ত্রিবর্গ ও চতুর্বর্গ পুরুষার্থ কী |
ত্রিবর্গ ও চতুর্বর্গ পুরুষার্থ
অনেক ভারতীয় চিন্তাবিদ মনে করেন যে, প্রথমদিকে বা শুরুতে পুরুষার্থের সংখ্যা ছিল তিনটি-ধর্ম, অর্থ এবং কাম। শুরুতে পুরুষার্থের এই তিনটি বর্গ বা রূপকে স্বীকার করা হত বলে এগুলিকে একসঙ্গে বলা হয় ত্রিবর্গ। ভারতীয় দর্শনের বহু প্রাচীন গ্রন্থেই এই ত্রিবর্গের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে এই ত্রিবর্গের সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে, পুরুষার্থের এই ত্রিবর্গের সঙ্গে মোক্ষ- কে যুক্ত করে ভারতীয় নীতিতত্ত্বে চতুর্বর্গের সূচনা করা হয়েছে। সে কারণেই ধর্ম, অর্থ এবং মোক্ষ-এই চারটি পুরুষার্থকেই একসঙ্গে বলা হয় চতুর্বর্গ। একমাত্র চার্বাক দার্শনিক সম্প্রদায় ছাড়া আর অপরাপর সম্প্রদায়গুলিতে এই চতুর্বর্গ পুরুষার্থকেই স্বীকার করে নেওয়া হয়েছে।