স্পেনের গৃহযুদ্ধের ফলাফল বর্ণনা করো – আজকের পর্বে স্পেনের গৃহযুদ্ধের ফলাফল বর্ণনা করা হল।
স্পেনের গৃহযুদ্ধের ফলাফল বর্ণনা করো
স্পেনের গৃহযুদ্ধের ফলাফল বর্ণনা করো। |
ভূমিকা
বিশ্বের ইতিহাসে স্পেনের গৃহযুদ্ধ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্রাঙ্কোর জয়লাভের ফলে ইউরোপে ফ্যাসিস্ট শক্তি অপ্রতিহত হয়ে ওঠে। স্পেনের গৃহযুদ্ধের আন্তর্জাতিক প্রভাবও ছিল। ফ্রাঙ্কোর পক্ষে যোগদান করে ইটালির মুসোলিনি ও জার্মানির হিটলার পরস্পরের কাছাকাছি আসার ফলে রোম-বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পায়।
স্পেনের গৃহযুদ্ধের ফলাফল
স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কোর জয়ের পশ্চাতে একাধিক কারণ ছিল। হিটলার ও মুসোলিনি উভয়েই ফ্রাঙ্কোকে সমরাস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করেছিলেন। অপরপক্ষে সাধারণতন্ত্রীরা সোভিয়েত রাশিয়ার কাছ থেকে সাহায্য লাভ করলেও সেই সাহায্য ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। প্রসঙ্গত উল্লেখ্য যে, ফরাসি ও ব্রিটিশ সরকার কোনো পক্ষ অবলম্বনের পরিবর্তে সংঘর্ষ এড়ানোর ব্যর্থ পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। তা ছাড়া ফরাসি এবং ব্রিটিশ সরকার কমিউনিস্ট মতাদর্শ প্রসারের বিপক্ষে একনায়কতন্ত্রকে সমর্থন করতে রাজি ছিলেন। সুতরাং, স্পেনের গৃহযুদ্ধ ছিল প্রধানত ফ্যাসিবাদের সঙ্গে সমাজতন্ত্রবাদের আদর্শগত সংগ্রাম। জেনারেল ফ্রাঙ্কোর জয়লাভের ফলে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। স্পেনে সব রকম গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন নিষিদ্ধ হয়। ক্যাথলিক চার্চের বিশেষ সুযোগসুবিধা এবং অভিজাত সম্প্রদায়ের বিশেষ অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। ট্রেড ইউনিয়ন গঠন নিষিদ্ধ হয়।
স্পেনের গৃহযুদ্ধের ফলাফল সম্পর্কে ডেভিড টমসন মন্তব্য করেছেন যে, এই যুদ্ধে ফ্রাঙ্কো মুসোলিনির কাছ থেকে সব থেকে বেশি সাহায্য লাভ করলেও হিটলার সব থেকে বেশি লাভবান হয়েছিলেন। ফ্রাঙ্কোর জয়লাভের ফলে হিটলার শুধু ব্রিটেন এবং ফ্রান্সের ওপরই আঘাত হানেননি, তিনি ইউরোপের গণতান্ত্রিক মর্যাদার ওপরও আঘাত হেনেছিলেন। ফ্রান্সের সীমানায় শক্তিশালী একনায়কতন্ত্রী স্পেনকে প্রতিষ্ঠা করে হিটলার জার্মানির চিরশত্রু ফ্রান্সকে বিব্রত রাখার ব্যবস্থাও করেছিলেন। সর্বোপরি স্পেনের গৃহযুদ্ধে মুসোলিনি ব্যস্ত থাকার সুযোগে হিটলার বলকান অঞ্চলে প্রভাব বৃদ্ধি করার সুযোগ পেয়েছিলেন।