পঞ্চযজ্ঞ কী |
পঞ্চযজ্ঞ
গার্হস্থ্য ধর্মে মানুষ সাধারণত পাঁচটি যজ্ঞের সম্পাদন করে এবং এই সমস্ত যজ্ঞ সম্পাদনের মাধ্যমে মানুষ পাঁচটি ঋণ পরিশোধ করে। এই পাঁচটি যজ্ঞ হল যথাক্রমে দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ঋষিযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। দেবযজ্ঞ সম্পাদেনের মাধ্যমে দেবঋণ পরিশোধ করা হয়। পিতৃযজ্ঞ সম্পাদনের মাধ্যমে পিতৃঋণ পরিশোধ করা হয়। ঋষিযজ্ঞ সম্পাদনের মাধ্যমে ঋষিঋণ পরিশোধ করা হয়। নৃযজ্ঞের মাধ্যমে নৃঋণ তথা মানবঋণ পরিশোধ করা হয়। আর ভূতযজ্ঞ সম্পাদনের মাধ্যমে পরিশোধ করা হয় ভূতঋণ। দেবতাদের উপাসনা এবং ভজনা ও বেদ-নির্দেশিত যাগযজ্ঞের অনুষ্ঠানকেই বলা হয় দেবযজ্ঞ। পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি ও শ্রাদ্ধাদি হল পিতৃযজ্ঞ। বেদ, উপনিষদ প্রভৃতি ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সম্পাদিত হয় ঋষিযজ্ঞ। মানুষের সেবার মধ্য দিয়ে সম্পন্ন হয় নৃযজ্ঞ। মনুষ্যেতর জীব, আত্মা এবং উদ্ভিদ প্রভৃতির সেবার মধ্য দিয়ে সম্পাদিত হয় ভূতযজ্ঞ। গার্হস্থ্য জীবনে এই সমস্ত ধর্ম পালন করাই হল প্রত্যেকটি মানুষের মৌল কর্তব্য।