আর্যসত্য কাকে বলে? আর্যসত্য কয়টি ও কী কী

আর্যসত্য কাকে বলে? আর্যসত্য কয়টি ও কী কী
আর্যসত্য কাকে বলে? আর্যসত্য কয়টি ও কী কী?

আর্যসত্য

বৌদ্ধ দর্শনের একটি মূল বিষয় হল আর্যসত্যের ধারণা। সাধনার দ্বারা যে-সমস্ত সত্যকে বুদ্ধদেব লাভ করেছেন, সেগুলিকেই বলা হয় আর্যসত্য (Noble Truth)। সাধারণ মানুষের দুঃখ নিরাসনের জন্য বুদ্ধদেব গভীর ও কঠোর – তপস্যায় মগ্ন ছিলেন। তপস্যার অন্তিম লগ্নে তিনি রাত্রির চার প্রহরে চারটি আর্যসত্যের উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। এগুলিকেই বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি রূপে গণ্য করা হয়।

আর্যসত্যের প্রকার

তপস্যার শেষ রাত্রে চার প্রহরে চারটি সত্যের উপলব্ধি করায় বৌদ্ধ দর্শনের আর্যসত্যের সংখ্যা হল চারটি (চত্বারি আর্য সত্যানি)। এগুলিকেই বলা হয় আর্যসত্য চতুষ্টয়। দীর্ঘ তপস্যার পর দিব্যজ্ঞান লাভ করে, গৌতম বুদ্ধ এই সত্যে উপনীত হন যে, মানজীবনে দুঃখ, কষ্ট ও পুনর্জন্মের মূল কারণ হল অবিদ্যা এবং তজ্জনিত কামনা, বাসনা ও আসক্তি। এই চারটি আর্যসত্য হল-1. দুঃখ: অর্থাৎ, দুঃখ আছে, 2. দুঃখসমুদয়: অর্থাৎ, দুঃখের কারণ আছে, 3. দুঃখ নিরোধ: অর্থাৎ, দুঃখের নিবৃত্তি আছে এবং 4. দুঃখ নিরোধ মার্গ: অর্থাৎ, দুঃখ নিবৃত্তির মার্গ বা পথ আছে।

Leave a Comment