রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
1. রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হল –
(ক) ইতালি
(খ) প্রাচীন গ্রিস
(গ) রোম
(ঘ) ফ্রান্স।
2. সমাজের সর্বোচ্চ সংগঠন হল
(ক) রাষ্ট্র
(খ) পরিবার
(গ) গোষ্ঠী
(ঘ) সমাজ।
3. রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন্ চিন্তাবিদ ব্যবহার করেন?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) সিসেরো
(ঘ) নিকোলো ম্যাকিয়াভেলি।
4. কোন্ গ্রন্থে ম্যাকিয়াভেলি ‘রাষ্ট্র’ শব্দটি ব্যবহার করেন?
(ক) দ্য প্রিন্স
(খ) আর্ট অফ ওয়ার
(গ) ডিসর্কোসেস অন লেভি
(ঘ) পলিটিকস।
5. ‘দ্য প্রিন্স’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
(ক) ১৫০০ খ্রিস্টাব্দে
(খ) ১৫১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৫২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৪০ খ্রিস্টাব্দে।
6. ‘রাষ্ট্র’ শব্দটির উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে?
(ক) পলি
(খ) পলিস
(গ) গিল্ড
(ঘ) ক্ল্যান।
7. পলিস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) লাতিন
(খ) ইংরেজি
(গ) গ্রিক
(ঘ) ফরাসি।
8. পলিস’ কী?
(ক) রাষ্ট্র
(খ) নগররাষ্ট্র
(গ) সমাজ
(ঘ) গোষ্ঠী।
9. ‘সিভিটাস’ শব্দটি কোন্ দেশের দার্শনিকরা প্রথম ব্যবহার করেন?
(ক) গ্রিস
(খ) ইতালি
(গ) ইংল্যান্ড
(ঘ) রোম।
10. সিভিটাস’ (Civitas) কী?
(ক) বৃহৎ রাষ্ট্র
(খ) ক্ষুদ্র রাষ্ট্র
(গ) ক্ষুদ্র নগররাষ্ট্র
(ঘ) সংবিধান।
রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
11. জার্মান শব্দ ‘ল্যান্ডটাগ’ (Landtag) শব্দটি কোন্ ধারণাকে ব্যক্ত করে?
(ক) নগররাষ্ট্র
(খ) ভূখণ্ড সংবলিত রাষ্ট্র
(গ) আধুনিক রাষ্ট
(ঘ) জনগণ সংবলিত রাষ্ট্র।
12. ইংরেজি ‘State’ শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে?
(ক) স্ট্যাটাস (Status)
(খ) স্ট্যাটো (Stato)
(গ) এস্টেট
(ঘ) স্ট্যাটিও।
13. স্ট্যাটাস (Status) শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ইংরেজ
(খ) ফরাসি
(গ) লাতিন
(ঘ) গ্রিক।
14. কোন্ লাতিন শব্দ থেকে ‘স্ট্যাটাস’ শব্দটি এসেছে?
(ক) স্টেট (State)
(খ) স্ট্যাটো
(গ) স্ট্যাটিও
(ঘ) এস্টেট।
15. বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন?
(ক) গ্রিকরা
(গ) টিউটনরা
(খ) রোমানরা
(ঘ) ফরাসিরা।
16. ‘স্ট্যাটাস’ শব্দটি সর্বপ্রথম কোন্ উদ্দেশ্যে ব্যবহার করা হয়?
(ক) বৃহৎ রাষ্ট্রের ধারণা ব্যক্ত করার উদ্দেশ্যে
(খ) স্থায়ী ভূখণ্ডকে বোঝানোর উদ্দেশ্যে
(গ) ভূসম্পত্তিকে বোঝানোর উদ্দেশ্যে
(ঘ) নগররাষ্ট্রকে ব্যক্ত করার উদ্দেশ্যে।
17. ‘আমিই রাষ্ট্র’ কথাটি কে ব্যবহার করেন?
(ক) প্রথম লুই
(খ) দ্বাদশ লুই
(গ) চতুর্দশ লুই
(ঘ) সপ্তদশ লুই।
18. রাজার সমার্থক শব্দ হিসেবে ‘রাষ্ট্র’ কথাটি কোন রাষ্ট্রবিদ ব্যবহার করেন?
