RNA কাকে বলে? RNA-র রাসায়নিক উপাদানগুলি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো

RNA কাকে বলে? RNA-র রাসায়নিক উপাদানগুলি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো
RNA কাকে বলে? RNA-র রাসায়নিক উপাদানগুলি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড

রাইবোজ শর্করা দিয়ে গঠিত, কোশে প্রোটিন সংশ্লেষে সহায়ক একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে RNA বলে।

রাসায়নিক উপাদান: RNA একপ্রকারের জৈব রাসায়নিক যৌগ। এর রাসায়নিক উপাদানগুলি হল- (i) একটি রাইবোজ শর্করা, (ii) ফসফোরিক অ্যাসিড এবং (iii) দু-রকমের নাইট্রোজেন বেস-পিউরিন ও পিরিমিডিন। পিউরিন অণুতে অ্যাডেনিন (A) ও গুয়ানিন (G) এবং পিরিমিডিন অণুতে সাইটোসিন (C) ও ইউরাসিল (U) থাকে। RNA কেবলমাত্র একটি শৃঙ্খলযুক্ত অর্থাৎ একতন্ত্রী। এতে রাইবোজ শর্করার সঙ্গে যে-কোনো একটি বেস যুক্ত থাকে।

Leave a Comment