রাষ্ট্রবিজ্ঞান : প্রকৃতি ও পরিধি MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান

রাষ্ট্রবিজ্ঞান : প্রকৃতি ও পরিধি MCQ ১ম সেমিস্টার

রাষ্ট্রবিজ্ঞান : প্রকৃতি ও পরিধি MCQ ১ম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান : প্রকৃতি ও পরিধি MCQ ১ম সেমিস্টার

1. প্রাচীন গ্রিসে রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন-

(ক) প্লেটো

(খ) সক্রেটিস

(গ) সফিস্ট দার্শনিকগণ

(ঘ) অ্যারিস্টটল।

2. সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন-

(ক) সামাজিক বৈষম্যে

(খ) ব্যক্তিস্বাধীনতা ও সমতায়

(গ) ক্রীতদাস প্রথায়

(ঘ) স্বৈরাচারিতায়।

3. সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন্ বিষয়টিকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন?

(ক) জ্ঞান ও সত্যতা

(খ) কর্তৃত্ব

(গ) বুদ্ধিমত্তা

(ঘ) কূটনীতি।

4. নিম্নলিখিত কে সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছেন?

(ক) অ্যারিস্টটল

(খ) সিসেরো

(গ) পলিবিয়াস

(ঘ) প্লেটো।

5. সক্রেটিসের মতে কারা রাষ্ট্রশাসনের উপযুক্ত?

(ক) স্বৈরাচারী রাজা

(খ) প্রজাদরদি রাজা

(গ) জ্ঞানীগুণী ব্যক্তি, যারা সত্যকে উপলব্ধি করতে পারে

(ঘ) স্বার্থপর ব্যক্তি।

6. প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল-

(ক) অ্যাকাডেমি

(খ) লিসিয়াম

(গ) সফিস্ট স্কুল

(ঘ) কোনোটিই নয়।

7. প্লেটো তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দ্য রিপাবলিক’-এ কোন্ ধরনের আলোচনা পদ্ধতির উত্থাপন করেন?

(ক) আরোহী পদ্ধতি

(খ) অবরোহ পদ্ধতি

(গ) বিশ্লেষণাত্মক পদ্ধতি

(ঘ) বর্ণনামূলক পদ্ধতি।

8. প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে কাকে প্রাধান্য দিয়েছিলেন?

(ক) দার্শনিক রাজা

(খ) সাধারণ মানুষ

(গ) বলবান রাজা

(ঘ) কর্মঠ শ্রমজীবী মানুষ।

9. প্লেটো কীরূপ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন?

(ক) বৈষম্যমূলক রাষ্ট্র

(খ) শ্রেণিভিত্তিক রাষ্ট্র

(গ) ন্যায়নির্ভর আদর্শ রাষ্ট্র

(ঘ) বস্তুগত রাষ্ট্র।

10. শাসকের লক্ষ্য হিসেবে প্লেটো ব্যক্তিস্বার্থকে নস্যাৎ করে কোন্ বিষয়কে সবার ঊর্ধ্বে স্থান দিতে চেয়েছিলেন?

(ক) রাজার স্বার্থ

(খ) যোদ্ধাশ্রেণির স্বার্থ

(গ) ব্যক্তিগত কল্যাণ

(ঘ) জনকল্যাণ।

11. সিসেরো ছিলেন একজন-

(ক) গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ

(খ) রোমান রাষ্ট্রচিন্তাবিদ

(গ) ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ

(ঘ) ব্রিটিশ রাষ্ট্রচিন্তাবিদ।

12. সিসেরোর বিখ্যাত গ্রন্থ হল-

(ক) দ্য প্রিন্স

(খ) স্পিরিট অফ দি লজ

(গ) ডি রিপাবলিকা (De Republica)

(ঘ) পলিটিকস।

13. মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল-

(ক) বাস্তববাদ দ্বারা

(খ) ধর্মীয় চিন্তা দ্বারা

(গ) কূটনীতি দ্বারা

(ঘ) যুক্তিবাদী আইন দ্বারা।

14. মধ্যযুগের বিখ্যাত দুজন চিন্তাবিদ হলেন-

(ক) সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস

(খ) ম্যাকিয়াভেলি ও জন লক্

(গ) হক্স ও বেথাম

(ঘ) হেগেল ও গ্রিন।

15. কাকে নবজাগরণের শিশু বলা হয়?

