পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর MCQ | ১ম সেমিস্টার একাদশ শ্রেণি বাংলা
১. সহায়হরি বাটি বা ঘটি চেয়েছিল কী জন্য?
ক দুধ আনার জন্য
(খ) ঘোল আনার জন্য
গ ডাবের জল ঢালার জন্য
ঘ রস আনার জন্য
উত্তরঃ ঘ রস আনার জন্য
ব্যাখ্যা: এখানে খেজুর রসের কথা বলা হয়েছে।
২. ‘পুঁই মাচা’ গল্পটিতে কোন্ ঋতুর কথা রয়েছে?
ক গ্রীষ্ম ঋতু
খ বর্ষা ঋতু
গ শীত ঋতু
ঘ বসন্ত ঋতু
উত্তরঃ গ শীত ঋতু
৩. অন্নপূর্ণা চুলে কীসের তেল মাখছিল?
ক নারিকেল তেল
খ সরিষার তেল
গ বাদাম তেল
ঘ রেড়ির তেল
উত্তরঃ ক নারিকেল তেল
৪. অন্নপূর্ণা কে?
ক শিবের পত্নী
গ সহায়হরির স্ত্রী
খ অন্নদাত্রী দেবী
ঘ অপুর মা
উত্তরঃ গ সহায়হরির স্ত্রী
৫. স্বামীকে দেখে অন্নপূর্ণা কী করেছিল?
ক) উঠে দাঁড়িয়ে পড়েছিল
খ গায়ের কাপড় টেনে নিয়েছিল
গ ঘরের ভিতরে চলে গিয়েছিল
ঘ উঠোনে নেমে এসেছিল
উত্তরঃ খ গায়ের কাপড় টেনে নিয়েছিল
ব্যাখ্যাঃ স্বামী গুরুজন, তাই স্বামীর সামনে অসংবৃত থাকা উচিত নয় বলে মনে করত গ্রাম্য বধূরা।
৬. স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে কীসের সঞ্চার হয়েছিল?
ক আনন্দ
খ দুঃখ
(গ) ক্রোধ
ঘ) ভয়
উত্তরঃ ঘ ভয়
৭. সহায়হরি কীভাবে সময় কাটায়?
ক বই পড়ে
খ) পুজো-পাঠ করে
গ মাছ ধরে আর রস খেয়ে
ঘ উপার্জনের চেষ্টায় ঘুরে ঘুরে
উত্তরঃ গ মাছ ধরে আর রস খেয়ে
ব্যাখ্যা: সহায়হরি কর্মহীন ছিলেন।
৮. “কেন? কি গুজব?”-গুজবটি কী ছিল?
ক সহায়হরি লটারি পেয়েছে
খ) সহায়হরির প্রচুর টাকা আছে
গ সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে
(ঘ) সহায়হরি শীঘ্রই শহরে চলে যাবে
উত্তরঃ গ সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে
ব্যাখ্যা: বিবাহযোগ্যা কন্যাকে বিবাহ না দিতে পারার জন্য সহায়হরিকে একঘরে করে দেওয়ার পরিকল্পনা চলছিল গ্রাম্য
সমাজে।
৯. ‘ভদ্দরলোকের গাঁয়ে বাস করা যায় না।’-কেন?
ক নীচু কাজ করলে
খ) বিবাহযোগ্যা কন্যার বিয়ে দিতে না পারলে
গ বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে বেড়ালে
ঘ পূজা-পাঠ না করলে।
উত্তরঃ গ বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে বেড়ালে
১০. সমাজে থাকতে হলে কী করতে হয়?
(ক) সমাজনেতাদের তৈলমর্দন করতে হয়
খ সমাজে দানধ্যান করতে হয়
গ রাজ-আনুগত্য পেতে হয়
ঘ সমাজের নিয়ম মেনে চলতে হয়
উত্তরঃ ঘ সমাজের নিয়ম মেনে চলতে হয়
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর MCQ | ১ম সেমিস্টার একাদশ শ্রেণি বাংলা
১১. সহায়হরিকে একঘরে করার কথা কোথায় আলোচনা হয়েছে?
