ক্রুসেডের উদ্দেশ্যগুলি কী ছিল

ক্রুসেডের উদ্দেশ্যগুলি কী ছিল – আজকের পর্বে ক্রুসেডের উদ্দেশ্যগুলি কী ছিল তা আলোচনা করা হল।

    ক্রুসেডের উদ্দেশ্যগুলি কী ছিল

    ক্রুসেডের উদ্দেশ্যগুলি কী ছিল
    ক্রুসেডের উদ্দেশ্যগুলি কী ছিল
    ১০৭৭ খ্রিস্টাব্দে আনাতোলিয়ার সেলজুক শাসকেরা খ্রিস্টানদের জেরুজালেমে যেতে বাধা দিলে পোপ দ্বিতীয় আরবান ক্ষুব্ধ হন। এর ফলে পোপ দ্বিতীয় আরবান ১০৯৫ খ্রিস্টাব্দের ফ্রান্সের ক্লেরমন্ট শহরে এক জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেন। ফলে ক্রুসেড শুরু হয়। ক্রুসেডের বিভিন্ন উদ্দেশ্য ছিল। যেমন-

    জেরুজালেমের পবিত্রতা

    জিশুখ্রিস্টের জন্মভূমি এবং খ্রিস্টানদের পবিত্র তীর্থক্ষেত্র প্যালেস্টাইনের জেরুজালেম শহর মুসলিমদের কাছেও ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেলজুক তুর্কিরা তা দখল করে খ্রিস্টানদের চার্চের পাশে মসজিদ তৈরি করে। এরই প্রতিক্রিয়া হিসেবে খ্রিস্টানরা সেলজুক তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করে। তাই খ্রিস্টান ও মুসলিম উভয় জাতিই জেরুজালেমের পবিত্রতা রক্ষায় উদ্যত হয়।

    বাইজানটাইন সাম্রাজ্য রক্ষা

    একাদশ শতকে সেলজুক তুর্কিরা বাইজানটাইন সাম্রাজ্যের এশিয়া মাইনরের একাংশ দখল করে। এরপর তারা কনস্ট্যান্টিনোপলের দিকে অগ্রসর হলে পূর্ব রোমের বাইজানটাইন সম্রাট আলেক্সিয়াস ভীত হয়ে পড়েন। তিনি সাম্রাজ্য রক্ষার জন্য খ্রিস্টান জগতের প্রধান পোপ দ্বিতীয় আরবানের শরণাপন্ন হয়।

    পোপের হারানো গৌরব পুনরুদ্ধার

    বিশ্বে খ্রিস্টানদের ধর্মগুরু ছিলেন পোপ। একদা রোমান ও গ্রিক চার্চের মধ্যে বিরোধের ফলে পোপের ক্ষমতা ও মর্যাদা অনেকটাই হ্রাস পায়। এই হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য পোপ ক্রুসেডের আহ্বান জানান।

    নতুন স্থান দখল

    সেলজুক তুর্কিদের আক্রমণে আরব দুনিয়ায় বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলে বাইজানটাইন শাসকগণ আরব ভূখণ্ডের কিছু অংশ দখলের জন্য উদ্‌গ্রীব হয়ে ওঠে। এ ছাড়াও বাণিজ্যিক সমৃদ্ধির জন্য ক্রুসেডের মাধ্যমে নতুন স্থান দখলের প্রয়োজন ছিল।

    অর্থলাভ

    অভিজাতদের মধ্যে যে অংশ তুলনায় আর্থিকভাবে দুর্বল ছিল, তারা ক্রুসেডের মধ্যে দিয়ে তাদের অবস্থার উন্নতি ঘটাবার সম্ভাবনা দেখেছিল। আর ইউরোপের ধনী অভিজাতরা ক্রুসেডের মাধ্যমে আরও ধনী হয়ে উঠতে চেয়েছিল।

    অন্যান্য

    ক্রুসেডে অংশগ্রহণকারীদের আলাদা আলাদা উদ্দেশ্য ছিল-(i) সামন্তপ্রভুরা চেয়েছিল প্রাচ্যে সামন্তপ্রথার প্রবর্তন ঘটানো। (ii) ভূমিদাসরা চেয়েছিল পরাধীনতা থেকে মুক্তি পেতে। (iii) বেকার ভবঘুরেরা কর্মসংস্থানের আশায় বুক বেঁধেছিল। (iv) নাইটদের অন্তরে ছিল দক্ষতা প্রদর্শনের আকাঙ্কা প্রভৃতি।

    Leave a Comment