কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ লেখো – আজকের পর্বে কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ আলোচনা করা হল।
কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ লেখো
কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ লেখো |
১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের দ্বারা বাইজানটাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল দখলের ঘটনা ইতিহাসে কনস্ট্যান্টিনোপলের পতন নামে পরিচিত। কনস্ট্যান্টিনোপলের পতনের কারণগুলি হল-
বাইজানটাইন সাম্রাজ্যের দুর্বলতা
খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শুরুর দিকে বাইজানটাইন সাম্রাজ্যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দাভাব এবং সামরিক দুর্বলতা অত্যন্ত প্রকট হয়ে ওঠে। ফলে এই সময়ে সাম্রাজ্যের রাজধানী হিসেবে কনস্ট্যান্টিনোপলকে আক্রমণ করতে অটোমান তুর্কিরা খুবই উৎসাহিত হয়।
অটোমান সম্প্রসারণবাদ
খ্রিস্টীয় পঞ্চদশ শতকে অটোমান সুলতান দ্বিতীয় মহম্মদের অধীনে অটোমান সাম্রাজ্যের আয়তন বৃদ্ধির লক্ষ্যে সম্প্রসারণবাদী নীতি গ্রহণ করা হয়। ফলে ইউরোপ ও এশিয়ার প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত কনস্ট্যান্টিনোপল জয় করা অটোমান তুর্কিদের প্রধান লক্ষ্যে পরিণত হয়।
উন্নত সামরিক নীতি
অটোমানরা ‘ব্যাসিলিকা’ এবং ‘গ্রেট তুর্কি বোম্বার’-এর মতো বিশাল কামানসহ বিভিন্ন উন্নত সামরিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে। তাদের শক্তিশালী কামানের গোলা কনস্ট্যান্টিনোপলের সুদৃঢ় দুর্গ প্রাচীরকে ভেঙে দেয়।
অটোমানদের নৌ অবরোধ
অটোমান সুলতান দ্বিতীয় মহম্মদ সমুদ্রপথে কনস্ট্যান্টিনোপলে রসদ সরবরাহের সকল পথ বন্ধ করার উদ্দেশ্যে একটি নৌ অবরোধ কার্যকর করেন। ১৪৫৩ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত ৫৩ দিনব্যাপী এই নৌ অবরোধের সময় শহরের প্রতিরক্ষা ব্যবস্থা এবং জনগণের মনোবল উভয়ই দুর্বল হয়ে পড়ে। ফলে অটোমানরা সহজেই কনস্ট্যান্টিনোপল দখল করে নেয়।
সেনাকর্তাদের বিশ্বাসঘাতকতা
যুদ্ধের সময় অর্থের লোভে কিংবা প্রাণ সংশয়ের ভয়ে বাইজানটাইন সাম্রাজ্যের কিছু সেনাপতি ও সৈন্য অটোমানদের পক্ষে চলে যায়। তারা অটোমানদের কাছে নিজেদের সাম্রাজ্যের গোপন তথ্য ফাঁস করে দেয় এবং চূড়ান্ত আক্রমণের সময় তারা অটোমানদের জন্য দুর্গের প্রবেশদ্বার খুলে দেয়।
উপসংহার
উপযুক্ত বিভিন্ন কারণে কনস্ট্যান্টিনোপলের পতনের পর বাইজানটাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটে এবং এই অঞ্চলে অটোমান আধিপত্যের সূচনা হয়।