কচৌধুরীদের চণ্ডীমণ্ডপে
(খ) পঞ্চায়েত সভায় পাক
গি হাটের মাঝখানে
(ঘ) পুকুরপাড়ের আড্ডায়
উত্তরঃ ক চৌধুরীদের চন্ডীমণ্ডপে
১২. ‘এক কড়ার মুরোদ নেই’ বলতে বোঝানো হয়েছে
ক) এক কড়ি পয়সা উপার্জনের ক্ষমতা নেই আলমাত
(খ) একটা কড়া কেনার ক্ষমতা নেই
গ একটি কড়ি দান করার ক্ষমতা নেই
ঘ একটি কড়ি জমানোর ক্ষমতা নেই
উত্তরঃ ক এক কড়ি পয়সা উপার্জনের ক্ষমতা নেই
১৩. ক্ষেন্তির বয়স হল
ক ১২ বছর
খ ১৩ বছর
গ ১৪ বছর
ঘ ১৫ বছর
উত্তরঃ ঘ ১৫ বছর
ব্যাখ্যা: অন্নপূর্ণার মুখ থেকে আমরা শুনেছি, ক্ষেন্তির বয়স ১৫ বছর হয়েছে।
১৪. স্ত্রীর গলার সুর কমার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায়হরি কী করেছিলেন?
ক স্ত্রীকে ধমক দিয়েছিলেন
(খ) নীরবে স্ত্রীর কথা শুনছিলেন
গ একটি কাঁসার বাটি নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন
ঘ অন্য প্রসঙ্গের অবতারণা করলেন
উত্তরঃ গ একটি কাঁসার বাটি নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন।
১৫. ক্ষেন্তির হাতে কী ছিল?
ক দুটি পাকা তাল
খ একটা মেটে আলুটে
(গ) কিছু পুইশাকের ডাঁটা
ঘ একঝুড়ি কুল অাছি
উত্তরঃ গ কিছু পুঁইশাকের ডাঁটা
১৬. ক্ষেন্তির কয়টি বোন ছিল?
[ক] ক্ষেন্তি সহায়হরি ও অন্নপূর্ণার একমাত্র সন্তান,
খ) তিনটি বোন
গ দুটি বোন
ঘ একটি ভাই ও দুটি বোন
উত্তরঃ গ দুটি বোন
ব্যাখ্যাঃ ক্ষেন্তির দুটি বোন ছিল; তাদের নাম রাধী ও পুঁটি।
১৭. ক্ষেন্তির চোখ দুটি কেমন ছিল?
ক তীক্ষ্ণ
খ উজ্জ্বল
গ ভাসা ভাসা
ঘ) ডাগর ডাগর
উত্তরঃ ঘ ডাগর ডাগর
১৮. ‘পিনটার বয়স খুঁজিতে যাইলে কোন যুগে গিয়ে পড়তে হয়?’
ক প্রাচীন যুগে
খ) প্রাগৈতিহাসিক যুগে
গ বর্তমান যুগে
ঘ মধ্যযুগে
উত্তরঃ খ প্রাগৈতিহাসিক যুগে
১৯. পুঁইপাতা জড়ানো দ্রব্যটি কী ছিল?
ক চিংড়ি মাছ
খ পাকা তেঁতুল
গ কুলের আচার
ঘমেটে আলু
উত্তরঃ ক চিংড়ি মাছ
ব্যাখ্যাঃ গয়া খুড়ির কাছ থেকে ধারে চিংড়ি মাছ নিয়েছিল ক্ষেন্তি।
২০. গয়া খুড়ির কাছে সহায়হরির কত ধার ছিল?
ক দু-টাকা
খ এক টাকা
গ দু-পয়সা
ঘ পঞ্চাশ পয়সা
উত্তরঃ গ দু-পয়সা
ব্যাখ্যা: গয়া খুড়ি নিজেই বলেছিল যে, আগের দিনের ক্ষেন্তির বাবার দুটো পয়সা বাকি আছে।
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর MCQ | ১ম সেমিস্টার একাদশ শ্রেণি বাংলা
২১. ক্ষেন্তির আনা পুঁইশাকের ডাঁটাগুলি ছিল
কি নধর
খ শুকনো
গ পাকা
ঘ কচি
উত্তরঃ গ পাকা
ব্যাখ্যাঃ হলদে রং দেখেই বোঝা যায় ডাঁটাগুলি পাকা ছিল।
২২. ক্ষেন্তি মায়ের দিকে কীভাবে তাকিয়েছিল?
কি কটমট করে
খ শ্রদ্ধার সঙ্গে
গ ঘৃণার সঙ্গেঘ
ভয়মিশ্রিত দৃষ্টিতে
উত্তরঃ ঘ ভয়মিশ্রিত দৃষ্টিতে
২৩. কলের পুতুলের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
ক ক্ষেন্তির
খ পুঁটির
গরাধীর
ঘ সহায়হরির
উত্তরঃ গ রাধীর
ব্যাখ্যা: সহায়হরির ছোটো মেয়ে ছিল রাধী।
২৪. “মেয়েমানুষের আবার অত নোলা কিসের?”- ‘নোলা’ শব্দের অর্থ
ক বুদ্ধি
খ বোকামি
গ বাচালতা
ঘ লোভ
উত্তরঃ ঘ লোভ
২৫. রাঁধতে বসে অন্নপূর্ণার কার কথা মনে পড়ল?