(ক) অ্যারিস্টট্ল

(খ) ম্যাকিয়াভেলি

(গ) রুশো

(ঘ) হবস

16. ‘রাষ্ট্রবিজ্ঞানের নিউটন’ বলা হয়-

(ক) ম্যাকিয়াভেলিকে

(গ) অ্যারিস্টটলকে

(খ) সক্রেটিসকে

(ঘ) সিসেরোকে।

17. ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটির প্রথম প্রয়োগ ঘটে-

(ক) ১৭০২ খ্রিস্টাব্দে

(খ) ১৭০১ খ্রিস্টাব্দে

(গ) ১৬৮০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৬৯০ খ্রিস্টাব্দে।

18. রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, এ কথা –

(ক) সত্য

(গ) কল্পনা

(খ) অসত্য

(ঘ) কোনোটিই নয়।

19. বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে-

(ক) ইংল্যান্ডে

(গ) গ্রিসে

(খ) রোমে

(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে।

20. ‘রাষ্ট্রবিজ্ঞান’ কথাটি কোন্ রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেন?

(ক) লাইবনিজ

(গ) প্লেটো

(খ) অ্যারিস্টটল

(ঘ) রুশো।

21. রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটে কোন্ দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে?

(ক) প্রাচীন গ্রিসের

(খ) প্রাচীন রোমের

(গ) প্রাচীন ভারতের

(ঘ) প্রাচীন মিশরীয়।

22. রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, তিনি হলেন –

(ক) হ্যারল্ড ল্যাসওয়েল

(খ) ফ্রান্সিস লাইবার

(গ) অ্যাডাম স্মিথ

(ঘ) লর্ড ব্রাইস।

23. গ্রিক শব্দ ‘পলিস’-এর অর্থ কী?

(ক) নগর

(গ) নগররাষ্ট্র

(খ) জনকল্যাণকর রাষ্ট্র

(ঘ) কোনোটিই নয়।

24 ‘পলিটিকস’ কথাটি কোন্ গ্রিক শব্দ থেকে এসেছে?

(ক) পলিস

(গ) পলিবিয়াস

(খ) পলিটিক্যাল

(ঘ) পলিসাস।

25. অ্যারিস্টট্ল তাঁর ‘পলিটিকস’ গ্রন্থে কটি পলিস বা নগররাষ্ট্রের কথা বলেছেন?

