১৮৪৮ খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয় – আজকের পর্বে ১৮৪৮ খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয় তা আলোচনা করা হল।
১৮৪৮ খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয়
১৮৪৮ খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয়? |
ভূমিকা
১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব অঙ্গি-স্ফুলিঙ্গের মতো ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে দাবানলের সৃষ্টি করে। তার লেলিহান শিখায় ইউরোপের বিভিন্ন দেশে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন তীব্রতর আকার ধারণ করে। ১৮৪৮ খ্রিস্টাব্দে ইউরোপের ১৫টি দেশে একসাথে একের পর এক বিপ্লবী আন্দোলন শুরু হয়েছিল বলে ওই বছর বিপ্লবের বছর বলা হয়।
বিপ্লবের বছর
ফেব্রুয়ারি বিপ্লবের তরঙ্গে অস্ট্রিয়া, হাঙ্গেরি, বোহেমিয়া। ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ডেনমার্ক ও নেদারল্যান্ডে প্রায় একসাথে বিপ্লব ছড়িয়ে পড়ে।
অস্ট্রিয়া
অস্ট্রিয়াতে ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ব্যাপক প্রভাব পড়ে। রাজধানী ভিয়েনা, হাঙ্গেরি প্রভৃতি স্থানে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। মেটারনিগ্রে বাসভবন আক্রান্ত হয়। ভিয়েনায় প্রচণ্ড গণ আন্দোলন শুরু হলে মেটারনি পদত্যাগ করতে বাধ্য হন এবং ইংল্যান্ডে পলায়ন করেন এর ফলে ইউরোপে মেটারনিস্তন্ত্রের অবসান ঘটে। অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফার্দিনান্দ বিপ্লবীদের দাবি মত উদারনৈতিক সংবিধান ও জাতীয় সভা মেনে নিতে বাধ্য হন।
হাঙ্গেরি
হাঙ্গেরি ছিল অস্ট্রিয়ার অন্তর্ভুক্ত। ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে হাঙ্গেরির প্রধান শহর বুদাপেস্টের স্যাগিয়ার জাতিগোষ্ঠী স্বায়ত্তশাসন ও নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্টার দাবি জানিয়ে। ‘হাঙ্গেরির ম্যাৎসিনি’ লুই কসুথ এর নেতৃত্বে আন্দোলনের চাপে অস্ট্রিয়ার সম্রাট হাঙ্গেরিয়ানদের স্বায়ত্তশাসনের দাবি মেনে নেন।
বোহেমিয়া
বোহেমিয়ায় ছিল চেক ও স্লাভ জাতির বসবাস। এখানে আন্দোলন শুরু হয়ে অস্ট্রিয় সম্রাট চেকদের স্বায়ত্তশাসনের দাবি মেনে নিতে বাধ্য হন।
ইটালি
১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ ইটালিকেও প্লাবিত করে। ইটালির বিভিন্ন রাজ্যে মিলান, পার্মা, মডেনা, ভেনিস, টাস্কনি, রোম, সিসিলি, নেপলস্ এ বিদ্রোহ দেখা দেয়। মিলান, লোম্বার্ড, ভেনেশিয়ায় বৈপ্লবিক অভ্যুত্থান ঘটলে অস্ট্রিয় সৈন্যবাহিনী বিতাড়িত হয়। ড্যানিয়েল ম্যানিনের নেতৃত্বে ভেনিসে প্রজাতন্ত্র ঘোষিত হয়। পিডমন্ট, সার্ডেনিয়াতে উদারনৈতিক শাসন প্রবর্তিত হয়। রোমে ম্যাৎসিনির নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
জার্মানি
১৮৪৮ খ্রিস্টাব্দে জার্মানির হ্যানোভার, ব্যাভেরিয়া, ব্রান্সউইক, স্যাক্সনি, প্রাশিয়া প্রভৃতি রাজ্যে জাতীয়তাবাদী আনোদলন শুরু হয়। আন্দোলনকারীগণ স্বৈরচারী-শাসনের পরিবর্তে পার্লামেন্টীয় শাসন প্রবর্তনের দাবি করলে রাজারা বাধ্য হয়ে উদারনৈতিক শাসন মেনে নিতে বাধ্য হন। ব্যাভেরিয়াতে আন্দোলনের চাপে রাজার পরিবর্তন ঘটে, এবং ফ্রাঙ্কফোর্ট জার্মান জাতীয়তাবাদীরা মিলিত হয়ে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠন করেন যা পরবর্তীকালে জার্মানির ঐক্য আন্দোলনের পক্ষকে প্রশস্ত করেছিল।
ইংল্যান্ড
ইংল্যান্ডেও ১৮৪৮ খ্রিস্টাব্দের চার্টিস্ট ও সনদ আন্দোলন তীব্র হয়ে উঠে। ইয়ং আয়ারল্যান্ড দলের পরিচালনায় ইংল্যান্ডে সশস্ত্র অভুত্থান ঘটে।
ডেনমার্ক ও নেদারল্যান্ড
১৮৪৮ খ্রিস্টাব্দের বিপ্লবের প্রভাব পড়ে ডেনমার্ক ও নেদারল্যান্ডে। আন্দোলনের চাপে ডেনমার্কের রাজা সপ্তম ফ্রেডারিক সংবিধান সভার অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিলেন।
অন্যান্য দেশে বিপ্লব
ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে সুইডেন সুইজারল্যান্ড প্রভৃতি দেশেও জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়।
উপসংহার
ইউরোপের বিভিন্ন দেশে এই আন্দোলনগুলি শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারেনি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে অস্ট্রিয়া প্রতি আক্রমণ করলে ইটালি, জার্মানি, অস্ট্রিয়ার জাতীয়তাবাদী আন্দোলন স্থিমিত হয়ে পড়ে। তবুও একথা সুনিশ্চিত ভাবে বলা যায় ১৮৪৮ খ্রিস্টাব্দের বিপ্লব জনতার যুগের সূচনা করেছিল।