নবজাগরণের যুগে ইউরোপে ভাস্কর্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো

নবজাগরণের যুগে ইউরোপে ভাস্কর্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো – আজকের পর্বে নবজাগরণের যুগে ইউরোপে ভাস্কর্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হল।

    নবজাগরণের যুগে ইউরোপে ভাস্কর্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো

    নবজাগরণের যুগে ইউরোপে ভাস্কর্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো
    নবজাগরণের যুগে ইউরোপে ভাস্কর্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো
    পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইটালিতে রেনেসাঁস বা নবজাগরণের সূচনা হয়। এই নবজাগরণের যুগে ইউরোপে স্থাপত্যের পাশাপাশি ভাস্কর্যের ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি ঘটে। যেমন-

    বাস্তববাদ এবং প্রকৃতিবাদ

    রেনেসাঁসের ভাস্কর্য শিল্পীরা মধ্যযুগের শৈলীযুক্ত উপাদানগুলি থেকে সরে এসে বাস্তববাদ এবং প্রকৃতিবাদের উপর জোর দেন। প্রাণবন্ত ভাস্কর্য তৈরি করতে শিল্পীরা দেহতত্ত্ব এবং মানব অঙ্গের গঠন সম্পর্কে অধ্যয়ন করেন।

    ধ্রুপদি শৈলীর প্রভাব

    রেনেসাঁসের ভাস্কর্য শিল্পীরা ধ্রুপদি ভাস্কর্যশৈলী থেকে অনুপ্রেরণা নেন। কন্ট্রাপোস্টো (দাঁড়ানোর ভঙ্গিমার ভাস্কর্য) এবং ড্র্যাপারী রেন্ডারিং (কাপড়ের ভাঁজের ভাস্কর্য)-এর মতো কৌশলগুলি উপলব্ধির জন্য তারা ধ্রুপদি ভাস্কর্যশৈলী অধ্যয়ন করেন।

    মার্বেল খোদাই কৌশল

    রেনেসাঁসের ভাস্কর্য শিল্পীরা মার্বেল পাথর খোদাই করে সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তুলতেন। খোদাইয়ের কাজে তারা ছেনি, হাতুড়ি, রেতি জাতীয় ধাতব সরঞ্জাম ব্যবহার করতেন। মার্বেলের ভাস্কর্য তৈরির পর তা পালিশ করা হত।

    ব্রোঞ্জ ঢালাই কৌশল

    জটিল বিবরণসহ বড়ো আকারের ভাস্কর্য তৈরির জন্য ভাস্কর্য শিল্পীরা ব্রোঞ্জ ঢালাই কৌশল প্রয়োগ করেন। ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি করতে শিল্পীরা একসময়ে হারিয়ে যাওয়া মোম পদ্ধতিও ব্যবহার করেন। এতে ভাস্কর্যের সূক্ষ্মতা ও উজ্জ্বল ভাব প্রকাশ পেত।

    প্রতিকৃতি

    রেনেসাঁসের ভাস্কর্য শিল্পীরা প্রতিকৃতি নির্মাণে পারদর্শী ছিলেন। তাঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং তাঁদের শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন জীবজন্তু ও মানুষের আবক্ষ মূর্তি এবং পূর্ণ দৈর্ঘ্যের প্রতিকৃতি তৈরি করতেন। মূর্তির ভাস্কর্যগুলি ছিল নিখুঁত ও অভিব্যক্তিপূর্ণ।

    স্থাপত্যের সঙ্গে একীকরণ

    ভাস্কর্যকে স্থাপত্যের সঙ্গে একীভূত করা হয়েছিল। ভবনের সম্মুখভাগ, অন্দরভাগ, দরজা- জানালা, দালান প্রভৃতি বিভিন্ন অংশে খোদাই করে দৃষ্টিনন্দন সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তোলা হত।

    উপসংহার

    রেনেসাঁসের সময় ইউরোপে ভাস্কর্য তৈরিতে উপর্যুক্ত প্রচুর বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় ভাস্কর্যের ক্ষেত্রে নবজোয়ার আসে। ফলে রেনেসাঁস ভাস্কর্যশৈলী ইউরোপ ছাড়াও সমগ্র বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

    Leave a Comment