(ক) ১৫০টি

(খ) ১৫২টি

(গ) ১৫৮টি

(ঘ) ১৬০টি।

26. প্রাচীন গ্রিসের দুজন দার্শনিকের নাম হল-

(ক) লক্ ও রুশো

(গ) লেকি ও মিল

(খ) প্লেটো ও অ্যারিস্টটল

(ঘ) ল্যাস্কি ও ফিলমার।

27. রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল

(ক) নৃবিজ্ঞান

(খ) অর্থনৈতিক বিজ্ঞান

(গ) প্রাকৃতিক বিজ্ঞান

(ঘ) সামাজিক বিজ্ঞান।

28. রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন

(ক) অ্যারিস্টট্ল

(খ) গার্নার

(গ) গ্রিন

(ঘ) কান্ট।

29. পলিটিকস’ গ্রন্থ-এর রচয়িতা-

(ক) হ্যারল্ড ল্যাসওয়েল

(খ) অ্যারিস্টট্ল

(গ) প্লেটো

(ঘ) এঙ্গেলস।

30. “রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান” – এ কথা বলেছেন-

(ক) গ্রিন

(খ) ব্রাইস

(গ) সিলি

(ঘ) গেটেল।

31. রাষ্ট্রবিজ্ঞান একটি –

(ক) গতিশীল শাস্ত্র

(খ) স্থিতিশীল শাস্ত্র

(গ) নিষ্ক্রিয় শাস্ত্র

(ঘ) অপ-রাসায়নিক শাস্ত্র।

32. রাষ্ট্রবিজ্ঞানের ব্যাবহারিক আলোচনার অন্তর্ভুক্ত হল –

(ক) রাষ্ট্রের প্রকৃতি

(খ) রাজনৈতিক প্রতিষ্ঠান

(গ) রাষ্ট্রের উৎপত্তি

(ঘ) রাষ্ট্রীয় আইন।

33. রিপাবলিক’ গ্রন্থের রচয়িতার নাম হল –

(ক) হক্স

(খ) প্লেটো

(গ) অ্যারিস্টট্ল

(ঘ) লক্।

34. প্রাচীন গ্রিসে কোন্ ধরনের রাষ্ট্র ছিল?

(ক) দাসরাষ্ট্র

(খ) নগররাষ্ট্র

(গ) সামন্তরাষ্ট্র

(ঘ) জনকল্যাণকর রাষ্ট্র।

35. এ গ্রামার অফ পলিটিকস’ গ্রন্থটির লেখক

(ক) বার্কার

(খ) ল্যাস্কি

(গ) হবহাউস

(ঘ) গ্রিন।

36. ‘The Elements of Politics’ (দ্য এলিমেন্টস্ অফ পলিটিকস) গ্রন্থটির প্রণেতা –

(ক) ল্যাস্কি

(খ) বার্কার

(গ) সিজউইক

(ঘ) লর্ড ব্রাইস।

37. রাষ্ট্রবিজ্ঞানকে একটি নগর ও নাগরিক বিষয়ক শৃঙ্খলা – এই অর্থে বিচার করেছেন-

(ক) গ্রিক দার্শনিকগণ

(গ) ফ্যাসিবাদীগণ

(খ) উদারনীতিবাদীগণ

(ঘ) মার্কসবাদীগণ।

38. রাষ্ট্রবিজ্ঞানে অ-রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একজন অন্যতম ব্যাখ্যাকার হলেন

(ক) গার্নার

(খ) ডেভিড ইস্টন

(গ) বেথাম

(ঘ) নোজিক।

39. The Founder of Scientific Politics’ বা ‘বৈজ্ঞানিক রাজনীতি’-র জনক বলা হয়-

(ক) ম্যাকিয়াভেলিকে

(খ) টমাস হবসকে

(গ) জন লককে

(ঘ) কার্ল মার্কসকে।

40. রাজনৈতিক চিন্তা সম্পর্কিত হঙ্গের বিখ্যাত গ্রন্থটি হল- 

(ক) স্যোসাল কন্ট্রাক্ট

(খ) দ্য প্রিন্স

(গ) দ্য রিপাবলিক

(ঘ) লেভিয়াথান।

41. হবস কোন্ ধরনের শাসনব্যবস্থার সমর্থক ছিলেন? 

(ক) গণতন্ত্র

(খ) রাজতন্ত্র

(গ) অভিজাততন্ত্র

(ঘ) কোনোটিই নয়।

42. লক্ কোন্ অধিকারগুলিকে ব্যক্তির স্বাভাবিক অধিকার বলে চিহ্নিত করেছিলেন?

(ক) জীবন

(খ) স্বাধীনতা

(গ) সম্পত্তি

(ঘ) সবকটিই ঠিক।

43. সাধারণ ইচ্ছা’ (General Will)-র ধারণাকে উপস্থাপিত করেছিলেন-

(ক) ম্যাকেঞ্জি

(খ) রুশো

(গ) টমাস হস

(ঘ) জন লক্।

44. ‘ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন-

(ক) মন্তেস্কু

(খ) রুশো

(গ) ম্যাকিয়াভেলি

(ঘ) জন লক্।

45. মন্তেঙ্কু-র বিখ্যাত গ্রন্থের নাম-

(ক) লেভিয়াথান

(খ) পলিটিকস

(গ) দ্য প্রিন্স

(ঘ) দ্য স্পিরিট অফ লজ।

46. The Six Books of Commonwealth’ গ্রন্থটির রচয়িতা হলেন-

(ক) হেগেল

(খ) বোদাঁ

(গ) হবস

(ঘ) রুশো।

47. বোদাঁ-র মতে রাষ্ট্র কিসের বৃহত্তর রূপ?