(ক) চতুর্দশ লুই
(খ) ম্যাকিয়াভেলি
(গ) প্লেটো
(ঘ) বেকন।
19. অ্যারিস্টলের মতে রাষ্ট্র হল –
(ক) মানবিক প্রতিষ্ঠান
(খ) সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান
(গ) জৈবিক প্রতিষ্ঠান
(ঘ) সংঘবদ্ধ প্রতিষ্ঠান।
20. অ্যারিস্টলের মতে, রাষ্ট্রের উদ্ভব হয়েছে-
(ক) বিবর্তনের মাধ্যমে
(খ) চুক্তির মাধ্যমে
(গ) বলপ্রয়োগের মাধ্যমে
(ঘ) ধর্মের মাধ্যমে।
রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
21. “রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি”- উক্তিটি কার?
(ক) ডেভিড ইস্টন
(গ) অ্যারিস্টট্ল
(খ) সিসেরো
(ঘ) বোদা।
22 “রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত, নির্দিষ্ট ভূখন্ডের অধিকারী এক জনসমষ্টি” কে বলেছেন?
(ক) ম্যাকাইভার
(খ) সিসেরো
(গ) পলিবিয়াস
(ঘ) উড্রো উইলসন।
23. ব্লুন্টসল্লির মতে রাষ্ট্র হল –
(ক) মানবসমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল
(খ) নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ
(গ) জীবন্ত ব্যক্তিত্ব
(ঘ) মর্ত্যে ঈশ্বরের পদক্ষেপ।
24. “রাষ্ট্র মানবসমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল”- কে বলেছেন?
(ক) ম্যাকাইভার
(খ) অ্যারিস্টটল
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) বার্জেস।
25. কোন্ রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম রাষ্ট্রের আইনানুগ সংজ্ঞা প্রদান করেন?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) বোদা
(ঘ) উড্রো উইলসন।
26. বোদা কোন্ দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন?
(ক) গ্রিস
(খ) ফ্রান্স
(গ) ব্রিটেন
(ঘ) জার্মানি।
27. রাষ্ট্র সম্পর্কিত একজন আদর্শবাদী তাত্ত্বিক হলেন-
(ক) জাঁ বোদাঁ
(খ) ডেভিড ইস্টন
(গ) লেনিন
(ঘ) হেগেল।
28. “রাষ্ট্র হল মর্ত্যে ঈশ্বরের পদচারণা” কে বলেছেন?
(ক) হেগেল
(খ) হবস্
(গ) গার্নার
(ঘ) কার্ল মার্কস।
29. আদর্শবাদীরা রাষ্ট্রকে কীরূপ প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছিলেন?
(ক) সর্বাত্মক ও অভ্রান্ত প্রতিষ্ঠান
(খ) কৃত্রিম
(গ) পরিকল্পিত
(ঘ) হিংসাত্মক।
30. ‘রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব’ বলে কে সম্বোধন করেছেন?
(ক) অধ্যাপক গার্নার
(খ) হেগেল
(গ) হারবার্ট স্পেনসার
(ঘ) ম্যাকাইভার।
রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
31. কোন্ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন?
(ক) বার্কার
(খ) অধ্যাপক গার্নার
(গ) গেটেল
(ঘ) ল্যাস্কি।
32. কোন্ রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রকে নেতিবাচক রূপে সংজ্ঞায়িত করেছেন?
(ক) কার্ল মার্কস
(গ) হল
(খ) ডেভিড ইস্টন
(ঘ) বার্জেস।
33. “রাষ্ট্র হল শ্রেণিশোষণের হাতিয়ার”- উক্তিটি কার?
(ক) লেনিন
(খ) গার্নার
(গ) ব্লুন্টস্লি
(ঘ) কার্ল মার্কস।
34. কার মতে “রাষ্ট্র শ্রেণিবিভক্ত সমাজে শ্রেণিস্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী হাতিয়ার?”
(ক) গেটেল
(খ) গ্রামসি
(গ) কার্ল মার্কস
(ঘ) লেনিন।
35. কারা রাষ্ট্রের অবলুপ্তির কথা বলেন?
(ক) মার্কসবাদীরা
(খ) ভাববাদীরা
(গ) উদারবাদীরা
(ঘ) পুঁজিবাদীরা।
36. মার্কসবাদীদের মতে কখন রাষ্ট্রের বিলোপ ঘটে?
(ক) বস্তুবাদী সমাজে
(গ) শ্রেণিসমাজে
(খ) ভাববাদী সমাজে
(ঘ) শ্রেণিহীন সমাজে।
37. কোন্ সমাজে রাষ্ট্র ছিল না বলে মার্কস মনে করেন?
(ক) পুঁজিবাদী
(খ) দাস
(গ) আদিম সাম্যবাদী
(ঘ) সামন্ত।
38. কাদের মতে রাষ্ট্র শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয়?
