নাস্তিক দর্শন হিসেবে বৌদ্ধ দর্শনের পরিচয় দাও |
নাস্তিক দর্শন হিসেবে বৌদ্ধ দর্শনের পরিচয়
ভারতীয় দর্শনের ইতিহাসে যে-সমস্ত নাস্তিক সম্প্রদায়ের পরিচয় পাওয়া যায়, তাদের মধ্যে অন্যতম হল বৌদ্ধ দর্শন (Buddhism)। এই দর্শনের মুখ্য প্রবক্তা রূপে উল্লেখ করা হয় গৌতম বুদ্ধের নাম। ভারতীয় দর্শনে বৌদ্ধ সম্প্রদায় একটি নাস্তিক সম্প্রদায় রূপে গণ্য। কারণ, বৌদ্ধরা কখনোই বেদের প্রামাণ্যে বিশ্বাসী নন। বেদকে তাঁরা প্রামাণ্য গ্রন্থ হিসেবে কখনোই গ্রহণ করেন না। আর যাঁরা বেদের প্রামাণ্য বিশ্বাসী নন, তাঁরাই হলেন নাস্তিক।
বৌদ্ধরা নাস্তিক হিসেবে গণ্য হলেও, তাঁরা কিন্তু কখনোই চার্বাকদের ন্যায় চরম নাস্তিক নয়। কারণ, তাঁরা বেদের প্রামাণ্যকে অস্বীকার করলেও চার্বাকদের মতো কঠোরভাবে তার বিরোধিতা করেননি। বেদের প্রামাণ্যকে তাঁরা অস্বীকার করেছেন ঠিকই, কিন্তু কখনোই চার্বাকদের ন্যায় তাঁরা বলেননি যে, বেদ হল ধূর্ত ব্রাহ্মণদের রচনা। আবার, বেদের প্রামাণ্যকে অস্বীকার করলেও, বৌদ্ধ সম্প্রদায় কর্মফল, জন্মান্তরবাদ এবং নির্বাণের মতো বিষয়গুলিকে স্বীকার করে নিয়েছে এবং সেগুলির উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। বৌদ্ধদের এই সমস্ত বিষয়গুলি কখনোই চার্বাকদের ন্যায় চরম নাস্তিকতাকে নির্দেশ করে না। সেকারণেই বলা যায় যে, বৌদ্ধগণ নাস্তিক রূপে গণ্য হলেও চরম নাস্তিক নয়, তাঁরা হলেন নরমপন্থী নাস্তিক।