ক সহায়হরির কথা
খ ক্ষেন্তির কথা
গ পুঁটির কথা
ঘরাধীর কথা
উত্তরঃ খ ক্ষেন্তির কথা
ব্যাখ্যা : এখানে বড়ো মেয়ের কথা বলা হয়েছে। অন্নপূর্ণা ও
সহায়হরির বড়ো মেয়ে হল ক্ষেন্তি।
২৬. অন্নপূর্ণা পুঁইডাঁটাগুলি কুড়িয়ে কী করেছিলেন?
ক বাড়ির গোরুকে খাইয়ে দিয়েছিলেন
খ আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিলেন
গ চিংড়ি মাছ দিয়ে রেঁধেছিলেন
ঘ মাটিতে পুঁতে দিয়েছিলেন
উত্তরঃ গ চিংড়ি মাছ দিয়ে রেঁধেছিলেন।
২৭. দুপুরবেলায় ক্ষেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে কী করেছিল?
ক মাকে বকেছিল
খ ভয় পেয়ে গিয়েছিল
গ) বিস্ময় ও আনন্দের সঙ্গে মায়ের দিকে তাকিয়েছিল
ঘ অভিমানে উঠে গিয়েছিল
উত্তরঃ গ বিস্ময় ও আনন্দের সঙ্গে মায়ের দিকে তাকিয়েছিল
২৮. কোন্ শাকের ওপর ক্ষেন্তির লোভ ছিল?
ক পুঁইশাক
খ নোটেশাক
গ) কলমিশাক
ঘ পালংশাক
উত্তরঃ ক পুঁইশাক
২৯. অন্নপূর্ণা চালের বাতায় গোঁজা ডালা থেকে কী পেড়েছিলেন?
ক কয়েকটি টাকা
খ) কয়েক মুঠো চাল
গ কয়েক মুঠো খড়
ঘ শুকনো লঙ্কা
উত্তরঃ ঘ শুকনো লঙ্কা
৩০. বিকেলবেলা সহায়হরির কোথায় ডাক পড়েছিল?
ক পুকুরঘাটে
খ) পঞ্চায়েত সভায়
গ দুর্গা মায়ের চন্ডীমণ্ডপে
ঘ) কালীময়ের চন্ডীমণ্ডপে
উত্তরঃ ঘ কালীময়ের চণ্ডীমণ্ডপে
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর MCQ | ১ম সেমিস্টার একাদশ শ্রেণি বাংলা
৩১. “এই যে তোমার মেয়েটি তেরো বছরের….” – এখানে কোন্ মেয়েটির কথা বলা হয়েছে?
ক সহায়হরির ছোটো মেয়ে রাধী
(খ) সহায়হরির মেজো মেয়ে পুঁটি
গ) সহায়হরির বড়ো মেয়ে ক্ষেন্তি
ঘ কেষ্ট মুখার্জির মেয়ে
উত্তরঃ গ সহায়হরির বড়ো মেয়ে ক্ষেন্তি
ব্যাখ্যাঃ তৎকালীন গ্রাম্য রীতি অনুযায়ী ক্ষেন্তি ছিল বিবাহযোগ্যা।
৩২. পাত্র আশীর্বাদ হয়ে যাওয়ার পর কে বেঁকে বসেছিল?
ক অন্নপূর্ণা
খ সহায়হরি
গ ক্ষেন্তি
ঘ পুঁটি
উত্তর: (খ) সহায়হরি
৩৩. ক্ষেন্তিকে ‘উচ্ছ্বগ্ন করা মেয়ে’ বলা হয়েছে কেন?
ক ক্ষেন্তির একবার বিয়ে হয়ে গিয়েছিল
খ ক্ষেন্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল
গ ক্ষেন্তির বিয়ের বয়স পেরিয়ে গিয়েছিল
ঘ শ্বশুরবাড়ির লোক ক্ষেন্তিকে বাপের বাড়ি দিয়ে গিয়েছিল
উত্তরঃ খ ক্ষেন্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল
ব্যাখ্যাঃ তৎকালীন গ্রাম্য সমাজে রীতি ছিল যে, আশীর্বাদ হয়ে যাওয়া মানেই মেয়ে উৎসর্গ হয়ে যাওয়া।
৩৪. কালীময় ক্ষেন্তির জন্য বর হিসেবে কাকে নির্বাচন করেছিলেন?
ক শ্রীমন্ত মজুমদারের ছেলেকে
খ) তার নিজের ছেলেকে
গ বিষু সরকারের ছেলেকে
ঘ) তারক খুড়োর ছেলেকে
উত্তরঃ ক শ্রীমন্ত মজুমদারের ছেলেকে
৩৫. কালীময় কার কাছে টাকা ধার করেছিলেন?
