কোনোটিই নয়।

139. প্রায়-ইতিহাস (Proto-History) বলতে বোঝায়-

(ক) যে যুগে মানুষ লোহার ব্যবহার করত

(খ) যে যুগে মানুষ আগুন জ্বালাতে শেখেনি

(গ) যে যুগে সভ্যতা-সংস্কৃতির লিখিত রূপের পাঠোদ্ধার সম্ভব হয়নি

(ঘ) যে যুগে সভ্যতার লিখিত রূপের পাঠোদ্ধার করা গেছে।

140. প্রায়-ইতিহাস’ শব্দটির অর্থ হল-

(ক) ইতিহাসের আগের যুগ

(খ) ইতিহাসের পরের যুগ

(গ) প্রাক্-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল

(ঘ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত না।

141. প্রায়-ঐতিহাসিক (Proto-Historic) যুগের ধারণা আমাদের সর্বপ্রথম দেন-

(ক) ডেভিড বুনো

(খ) ক্রিস্টোফার হকার

(গ) উইলার্ড ফ্রাঙ্ক লিবি

(ঘ) মার্ক ব্লখ।

142. প্রায়-ইতিহাস সংস্কৃতির নিদর্শন হল-

(ক) সিধু লিপি

(খ) সুমেরের কিউনিফর্ম লিপি

(গ) মিশরের হায়রোগ্লিফিক লিপি

(ঘ) ভারতীয় উপমহাদেশের খরোষ্ঠী লিপি।

143. ভারতে প্রায়-ইতিহাস যুগের সূচনা হয়-

(ক) পাথরের ব্যবহারের সময় থেকে

(খ) তাম্র-ব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনাকাল পর্যন্ত

(গ) ব্রোঞ্জ যুগের সূচনা থেকে

(ঘ) লৌহ যুগের শেষ থেকে।

144. নীচের কে হরপ্পায় প্রাপ্ত বিশাল শস্যাগারটিকে বর্তমান কালের রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন?

(ক) দয়ারাম সাহানি

(খ) ম্যাসন

(গ) এ এল ব্যাসাম

(ঘ) এলউইন সাইম।

145. ‘মহেনজোদাড়ো’ শব্দটির অর্থ হল –

(ক) মৃতের স্তূপ

(খ) পশুপতি

(গ) নতুন শহর

(ঘ) পুরোহিত শাসক।

146. “প্রায়-ইতিহাস হল ইতিহাসের সেই পর্ব বা সময়কাল, যেখানে ইতিহাসের অস্তিত্বের সবেমাত্র অঙ্কুরোদ্গম হয়েছে”-উক্তিটি করেছেন-

(ক) ই এইচ কার

(খ) টিমোথি টেলর

(গ) ড্যানিয়েল উইলসন

(ঘ) হেনরি পিরেন।

147. দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর আসে-

(ক) লৌহ যুগ

(খ) তাম্র যুগ

(গ) ব্রোঞ্জ যুগ

(ঘ) তাম্র-ব্রোঞ্জ যুগ।

149. প্রায়-ঐতিহাসিক যুগের সময়কাল ছিল-

(ক) ৩০০০ – ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ

(খ) ৩০০০ – ২০০০ খ্রিস্টপূর্বাব্দ

(গ) ২৫০০-১০০০ খ্রিস্টপূর্বাব্দ

(ঘ) কোনোটিই নয়।

150. ঐতিহাসিকরা প্রায়-ঐতিহাসিক যুগকে কটি পর্বে ভাগ করেছেন?

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ৫টি।

151. প্রায়-ঐতিহাসিক যুগের দুটি পর্ব হল-

(ক) লৌহ পর্ব ও ব্রোঞ্জ পর্ব

(খ) তাম্র পর্ব ও ব্রোঞ্জ পর্ব

(গ) তাম্র-প্রস্তর পর্ব ও লৌহ পর্ব

(ঘ) প্রস্তর পর্ব ও স্বর্ণ পর্ব।

152. প্রায় ঐতিহাসিক যুগে ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত চিত্রলিপির সংখ্যা কত?

(ক) ২৫০টি

(খ) ২৭০টি

(গ) ৩০০টি

(ঘ) ৩২০টি।

153. কে সিন্ধু লিপি পাঠোদ্ধারের চেষ্টা করেছিলেন কিন্তু সক্ষম হননি?

(ক) গর্ডন চাইল্ড

(খ) ফাদার হেরাস

(গ) টিমোথি টেলর

(ঘ) ব্রায়ান ফ্যাগান।

154. ইউরোপীয় ও এশীয় ঐতিহাসিকরা কেল্ট, হুন, ম্যাগিয়ার, স্লাভ সভ্যতাকে কোন্ পর্বের অন্তর্ভুক্ত করেছেন?

(ক) প্রায়-ইতিহাস পর্ব

(গ) ইতিহাস পর্ব

(খ) প্রাক্-ইতিহাস পর্ব

(ঘ) আদি তাম্রাশ্মীয় পর্ব।

155. কোনো সভ্যতাকে প্রায়-ঐতিহাসিক পর্বে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোন্টি প্রধান বিচার্য বিষয় হয়ে ওঠে?