(ক) সমাজ

(খ) গোষ্ঠী

(গ) পরিবার সংগঠন

(ঘ) কোনোটিই নয়।

48. রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মার্কস ও এঙ্গেলস-এর মত কী নামে পরিচিত?

(ক) উদারনীতিবাদ

(গ) মার্কসবাদ

(খ) ভাববাদ

(ঘ) লেনিনবাদ।

49. মানবসমাজ ও রাষ্ট্র বিবর্তনের ধারায় মার্কস কোন্ উপাদানের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন?

(ক) অর্থনৈতিক

(খ) রাজনৈতিক

(গ) নৈতিক

(ঘ) ধর্মীয়।

50. “রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলি সম্পর্কিত বিজ্ঞান” কে বলেছেন?

(ক) অ্যারিস্টটল

(খ) প্লেটো

(গ) গার্নার

(ঘ) ব্লুন্টস্ট্সি।

51. নিম্নলিখিত কোন্ রাষ্ট্রবিজ্ঞানী ‘রাজনীতি’ ও ‘রাষ্ট্রবিজ্ঞান’-এর মধ্যে পার্থক্য নির্দেশ করেননি?

(ক) ব্রাইস

(খ) সিলি

(গ) অ্যালান বল

(ঘ) বার্জেস।

52. “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে”- বলেছেন-

(ক) গেটেল

(খ) গার্নার

(গ) সিলি

(ঘ) ব্রাইস।

53. প্রাচীন রোমের একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ হলেন-

(ক) পলিবিয়াস

(খ) ম্যাকিয়াভেলি

(গ) বার্কার

(ঘ) হেগেল।

54. রাজার উদ্ভব, রাজার ক্ষমতার উপর প্রজাদের নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে

(ক) সংহিতায়

(খ) অর্থশাস্ত্রে

(গ) বেদান্ত শাস্ত্রে

(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়।

55. ‘অর্থশাস্ত্র’-এর রচয়িতা হলেন-

(ক) বাল্মীকি

(খ) কৌটিল্য

(গ) গেটেল

(ঘ) অ্যারিস্টট্ল।

56. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক’ কাকে বলা হয়?

(ক) অ্যাকুইনাস

(খ) ম্যাকিয়াভেলি

(গ) হবস

(ঘ) লক্।

57. নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সর্বপ্রথম আলাদা করেন –

(ক) পোলক

(খ) লর্ড ব্রাইস

(গ) নিকোলো ম্যাকিয়াভেলি

(ঘ) বার্কার।

58. মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ কবে গড়ে ওঠে?

(ক) ১৯০৩ খ্রিস্টাব্দ

(গ) ১৯০৬ খ্রিস্টাব্দ

(খ) ১৯০৪ খ্রিস্টাব্দ

(ঘ) ১৯১০ খ্রিস্টাব্দ।

59. ম্যাকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞানকে কীসের প্রভাব থেকে মুক্ত করেছেন?

(ক) দর্শনশাস্ত্রের প্রভাব থেকে

(খ) ধর্ম ও নীতিশাস্ত্রের প্রভাব থেকে

(গ) অর্থনীতির প্রভাব থেকে

(ঘ) আইনশাস্ত্রের প্রভাব থেকে।

60. রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক উদারনৈতিক ভাবনার একজন তাত্ত্বিক হলেন-

(ক) হেগেল

(গ) জন স্টুয়ার্ট মিল

(খ) মার্কস

(ঘ) হবস।

61. সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন – তত্ত্বটি প্রচার করেছিলেন

(ক) রুশো

(খ) বেত্থাম

(গ) জন স্টুয়ার্ট মিল

(ঘ) জন লক্।

62. বেন্থামের হিতবাদকে সংশোধন করেন

(ক) টমাস হবস

(খ) লক্

(গ) জন স্টুয়ার্ট মিল

(ঘ) কান্ট।

63. একজন জার্মান ভাববাদী রাষ্ট্রচিন্তাবিদের নাম হল

(ক) প্লেটো

(খ) জন অস্টিন

(গ) হেগেল

(ঘ) রবার্ট ফিলমার।

64. রাষ্ট্রবিজ্ঞানে সার্বভৌমিকতা তত্ত্বের ধারণার অবতারণা করেছিলেন কোন্ ফরাসি রাষ্ট্রদার্শনিক?

