বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো

বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো – সূর্যরশ্মির প্রত্যক্ষ প্রভাবে বায়ুমণ্ডল খুব বেশি উত্তপ্ত হয় না। সূর্য্যেত্তাপে প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ওই উষ্ণ ভূপৃষ্ঠ দ্বারা বায়ুমণ্ডল মূলত পরোক্ষভাবে উত্তপ্ত হয়।

    বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো

    বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো
    বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো

    বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি

    সূর্যরশ্মির প্রত্যক্ষ প্রভাবে বায়ুমণ্ডল খুব বেশি উত্তপ্ত হয় না। সূর্য্যেত্তাপে প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ওই উষ্ণ ভূপৃষ্ঠ দ্বারা বায়ুমণ্ডল মূলত পরোক্ষভাবে উত্তপ্ত হয়।

    বিকিরণ (Radiation)

    কোনো জড় মাধ্যম ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ সঞ্চালন প্রক্রিয়াকে বিকিরণ বলে। ক্ষুদ্র তরঙ্গের জন্য তড়িৎচুম্বক তরঙ্গরূপে আগত সৌরবিকিরণ দ্বারা বায়ুস্তর উত্তপ্ত হয় না। ভূপৃষ্ঠ ওই তাপ শোষণ করে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠের তাপ শোষণ সর্বোচ্চ সীমা অতিক্রম করলে দীর্ঘ তরঙ্গরূপে পার্থিব তাপ বিকিরণ শুরু হয়। এর ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন বায়ুস্তর ওই বিকীর্ণ তাপ দ্বারা পরোক্ষভাবে উত্তপ্ত হয়। জলভাগের তাপ বিকিরণ হার কম, স্থলভাগের বেশি। বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়।

    পরিবহণ (Conduction)

    পরস্পর সংলগ্ন দুটি অসম উত্তাপবিশিষ্ট বস্তুর অণুগুলির সংস্পর্শের মাধ্যমে উষ্ণতার বস্তু থেকে শীতলতর বস্তুতে তাপ অপসারণ প্রক্রিয়াকে পরিবহণ বলে। উভয় পদার্থের উত্তাপ সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকে। সৌরতাপ গ্রহণ করে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর উষ্ণ ভূপৃষ্ঠ সংলগ্ন নীচের বায়ু স্তরে তাপ অপসারিত হয়ে সেটি উষ্ণ হয়। ওই উষ্ণ বায়ুর তাপ সংলগ্ন শীতল বায়ুতে পরিবাহিত হয়। পরপর বায়ুস্তর গুলির উষ্ণতা সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডল উত্তপ্ত হতে থাকে। বায়ু তাপের কুপরিবাহী হওয়ায় ভূপৃষ্ঠ সংলগ্ন মাত্র কয়েক মিটার বায়ুস্তর এই প্রক্রিয়ায় উত্তপ্ত হয়।

    পরিচলন (Convection)

    উত্তপ্ত বস্তুকণাগুলি নিজেরাই উষ্ণতর থেকে শীতলতর অংশে গমন করে তাপ সঞ্চালন করার প্রক্রিয়াকে পরিচলন বলে। সূর্যোত্তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর অণুগুলি উত্তপ্ত হলে তা প্রসারিত ও হালকা হয়। উষ্ণ ও হালকা বায়ু সরাসরি ওপরে উঠে যায়। ওপরের শীতল ও ভারী বায়ু অপেক্ষাকৃত শীতল অঞ্চলের দিকে সরে গিয়ে ভূপৃষ্ঠে নেমে আসতে বাধ্য হয়। ভূপৃষ্ঠে ঊর্ধ্বগামী উষ্ণ বায়ুর শূন্যস্থান পূরণ করতে ওই শীতল বায়ু উষ্ণ অঞ্চলের দিকে ছুটে যায় এবং একইভাবে উত্তপ্ত, প্রসারিত ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। এভাবে বায়ুর উল্লম্বভাবে ঊর্ধ্ব ও নিম্নগমনে অর্থাৎ চক্রাকারে আবর্তিত হয়ে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এক্ষেত্রে উত্তাপ উল্লম্বভাবে স্থানান্তরিত হয়ে বায়ুমণ্ডলের সুবিস্তৃত অংশ উষ্ণ হয়ে পড়ে।

    Leave a Comment