হুতোম প্যাঁচার নক্শা’-এরূপ নামকরণের কারণ কী? |
নামকরণ
হুতোম প্যাঁচার নক্শা-র রচয়িতা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতোম প্যাঁচা।
নক্শা শব্দের অর্থ হল ব্যঙ্গবিদ্রুপ করে লেখা।
‘হুতোম প্যাঁচার নক্শা’ হল ব্রিটিশ আমলে বিভিন্নভাবে ফন্দিফিকির করে অর্থসম্পদে ধনী হয়ে ওঠা ধান্দাবাজ মানুষদের ব্যঙ্গ করে লেখা একটি কাহিনি। আর নিশাচর প্রাণী হিসেবে প্যাঁচা সমাজের রাত্রিকালীন অসৎ কর্মকাণ্ডের আদর্শ দর্শক। তাই যথার্থভাবেই এর নামকরণ হয়েছে হুতোম প্যাঁচার নক্শা।