(ক) স্পেনসার

(খ) কান্ট

(গ) জাঁ বোদাঁ

(ঘ) ফিকটে।

65. রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা হলেন

(ক) ইস্টন

(খ) রবার্ট ডাল

(গ) গেটেল

(ঘ) ল্যাসওয়েল।

66. একজন নয়া-উদারনীতিবাদী তাত্ত্বিকের নাম হল-

(ক) কার্ল মার্কস

(গ) ডেভিড ইস্টন

(খ) জন লক্

(ঘ) রবার্ট নোজিক।

67. শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন-

(ক) ডেভিড ট্রুম্যান

(গ) প্লেটো

(খ) জেমস ব্রাইস

(ঘ) জন লক্।

68. ১৯৪৮ খ্রিস্টাব্দে ‘সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ’-এর সভাপতি পদে নির্বাচিত হন –

(ক) পেন্ডেলটন হ্যারিং

(খ) ডেভিড ইস্টন

(গ) হারবার্ট সাইমন

(ঘ) লর্ড ব্রাইস।

69. আচরণবাদের প্রতিক্রিয়া হিসেবে উদ্ভুত তত্ত্বটি হল-

(ক) নয়া-উদারনীতিবাদ

(খ) উত্তর-আচরণবাদ

(গ) বিবর্তনবাদ

(ঘ) মার্কসবাদ।

70. রাষ্ট্রবিজ্ঞানে মূল্যবোধের আলোচনাকে ফিরিয়ে আনতে চান –

(ক) আচরণবাদীরা

(খ) উদারনীতিবাদীরা

(গ) উত্তর-আচরণবাদীরা

(ঘ) বহুত্ববাদীরা।

71. বিংশ শতাব্দীর বিস্ময় হিসেবে পরিচিত রাষ্ট্রবিজ্ঞানী –

(ক) প্লেটো

(খ) কার্ল মার্কস

(গ) ডেভিড ইস্টন

(ঘ) মহাত্মা গান্ধি।

72. আচরণবাদের উদ্ভব হয়

(ক) উনিশ শতকে

(খ) বিশ শতকে

(গ) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে

(ঘ) ষোড়শ শতকে।

73. ম্যাকিয়াভেলি কোন্ দেশের লোক ছিলেন?

(ক) ইতালি

(খ) গ্রিস

(গ) রোম

(ঘ) প্যারিস।

74. রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক –

(ক) নেতিবাচক

(খ) ইতিবাচক

(গ) অসম্পূর্ণ

(ঘ) কোনোটিই নয়।

75. আচরণবাদীদের মূল আলোচ্য বিষয় হল-

(ক) রাষ্ট্রের আচরণ

(খ) রাষ্ট্রনেতাদের আচরণ

(গ) ব্যক্তির রাজনৈতিক আচরণ

(ঘ) রাজনৈতিক দলগুলির আচরণ।

76. ‘Human Nature in Politics’ গ্রন্থটির রচয়িতা-

(ক) চার্লস মেরিয়াম

(গ) আর্থার বেন্টলি

(খ) গ্রাহাম ওয়ালাস

(ঘ) ডেভিড ইস্টন।

77. The Process of Government’ গ্রন্থটির রচয়িতা-

(ক) আর্থার বেন্টলি

(খ) চার্লস মেরিয়াম

(গ) ডেভিড ইস্টন

(ঘ) গ্রাহাম ওয়ালাস।

78. ‘System Analysis of Political Life’ গ্রন্থের লেখক হলেন-

(ক) লুসিয়ান পাই

(খ) পাওয়েল

(গ) অ্যালমন্ড

(ঘ) ডেভিড ইস্টন।

79. ‘Political System’ গ্রন্থটির রচয়িতা-

(ক) ডেভিড ইস্টন

(খ) আর্থার বেন্টলি

(গ) জন রলস

(ঘ) রবার্ট নজিক।

80. জন রলসের বিখ্যাত গ্রন্থ হল-

(ক) Human Nature in Politics

(খ) Das Kapital

(গ) System Analysis

(ঘ) A Theory of Justice.

