স্নায়ুতন্ত্র কাকে বলে? স্নায়ুতন্ত্রের প্রধান কাজগুলি কী কী? |
স্নায়ুতন্ত্রের সংজ্ঞা
স্নায়ুকোশ দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয়সাধন হয়, তাকে স্নায়ুতন্ত্র বলে।
উদ্ভিদদেহে কোনো স্নায়ুতন্ত্র থাকে না। তবে এরা যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে উত্তেজনায় সাড়া দেয় তা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে না। এটি একরকমের চলন।
স্নায়ুতন্ত্রের কাজ
(i) প্রাণীদেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা এবং তাদের কাজের মধ্যে সমন্বয়সাধন করা। (ii) দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করা। (iii) উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক ও সামঞ্জস্য রক্ষা করা। (iv) দেহস্থ বিভিন্ন পেশি সংকোচন এবং বিভিন্ন গ্রন্থির ক্ষরণে সহায়তা করা।