গার্হস্থ্য বলতে কী বোঝ |
গার্হস্থ্য
আশ্রম ধর্মের প্রথম পর্যায় অতিক্রান্ত হলেই শুরু হয় তাঁর দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়কেই বলা হয় গার্হস্থ ধর্ম। এই অধ্যায়ে মানুষ নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে গৃহে প্রবেশ করে। গৃহে প্রবেশ করার অর্থ হল সংসারজীবনে প্রবেশ করা। ব্রহ্মচর্য ধর্মের শেষ হওয়ার পরই মানুষ সংসারবন্ধনে আবদ্ধ হয়। এই পর্যায়ে মানুষ সমস্তপ্রকার সাংসারিক দায়দায়িত্ব পালন করে এবং স্ত্রীসম্ভোগের মাধ্যমে বংশধারা বজায় রাখে। কিন্তু তাই বলে তারা কখনোই সংসার-বন্ধনে আবদ্ধ হয় না। একটি নির্দিষ্ট সময়ের পরই মানুষ এই অধ্যায় পরিত্যাগ করে তার পরবর্তী অধ্যায় তথা বানপ্রস্থ-এ অগ্রসর হয়। এই অধ্যায়ের পালনীয় ধর্মকেই বলা হয় গার্হস্থ্য ধর্ম।