(ক) উদারবাদী
(খ) মার্কসবাদী
(গ) নৈরাজ্যবাদী
(ঘ) ভাববাদী।
39. মার্কসবাদীদের মতে রাষ্ট্র হল –
(ক) উপরিকাঠামো
(খ) ভিত্তি
(গ) রাষ্ট্রের উপাদান
(ঘ) চূড়ান্ত প্রতিষ্ঠান।
40. ‘রাষ্ট্র হল কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ’- উক্তিটি কার?
(ক) মার্কস
(খ) গান্ধিজি
(গ) লেনিন
(ঘ) নেহরু।
রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
41. গান্ধিজির রাষ্ট্রহীন সমাজের নাম কী?
(ক) রামরাজ্য
(খ) লক্ষণরাজ্য
(গ) নৈরাজ্য
(ঘ) শিবরাজ্য।
42. রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্র হল-
(ক) সমাজ
(খ) ব্যক্তি
(গ) রাষ্ট্র
(ঘ) একটিও নয়।
43. “রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি – উক্তিটি কার?
(ক) অধ্যাপক গার্নার
(গ) বার্কার
(খ) ডেভিড ইস্টন
(ঘ) হবস।
44. কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে ঐশ্বরিক কর্তৃত্বসম্পন্ন নৈতিক প্রতিষ্ঠানরূপে অভিহিত করেছিলেন?
(ক) মার্কসবাদী
(গ) চুক্তিবাদী
(খ) উদারবাদী
(ঘ) আদর্শবাদী।
45. রাষ্ট্রকে চুক্তির ফল মনে করেন কারা?
(ক) ভাববাদীরা
(খ) সামাজিক চুক্তিবাদীরা
(গ) ঐশ্বরিকতাবাদীরা
(ঘ) মার্কসবাদীরা।
46. রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন এমন রাষ্ট্রবিজ্ঞানী হলেন –
(ক) হবস
(খ) হেগেল
(গ) গ্রিন
(ঘ) জন অস্টিন
47. পশুশক্তি নয়, জনগণের সম্মতিই হল রাষ্ট্রের ভিত্তি”- উক্তিটি কার?
(ক) লক্
(গ) হেগেল
(খ) কার্ল মার্কস
(ঘ) গ্রিন।
48. কোন্ রাষ্ট্রবিজ্ঞানীরা ‘রাষ্ট্র’ শব্দটি গ্রহণে রাজি ছিলেন না?
(ক) ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীরা
(খ) আচরণবাদীরা
(গ) মার্কসবাদীরা
(ঘ) চুক্তিবাদীরা।
49. আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন্ কথাটি প্রয়োগ করেছিলেন?
(ক) সামাজিক ব্যবস্থা
(খ) সমাজ
(গ) রাজনৈতিক ব্যবস্থা
(ঘ) শ্রেণিব্যবস্থা।
50. কোন্ আচরণবাদী তাত্ত্বিক সর্বপ্রথম ‘রাজনৈতিক ব্যবস্থা’ শব্দটি ব্যবহার করেন?
(ক) ডেভিড ইস্টন
(খ) চার্লস মেরিয়াম
(গ) ল্যাসওয়েল
(ঘ) ল্যাস্কি।
রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
51. “রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়” কে বলেছেন?
(ক) হেগেল
(খ) লক্
(গ) গান্ধিজি
(ঘ) লেনিন।
52. রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়
(ক) মার্কসবাদে
(খ) আদর্শবাদে
(গ) সামাজিক চুক্তি মতবাদে
(ঘ) গান্ধিবাদে।
53. গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানকে চিহ্নিত করেছিলেন?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি।
54. রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল –
(ক) রাজা
(খ) প্রজা
(গ) আইনি ব্যবস্থা
(ঘ) সার্বভৌমিকতা।
55. সার্বভৌমিকতা শব্দের অর্থ হল –
(ক) রাষ্ট্র স্বাধীন
(খ) রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব
(গ) আইনি প্রাধান্য প্রতিষ্ঠা
(ঘ) সর্বোচ্চ বিচার প্রতিষ্ঠা।
56. রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয়?
(ক) সার্বভৌমিকতা
(খ) সরকার
(ঘ) ভূখণ্ড।
(গ) জনসমষ্টি
57. ‘সার্বভৌমিকতা হল নাগরিক ও প্রজার উপর রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা’- উক্তিটি কার?
