DNA কাকে বলে? DNA-এর রাসায়নিক উপাদানগুলি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। |
DNA বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড
রাসায়নিক উপাদান: DNA একপ্রকারের রাসায়নিক জৈব যৌগ। এর রাসায়নিক উপাদানগুলি হল- (i) একটি পেন্টোজ শর্করা-ডিঅক্সিরাইবোজ, (ii) নাইট্রোজেন বেস-পিউরিন ও পিরিমিডিন এবং (iii) একটি ফসফোরিক অ্যাসিড। DNA-র গঠনগত ও কার্যগত একককে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড বলে। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড = ডিঅক্সিরাইবোজ শর্করা ফসফেট নাইট্রোজেন (বেস)। DNA অণুতে অ্যাডেনিন (A) ও গুয়ানিন (G) নামক দু-রকমের পিউরিন এবং সাইটোসিন (C) ও থাইমিন (T) নামক দু-রকমের পিরিমিডিন থাকে।
বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক (Watson and Crick) 1953 খ্রিস্টাব্দে DNA অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। এতে বহু নিউক্লিওটাইডযুক্ত দুটি তন্ত্রী পরস্পরকে পেঁচিয়ে সিঁড়ির মতো আকার ধারণ করে। সিঁড়ির হাতল দুটি শর্করা (S) এবং ফসফোরিক অ্যাসিড বা ফসফেট (P) নিয়ে গঠিত। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড (A = T) এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ড (G = C) দিয়ে যুক্ত থাকে।