(ক) ভাষাজ্ঞান

(খ) লিপিজ্ঞান

(গ) কৃষিজ্ঞান

(ঘ) অস্ত্রশস্ত্র সম্বন্ধীয় জ্ঞান।

156. বেদ, ব্রাহ্মণ ও উপনিষদসমূহের যুগ’ ভারত ইতিহাসের প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের মাঝামাঝি একটি যুগ (“The period of the Vedas, Brahmanas and Upanishadas, is a sort of transformation from Pre-History to History”)- একথা বলেছেন-

(ক) এ এল ব্যাসাম

(খ) রেমন্ড অলচিন

(গ) শিরিন রত্নাগর

(ঘ) জন মার্শাল।

157. প্রোটো-হিস্ট্রি হল মানবজাতির অগ্রগতির একটি স্তর’-একথা মনে করেন-

(ক) ব্রিটিশ ঐতিহাসিকরা

(খ) মার্কিন ঐতিহাসিকরা

(গ) ফরাসি ঐতিহাসিকরা

(ঘ) জার্মান ঐতিহাসিকরা।

158. কারা প্রথম কোরিয়া, জাগোই ও মিসিসিপিয়ান-দের কাহিনি লিপিবদ্ধ করেছিলেন?

(ক) ইউরোপের অভিযাত্রীরা

(খ) আফ্রিকার অভিযাত্রীরা

(গ) এশিয়ার অভিযাত্রীরা

(ঘ) এদের মধ্যে কেউ নয়।

159. কার লেখা থেকে আমরা আরব উপদ্বীপ সম্পর্কে জানতে পারি?

(ক) মহম্মদ আবদুল নঈম

(খ) ব্রায়ান ফ্যাগান

(গ) এ এল ব্যাসাম

(ঘ) ড্যানিয়েল উইলসন।

160. প্রাগৈতিহাসিক ও প্রায়-ঐতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণভাবে কীসের উপর নির্ভরশীল?

(ক) সাহিত্যিক উপাদানের উপর

(খ) ভাষাজ্ঞানের উপর

(গ) লিপির পাঠোদ্ধারের উপর

(ঘ) প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর।

161. নব্য প্রস্তর যুগের পর শুরু হয়-

(ক) তাম্র-প্রস্তর যুগ

(খ) ব্রোঞ্জ যুগ

(গ) প্রস্তর যুগ

(ঘ) লৌহ যুগ।

162. তাম্র-প্রস্তর যুগ কোন্ যুগের অন্তর্গত?

(গ) ওলিগোসিন

163. তাম্র-প্রস্তর যুগের সময়কাল হল-

(ক) ৬০০০ ২০০০ খ্রিস্টপূর্বাব্দ

(খ) ৫০০০ – ১২০০ খ্রিস্টপূর্বাব্দ

(গ) ৪০০০ ২০০০ খ্রিস্টপূর্বাব্দ

(ঘ) ২০০০ – ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ।

164. খ্রিস্টপূর্ব ৫০০০-১২০০ অব্দ পর্যন্ত সময়কালকে তামার ব্যবহারের উপর ভিত্তি করে কোন্ ঐতিহাসিক তাম্র-প্রস্তর যুগ বলে অভিহিত করেছেন?

(ক) ব্রায়ান ফ্যাগান

(গ) অলচিন দম্পতি

(খ) ভিনসেন্ট স্মিথ

(ঘ) ড্যানিয়েল উইলসন।

165. তাম্র-প্রস্তর যুগের অপর নাম কী?

(ক) তাম্র যুগ

(খ) প্রস্তর যুগ

(গ) তাম্রাশ্মীয় সংস্কৃতি

(ঘ) প্রায়-ঐতিহাসিক সংস্কৃতি।

166. নিম্নলিখিত কোল্টি তাম্র-প্রস্তর যুগের সভ্যতা?

(ক) সুমেরীয় সভ্যতা

(খ) সিধু বা হরপ্পা সভ্যতা

(গ) মেহেরগড় সভ্যতা

(ঘ) বৈদিক সভ্যতা।

167. রাজস্থানের কোথায় তাম্র-প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে?

(ক) গণেশ্বর, কালিবঙ্গান

(খ) ভীমবেটকা, আদমগড়

(গ) গুফকুল, বুরজাহোম

(ঘ) কোনোটিই নয়।

168. মহারাষ্ট্রের কোন্ স্থানে তাম্র-প্রস্তর সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে?

(ক) দিদওয়ানা

(খ) চিরন্দ

(গ) জোরওয়ে

(ঘ) মেহেরগড়।

169. পাকিস্তানের কোথায় তাম্র-প্রস্তর সংস্কৃতির নিদর্শন মেলে?

(ক) আমরি

(খ) আনজিরা

(গ) গুমলা

(ঘ) কোটদিজি।

আরও পড়ুন – ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো

Leave a Comment