(ক) অধ্যাপক গার্নার
(খ) হবস
(গ) বোদাঁ
(ঘ) হেগেল।
58. বোদাঁর রচিত কোন্ গ্রন্থে রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি সর্বপ্রথম পরিস্ফুট হয়?
(ক) সিক্স বুকস অফ কমনওয়েলথ
(খ) পলিটিকস
(গ) দ্য প্রিন্স
(ঘ) লেভিয়াথান।
59. সার্বভৌমিকতা কয় প্রকার?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
60. আইনগত সার্বভৌমিকতার জনক কে?
(ক) ফরাসি দার্শনিক বোদা
(খ) ইংরেজ দার্শনিক হবস
(গ) জার্মান দার্শনিক মার্কস
(ঘ) ফরাসি দার্শনিক রুশো।
রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
61. আইন হল সার্বভৌমের আদেশ”- উক্তিটি হল-
(ক) হবস
(খ) রুশো
(গ) লক্
(ঘ) অস্টিন
62. সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের একজন প্রবক্তা হলেন
(ক) গান্ধিজি
(খ) কার্ল মার্কস
(গ) জন অস্টিন
(ঘ) রুশো।
63. সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের একজন তাত্ত্বিক হলেন
(ক) জন অস্টিন
(খ) রুশো
(গ) বোদাঁ
(ঘ) ল্যাস্কি।
64. রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে?
(ক) ইংরেজ দার্শনিক জন লক্
খ) ফরাসি দার্শনিক রুশো
(গ) ইংরেজ দার্শনিক হক্স
(ঘ) ফরাসি দার্শনিক বোদাঁ।
65. আইনগত ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে কে পার্থক্য করেন?
(ক) লক্
(খ) বোদাঁ
(গ) হবস
(ঘ) হেগেল।
66. জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন জাকায়
(ক) রুশো
(খ) হবস
(গ) লক্
(ঘ) লেনিন।
67. রুশোর জনগণের সার্বভৌমিকতা কী নামে পরিচিত?
(ক) রাজার ইচ্ছা
(গ) সাধারণ ইচ্ছা
(খ) ব্যক্তির ইচ্ছা
(ঘ) শাসকের ইচ্ছা।
68. “সার্বভৌম শক্তির মধ্যে সার্বভৌমিকতা নিহিত থাকে”- কে বলেছেন?
(ক) ল্যাসওয়েল
(খ) ল্যাস্কি
(গ) বুশো
(ঘ) বোদাঁ।
69. রাষ্ট্র হিসেবে গঠিত হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল-
(ক) সার্বভৌমিকতা
(গ) জনসংখ্যা
(খ) ভূখণ্ড
(ঘ) স্থায়িত্ব।
70. সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে কে চিহ্নিত করেছেন?
(ক) গার্নার
(খ) ল্যাস্কি
(গ) জেমস স্ট্রং
(ঘ) গেটেল।
রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
71. বর্তমানে রাষ্ট্রে সার্বভৌমিকতা সংকুচিত হয়
(ক) বিশ্বায়নের ফলে
(খ) জাতীয়তাবাদের কারণে
(গ) সংকীর্ণ জাতীয়তাবাদের কারণে
(ঘ) বাণিজ্যিক সহযোগিতার কারণে।
72. রাষ্ট্র ও সরকারকে কে অভিন্ন বলেছেন?
(ক) জন লক্
(গ) টমাস হবস
(খ) রুশো
(ঘ) ল্যাস্কি।
73. রাষ্ট্র ও সরকারের মধ্যে মূল পার্থক্য হল-
(ক) জনসংখ্যা
(খ) ভূখণ্ড
(গ) সার্বভৌমিকতার অনুপস্থিতি
(ঘ) আন্তর্জাতিক স্বীকৃতি।
74. রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের কোন্ উপাদানকে বলা হয়?
(ক) সার্বভৌমিকতাকে
(গ) ভূখণ্ডকে
(খ) জনপদকে
(ঘ) সরকারকে।
75. “ব্যাবহারিক ক্ষেত্রে সরকারই রাষ্ট্র”-কে বলেছেন?
(ক) লক্
(খ) ল্যাস্কি
(গ) হেগেল
(ঘ) লেনিন।
76. রাষ্ট্রের ইচ্ছাকে কোন্ উপাদান বাস্তবায়িত করে?
(ক) সরকার
(খ) সার্বভৌমত্ব
(গ) আইন বিভাগ
(ঘ) বিচার বিভাগ।
77. সরকারের কাজ কয় ভাগে বিভক্ত?
(ক) পাঁচ
(খ) চার
(গ) তিন
(ঘ) দুই।
78. জনসমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত করে –
(ক) আইন বিভাগ
(গ) রাষ্ট্রপ্রধান
(খ) বিচার বিভাগ
(ঘ) সরকার।
79. “মেরকার হলে রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র – কে বলেছেন?
(ক) উইলোবি
(খ) গেটেল
(গ) হলটন
(ঘ) ডেভিড হেল্ড।
80. “সরকার হল একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে” উক্তিটি কার?
(ক) উইলোবি
(খ) ডেভিড হেল্ড
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) গ্রিন।
রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
81. সংকীর্ণ অর্থে সরকার বলতে বোঝায়
(ক) আইন বিভাগীয় ক্ষমতাকে
(খ) বিচার বিভাগীয় ক্ষমতাকে
(গ) শাসন বিভাগীয় ক্ষমতাকে
(ঘ) আমলাতন্ত্রকে।
82. “সরকার হল রাষ্ট্রের এমন এক যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহ, সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রিত এবং জনসাধারণের স্বার্থ সুরক্ষিত হয়”- কথাটি বলেছেন-
(ক) উইলোবি
(খ) গার্নার
(গ) উড্রো উইলসন
(ঘ) ল্যাস্কি।
83. এককেন্দ্রিক সরকার বর্তমান-
(ক) ব্রিটেনে
(খ) ভারতে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) সুইটজারল্যান্ডে।
84. যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে-
(ক) চিনে
(খ) ব্রিটেনে
(গ) ভারতে
(ঘ) কোনোটিতেই নয়।
86. সমাজতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয়-
(ক) চিনে
(খ) ভারতে
(গ) ভিয়েতনামে
(ঘ) কানাডায়।
85. বুর্জোয়া গণতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয়-
(ক) চিনে
(খ) কিউবায়
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে।
87. রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে
(ক) জনসংখ্যার মাধ্যমে
(খ) ভূখণ্ডের মাধ্যমে
(গ) সরকারের মাধ্যমে
(ঘ) দণ্ডের মাধ্যমে।
88. রাষ্ট্রের অন্যতম উপাদান জনসমষ্টি কটি ভাগে বিভক্ত?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার।
89. বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হল –
(ক) ভারত
(খ) চিন
(গ) রাশিয়া
(ঘ) ইংল্যান্ড।
90. বিশ্বের সবথেকে কম বা স্বল্প জনসংখ্যাবিশিষ্ট দেশ হল-
(ক) মালদ্বীপ
(খ) ভুটান
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) ভ্যাটিকান সিটি।
রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি ১ম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
91. প্রাচীন গ্রিসে মেটিক (metic) বলতে কী বোঝাতো?
(ক) দাস
(খ) প্রজা
(গ) বিদেশি
(ঘ) নাগরিক।
92. প্রাচীন গ্রিসের জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা হত?
(ক) ৫
(খ) ৪
(গ) ৩
(ঘ) ২
93. “নির্দিষ্ট ভূখন্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না” উক্তিটি কার?
(ক) ট্রিটস্কে
(খ) ব্লুন্টস্লি
(গ) রুশো
(ঘ) গেটেল।
94. রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক” বলেছেন
(ক) অ্যারিস্টট্ল
(খ) ব্লুন্টস্লি
(গ) ট্রিটস্কে
(ঘ) উইলোবি।
95. পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম
(ক) মালদ্বীপ
(খ) ভুটান
(গ) নেপাল
(ঘ) ভ্যাটিকান সিটি।
96. ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক একজন রাষ্ট্রবিদের নাম –
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) মন্তেস্কু
(ঘ) ট্রিটস্কে।
97. আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্র হল-
(ক) ভারত
(খ) রাশিয়া
(গ) চিন
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র।
98. ইজরায়েল রাষ্ট্র গঠিত হয় –
(ক) ১৯৪৮ সালের ১৪ মে
(খ) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
(গ) ১৯৪৯ সালের ১ অক্টোবর
(ঘ) ১৯৫০ সালের ২ মে।
99. রাষ্ট্রের বাহু কাকে বলা হয়?
(ক) নির্দিষ্ট ভূখণ্ডকে
(খ) সরকারকে
(ঘ) জনসমষ্টিকে।
(গ) রাজকোষকে
100. ক্ষুদ্র জনসংখ্যাবিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন-
(ক) ম্যাকিয়াভেলি
(খ) চতুর্দশ লুই
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) কৌটিল্য।
আরও পড়ুন – ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো