সন্ন্যাস কাকে বলে |
সন্ন্যাস
সন্ন্যাস হল মানুষের চতুরাশ্রমের শেষ আশ্রম বা পর্যায়। সন্ন্যাস হল মানুষের পারমার্থিক সত্তায় উত্তরিত হওয়ার শেষ পর্যায়। এই শেষ পর্যায়েই মানুষের প্রথম তিনটি অধ্যায়ের পূর্ণতা সূচিত হয়। বানপ্রস্থের মাধ্যমে মানুষ নিজেকে সন্ন্যাসের উপযোগী করে তোলে এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। এরূপ ধর্মে প্রবৃত্ত হয়েই মানুষ সমস্ত প্রকার কামনাবাসনা এবং গৃহের নিরাপদ আশ্রয় বর্জন করে। এই সন্ন্যাস জীবনেই মানুষ সাধনার দ্বারা নিজের চিত্তশুদ্ধি করে, নিজেকে ঈশ্বরের অভিমুখী করে গড়ে তোলে। চতুরাশ্রমের এই পর্যায়েই মানুষ অফুরন্ত মানসিক প্রশান্তির অধিকারী হয় এবং আত্মজ্ঞান তথা ব্রহ্মজ্ঞান লাভ করেই নিঃশ্রেয়স তথা মোক্ষলাভে ধন্য হয়। মোক্ষই হল মানবজীবনের চরম ও পরম প্রাপ্তি এবং এরুপ প্রাপ্তির কামনাই প্রত্যেকটি মানুষ করে থাকে। এর জন্যই মানুষ নানারকম সামাজিক বিধিনিষেধ মেনে চলে এবং জীবনকে এক সুনিয়ন্ত্রিত পথে চালিত করে। জীবনের চারটি অধ্যায় অতিক্রম করেই মানুষ এই অনাবিল আনন্দস্বরূপ মোক্ষলাভে ধন্য হয়। এভাবেই জীবাত্মা পরমাত্মায় পরিণত হয় এবং আত্মজ্ঞানের আনন্দ অনুভব করে। মোক্ষলাভের জন্য তাই আশ্রম ধর্মের যে প্রয়োজনীয়তা আছে তা কখনোই অস্বীকার করা যায় না। যেভাবেই হোক-না- কেন, এ কথা অবশ্যস্বীকার্য যে মোক্ষলাভের জন্য মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ধর্মাচরণ করতে হয়-যার মৌল উদ্দেশ্য হল পরমাত্মায় বিলীন হওয়া।