ষোড়শ শতাব্দীর ইতালীয় রেনেসাঁস সাহিত্যের ক্ষেত্রে কীরূপ অগ্রগতি ঘটিয়েছিল
ষোড়শ শতাব্দীর ইতালীয় রেনেসাঁস সাহিত্যের ক্ষেত্রে কীরূপ অগ্রগতি ঘটিয়েছিল |
কবিতা
(i) আর্কাদিয়ান কবিতা: প্রকৃতির প্রতি ভালোবাসা, গ্রামীণ জীবনের সরলতা এবং মনের শান্তির উপর জোর দেওয়া এই ধারার কবিতার বৈশিষ্ট্য। আর্কাদিও ছিলেন এই ধারার অন্যতম প্রখ্যাত কবি।
(ii) নব্য-ক্লাসিসিজম: রেনেসাঁসের ধ্রুপদি কবিতার অনুকরণে রচিত কবিতা এই ধারার বৈশিষ্ট্য। উগো ফোসকোলো (১৭৭৮-১৮২৭) এবং ভিটোরিও আলফিয়েরি (১৭৪৯- ১৮০৩) এই ধারার অন্যতম বিখ্যাত কবি।
নাটক
(i) কমেডিয়া ডেল’আর্তে: হাস্যরসাত্মক বা ব্যাঙ্গাত্মক নাটকে অচিন্তিত তাৎক্ষণিক সংলাপ প্রক্ষেপণ, একটি নির্দিষ্ট ধরনের চরিত্র সৃজন, মুখোশের ব্যবহার এই বিশেষ নাট্যধারার বৈশিষ্ট। এই ধারার অন্যতম প্রবক্তা ছিলেন কার্লো গোলদিনি (১৭০৭-১৭৯৩)।
(ii) ট্র্যাজেডি: ধ্রুপদি বিষয়বস্তু এবং বীর রসাত্মক চরিত্র সৃষ্টি করে এই ধরনের গুরুগম্ভীর আর আবেগধর্মী নাটকে ব্যবহার করা হয়। ভিত্তোরিও আলফিয়েরি ছিলেন এই ঘরানার অগ্রনায়ক।
উপন্যাস
(i) ইপিস্টোলারি উপন্যাস: চিঠির মাধ্যমে গল্প বলা এই ধারার উপন্যাসের বৈশিষ্ট্য। উগো ফোসকোলোর Ultime lettere di Jacopo Ortis (১৭৯৮) এই ধারার একটি বিখ্যাত উপন্যাস।
(ii) ঐতিহাসিক উপন্যাস: ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে রচিত উপন্যাস এই ধারার বৈশিষ্ট্য। Alessandro Man- zoni-র। Promessi Sposi (১৮২৭) এই ধারার একটি বিখ্যাত উপন্যাস।