81. নয়া-উদারবাদী রবার্ট নোজিক-এর লিখিত গ্রন্থটি হল-

(ক) ফ্রেডারিখ হায়েক

(খ) জন রলস

(গ) ফ্রিডম্যান

(ঘ) রবার্ট নোজিক।

82. ‘সীমিত রাষ্ট্র’ (Minimal State)-এর ধারণা দেন-

(ক) The Theory of Justice

(খ) Anarchy, State and Utopia

(গ) The Constitution of Liberty

(ঘ) System Analysis.

83. Madness of Civilization’ গ্রন্থটির রচয়িতা হলেন-

(ক) উত্তর-আধুনিকতাবাদী ফুকো

(খ) আচরণবাদী ডেভিড ইস্টন

(গ) মার্কসবাদী লেনিন

(ঘ) নয়া-উদারবাদী জন রলস।

84. নারীবাদী তাত্ত্বিক ম্যারি উলস্টনক্রাফট-এর বিখ্যাত গ্রন্থ হল-

(ক) The Second Sex

(খ) The Feminine Mystique

(গ) A Vindication of the Rights of Women

(ঘ) Vidication of the Rights of Man.

85. রাষ্ট্রবিজ্ঞানে পদ্ধতিগত বিপ্লব এনেছে-

(খ) মার্কসবাদ

(ক) আদর্শবাদ

(গ) উদারনীতিবাদ

(ঘ) আচরণবাদ।

86. রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত আলোচনার অন্তর্ভুক্ত হল-

(ক) সরকারের বিভিন্ন রূপ

(খ) আইন প্রণয়ন

(গ) কূটনীতি

(ঘ) স্বাধীনতা।

87. আচরণবাদ হল –

(ক) নৈতিক আলোচনা

(খ) দার্শনিক আলোচনা

(গ) আচরণকেন্দ্রিক আলোচনা

(ঘ) ঐতিহাসিক আলোচনা।

88. আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন –

(ক) নিকোলো ম্যাকিয়াভেলি

(খ) রবসন

(গ) রবার্ট ডাল

(ঘ) গার্নার।

89. আচরণবাদের ‘বৌদ্ধিক ধর্মপিতা’ বলা হয়

(ক) গ্রাহাম ওয়ালাস-কে

(গ) আর্থার বেন্টলি-কে

(খ) ল্যাসওয়েল-কে

(ঘ) চার্লস মেরিয়াম-কে।

90. রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যমান-নিরপেক্ষ ও বাস্তব আলোচনা সম্ভব বলে মনে করেন-

(ক) উদারনীতিবাদীরা

(খ) মার্কসবাদীরা

(গ) আচরণবাদীরা

(ঘ) গান্ধিবাদীরা।

91. ‘Systematic Politics’ গ্রন্থটির রচয়িতা হলেন

(ক) ট্রুম্যান

(খ) চার্লস মেরিয়াম

(গ) বোদাঁ

(ঘ) মিলার।

92. রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সরকার- এ কথা বলেছেন- 

(ক) গিলক্রিস্ট

(খ) জেলিনেক

(গ) ওয়াসবি

(ঘ) ব্লুন্টন্সি।

93. ‘রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়ে আলোচনা করে’- এ কথা কে বলেছেন?

(ক) স্টিফেন লিকক্

(গ) গ্রাহাম ওয়ালাস

(খ) ডেভিড ইস্টন

(ঘ) আর্থার বেন্টলি।

94. রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন-

(ক) মেইটল্যান্ড

(খ) লর্ড ব্রাইস

(গ) ডেভিড ইস্টন

(ঘ) গেটেল।

95. রাজনীতিকে ‘অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলে অভিহিত করেছেন-

(ক) লেনিন

(খ) মার্কস

(গ) এঙ্গেলস

(ঘ) কার্ল ডয়েশ।

96. যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ’- উক্তিটি করেন-

(ক) গার্নার

(খ) অস্টিন

(গ) ওয়াসবি

(ঘ) লেনিন।

97. রাজনীতি হল সমাজের প্রতিরূপ- কে মনে করেন?

(ক) মিলার

(খ) ইস্টন

(গ) বেন্টলি

(ঘ) উইলসন।

98. রাষ্ট্রবিজ্ঞান একটি বিষয় হিসেবে প্রথম কোন্ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে স্থান পেয়েছিল?

(ক) শিকাগো বিশ্ববিদ্যালয়

(খ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

(গ) কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

(ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

99. ‘পলিটিকাল সায়েন্স কোয়ার্টারলি পত্রিকাটি প্রকাশ করে

(ক) ব্রিটেন

(খ) মার্কিন যুক্তরাষ্ট্র

(গ) ভারত

(ঘ) রাশিয়া।

100. রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রের সর্বপ্রথম প্রকাশিত পত্রিকাটির নাম হল-

(ক) পলিটিকাল সায়েন্স কোয়ার্টারলি

(খ) পলিটিকাল

(গ) পলিটিকাল কোয়ার্টারলি

(ঘ) পলিটিকাল সায়েন্স।

101 “কী আছে, রাষ্ট্রবিজ্ঞান কেবল তা নিয়েই আলোচনা করে না, কী হওয়া উচিত তাও স্থির করে দেয়” এটি কার উক্তি?

(ক) রবসন

(খ) ল্যাস্কি

(গ) লর্ড ব্রাইস

(ঘ) গেটেল।

102. “রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান”-কে বলেছেন?

(ক) গার্নার

(খ) র‍্যাফেল

(গ) ব্রাইস

(ঘ) রবার্ট ডাল।

103. সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানবজীবনের আলোচনাই রাষ্ট্রবিজ্ঞান- উক্তিটি করেছেন-

(ক) ল্যাস্কি

(খ) ব্রাইস

(গ) মেইটল্যান্ড

(ঘ) বোদাঁ।

104. রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান কে বলেছেন?

(ক) ব্লুন্টস্ট্সি

(খ) গার্নার

(গ) পল জানে

(ঘ) ম্যাকেঞ্জি।

105. হিতবাদী তত্ত্বের মূল প্রবক্তা কে?

(ক) জেরেমি বেন্থাম

(খ) হক্স

(গ) লক্

(ঘ) রুশো।

106. সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে?

(ক) জাঁ জ্যাক রুশো

(খ) হবস

(গ) বেথাম

(ঘ) লক্।

107. আধুনিক যুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো –

(ক) অ্যারিস্টট্ল এবং প্লেটো

(খ) নিকোলো ম্যাকিয়াভেলি এবং হ্যারল্ড ল্যাসওয়েল

(গ) বোদাঁ এবং টমাস হস

(ঘ) জন লক্ ও জাঁ রুশো।

108. উদারনীতিবাদের দু-জন মুখ্য প্রবক্তা হলেন –

(ক) জন লক্, হক্স

(খ) জন লক্, জন স্টুয়ার্ট মিল

(গ) জন স্টুয়ার্ট মিল, বেথাম

(ঘ) জন লক্, ব্যোম।

109. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের মূল প্রবক্তা কাকে বলা হয়?

(ক) জন স্টুয়ার্ট মিল

(খ) বেথাম

(গ) জাঁ বোদাঁ

(ঘ) কান্ট।

110. ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল?

(ক) ১৭৮৯

(খ) ১৭৬০

(গ) ১৭৮০

(ঘ) ১৭৮৫

111. সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট (Civil Liberty and Self- Government) গ্রন্থটির রচয়িতা কে?

(ক) ফ্রান্সিস লাইবার

(খ) গার্নার

(গ) জেরেমি বেথাম

(ঘ) জন লক্।

112. আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, রাষ্ট্রবিজ্ঞান কোন্ পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করে?

(ক) গবেষনা পদ্ধতি

(খ) লিখিত পদ্ধতি

(গ) আলোচনা পদ্ধতি

(ঘ) মৌখিক পদ্ধতি।

113. আচরণবাদকে সংস্কার হিসেবে কে অভিহিত করেছেন?

(ক) ডেভিড ইস্টন

(খ) গেটেল

(গ) গার্নার

(ঘ) র‍্যাফেল।

114. সমাজবিজ্ঞান পর্ষদ কবে গঠিত হয়?

(ক) ১৯২৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে।

115. রাষ্ট্রবিজ্ঞান শুধু বর্তমানের সমস্যা নয়, ভবিষ্যতের প্রতি আহ্বান একথা কে বলেছেন?

(ক) চার্লস মেরিয়াম

(খ) অ্যালমন্ড

(গ) পাওয়েল

(ঘ) ডেভিড ইস্টন।

116. “রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান তো বলাই চলে না, এমনকি কলাশাস্ত্রের মধ্যেও এ অনুন্নত” এ কথা বলেছেন

(ক) মেইটল্যান্ড

(খ) বাকল

(গ) বার্কার

(ঘ) ব্রাইস।

117. কার মতে, “রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে”

(ক) ল্যাসওয়েল

(খ) গেটেল

(গ) পল জানে

(ঘ) গার্নার।

118. “রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান” কথাটি বলেছেন

(ক) লিকক্

(খ) সিলি

(গ) ক্যাটলিন

(ঘ) বার্জেস।

119. “রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে” বলেছেন-

(ক) অ্যালান বল

(খ) পল জানে

(গ) ডেভিড ইস্টন

(ঘ) লেনিন।

120. “রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান সুসংবদ্ধ ও শিক্ষাপ্রদানযোগ্য” কথাটি বলেছেন-

(ক) ল্যাসওয়েল

(খ) রবসন

(গ) ব্রাইস

(ঘ) বার্কার।

121. নয়া উদারনীতিবাদের প্রবক্তা কাকে বলা হয়?

(ক) ম্যাকাইভার

(খ) উইলসন

(গ) গেটেল

(ঘ) রবার্ট নোজিক।

122. রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ভিত্তি ও উপরিকাঠামোর আলোচনাকে যুক্ত করেছেন কারা?

(ক) মার্কসবাদীরা

(খ) আচরণবাদীরা

(গ) উদারনীতিবাদীরা

(ঘ) নয়া উদারনীতিবাদীরা।

123. মডার্ন পলিটিকস অ্যান্ড গভর্নমেন্ট (Modern Politics and Government) গ্রন্থটির রচয়িতার নাম কী?

(ক) অ্যালান বল

(খ) ডেভিড ইস্টন

(গ) রবার্ট নোজিক

(ঘ) গেটেল।

124. ডেভিড ইস্টন রাজনীতি বলতে কী বুঝিয়েছেন?

(ক) মূল্যের সমতামূলক বণ্টন

(খ) মূল্যের অসম বণ্টন

(গ) মূল্যের ব্যাবহারিক বণ্টন

(ঘ) মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন।

125. দাস ক্যাপিটাল’ গ্রন্থটির রচয়িতা হলেন

(ক) ডাইসি

(খ) হোয়ার

(গ) গেটেল

(ঘ) কার্ল মার্কস।

126. Public Opinion’ গ্রন্থটির লেখক-

(ক) অ্যারিস্টট্ল

(খ) গার্নার

(গ) লিপম্যান

(ঘ) ব্লুন্টস্ট্সি।

127. প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

(ক) ১৯৪৫

(খ) ১৯৪৮

(গ) ১৯৫০

(ঘ) ১৯৬১

128. ‘Politics and Social Science’ গ্রন্থের লেখক হলেন-

(ক) গার্নার

(খ) লিপম্যান

(গ) ম্যাকেঞ্জি

(ঘ) হ্যারল্ড ল্যাস্কি

আরও পড়ুনশৈশবের স্মৃতি রচনা

Leave a Comment