বানপ্রস্থ কাকে বলে

বানপ্রস্থ কাকে বলে
বানপ্রস্থ কাকে বলে

বানপ্রস্থ

গার্হস্থ্য জীবনের সমাপনান্তে মানবজীবন তৃতীয় অধ্যায় তথা বানপ্রস্থ-এ প্রবেশ করে। জীবনের এই অধ্যায়টিকে বলা হয় স্বেচ্ছা নির্বাসনের অধ্যায়। কারণ, এরূপ অধ্যায়ে মানুষ নিজের ইচ্ছায় নিজেকে সংসারজীবন থেকে নির্বাসিত করে। এরূপ নির্বাসনের ফলে মানুষ সমস্তপ্রকার ভোগবাসনা থেকে বিরত হয় এবং গার্হস্থ্য জীবনের যাবতীয় সুখস্বাচ্ছন্দ্য বর্জন করে। এই অধ্যায়ে মানুষ ইষ্টসাধনায় ব্রতী হয় এবং ক্রমান্বয়ে চিত্তশুদ্ধির পথে এগিয়ে যায়। সমস্তরকম ভোগবিলাস পরিত্যাগ করে মানুষ ত্যাগের সাধনায় মগ্ন হয় এবং সন্ন্যাসজীবনের ক্ষেত্রটিকে প্রশস্ত করে। বানপ্রস্থী মানুষের কতকগুলি ধর্মাচরণ করতে হয়-যেগুলি তার চিত্তশুদ্ধির পক্ষে একান্তভাবে সহায়ক। এই অধ্যায়ে আচরিত ধর্মগুলির অন্যতম হল-বৃক্ষের ছাল বাকলাদি পরিধান, জটাজুট ধারণ, বনের ফলমূলাদি ভক্ষণ, অতিথি আপ্যায়ন, আত্মসংযম এবং স্বল্পভোজনাদি। এই সমস্ত কর্ম সম্পাদনের মাধ্যমেই মানুষ নিজেকে সন্ন্যাসের উপযোগী করে তুলতে সমর্থ হয়।

Leave a Comment