ক সহায়হরির কাছে
গ বিষু সরকারের কাছে
খ অন্নপূর্ণার কাছে
ঘ শ্রীমন্ত মজুমদারের কাছে
উত্তরঃ ঘ শ্রীমন্ত মজুমদারের কাছে
৩৬. ‘ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র।”- ‘ইহা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক ক্ষেন্তির বিয়ের বয়স পার হয়ে গেছে
খ) কালীময় টাকা শোধ না দিতে পারায় প্রহৃত হয়েছে
গ শ্রীমন্ত মজুমদারের ছেলে প্রহৃত হয়েছে
ঘ কালীময়ের বিরুদ্ধে শীঘ্র নালিশ হবে
উত্তরঃ ঘ কালীময়ের বিরুদ্ধে শীঘ্র নালিশ হবে
ব্যাখ্যা: কালীময় শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে ধার নেওয়া টাকার সুদ পর্যন্ত শোধ করেনি।
৩৭. কোন্ গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রৌদ্র আসছিল?
ক বাঁশগাছ
খ বাতাবিলেবু গাছ
গ আমগাছ
ঘ কাঁঠালগাছ
উত্তরঃ খ বাতাবিলেবু গাছ
৩৮. সহায়হরি ক্ষেন্তিকে কী আনতে বলেছিলেন?
ক কাটারি
খ শাবল
গ) কোদাল
ঘ কুড়ুল
উত্তরঃ খ শাবল
৩৯. দুর্গা এসে কীসের ঘট বের করে দিতে বলেছিল?
ক ইতুর ঘট
খ) মঙ্গলচণ্ডীর ঘট
গ) সত্যনারায়ণের ঘট
ঘ) মা কালীর ঘট
উত্তরঃ ক ইতুর ঘট
৪০. ওপাড়ার মুখুজ্যে বাড়ি যাওয়ার পথে কোন্ গাছের ঘন বন পড়ে?
ক) শেওড়া
গ) রাংচিতা
খ) বনভাট
ঘ উক্ত সব ক-টি
উত্তরঃ ঘ উক্ত সব ক-টি
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর MCQ | ১ম সেমিস্টার একাদশ শ্রেণি বাংলা
৪১. আমড়া গাছে কোন্ পাখি বসেছিল?
কি কাঠঠোকরা
খ কোকিল
(গ) লেজ-ঝোলা হলদে পাখি
ঘ বউ কথা কও
উত্তরঃ গ লেজ-ঝোলা হলদে পাখি
৪২. দুর্গা খুড়িমাকে আঙুল দিয়ে কী দেখিয়েছিল?
ক একটা শিয়াল
গ একটা সাপ
খ একটা হলুদ পাখি
ঘ একটা বুনো খরগোশ
উত্তরঃ খ একটা হলুদ পাখি
৪৩. “দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল।”-কী বন্ধ হয়ে গেল?
কি কাঠ কাটার শব্দ
(খ) মাটি খোঁড়ার শব্দ
গ) কাশির শব্দ
ঘ কুকুরের ঘেউ ঘেউ শব্দ
উত্তরঃ খ মাটি খোঁড়ার শব্দ
ব্যাখ্যাঃ সহায়হরি বরোজপোতার জঙ্গলে মাটি খুঁড়ে মেটে আলু তুলছিলেন।
৪৪. ক্ষেন্তি উঠোনের রৌদ্রে বসে কী করছিল?
ক) খোঁপা খুলছিল
(খ) তেল মাখছিল
গ) রোদ পোহাচ্ছিল
ঘ রামায়ণ পাঠ করছিল
উত্তরঃ ক খোঁপা খুলছিল
৪৫. সহায়হরি ঘাড়ে করে কী নিয়ে এসেছিলেন?
কি মস্ত একটা থোর
(খ) একটা যজ্ঞডুমুরের ডাল
গ একটা মেটে আলু
ঘ এক ঝুড়ি মাছ
উত্তরঃ গ একটা মেটে আলু
৪৬. সহায়হরি অন্নপূর্ণাকে কোন্ চৌকিদারের কথা বলেছিলেন?
ক) গগন চৌকিদার
খ) হরিশ চৌকিদার
(গ) ময়রা চৌকিদার
ঘ) ময়শা চৌকিদার
উত্তর: (ঘ) ময়শা চৌকিদার
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর MCQ | ১ম সেমিস্টার একাদশ শ্রেণি বাংলা
ব্যাখ্যাঃ ময়শা চৌকিদারের প্রসঙ্গটা সম্পূর্ণ সহায়হরির বানানো ছিল।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা