স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো

স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো
স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

স্বপরাগযোগের সুবিধা (Advantages of self pollina- tion)

(i) এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায় এবং জনিত্ব বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়।

(ii) সংকরায়ন পরীক্ষায় পিওর লাইন (pure line) বজায় রাখার জন্য স্বপরাগযোগ ঘটানো হয়।

(iii) এইরকম পরাগযোগের জন্য অন্য প্রজাতির উদ্ভিদের বা ফুলের দরকার হয় না।

(iv) এই প্রকার পরাগযোগে অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না।

(v) কোনো বাহকের ওপর নির্ভর করতে হয় না।

(vi) উজ্জ্বল বর্ণ বা মকরন্দ গ্রন্থির উপস্থিতির দরকার হয় না।

(vii) স্বপরাগযোগ কিছু মন্দ প্রকৃতির প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বিলোপ ঘটায়।

(viii) একই ফুলে ঘটে বলে এই পরাগযোগের সফলতার পরিমাণ বেশি।

স্বপরাগযোগের অসুবিধা (Disadvantages of self pol- lination)

(i) নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না।

(ii) স্বপরাগযোগে উৎপন্ন অপত্য উদ্ভিদগুলি দুর্বল হয়ে পড়ে।

(iii) নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা লোপ পায়।

(iv) নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না ফলে উন্নততর প্রজাতির আবির্ভাব ঘটতে পারে না। 

(v) অপত্য উদ্ভিদদের অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।

Leave a Comment